টুকরো খবর |
জাল সই-কাণ্ডে জামিন কাউন্সিলরের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জাল সই-কাণ্ডে ধৃত কাউন্সিলরের জামিন মঞ্জুর হল। শনিবার মেদিনীপুর সিজেএম আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। ১২ ফেব্রুয়ারি এই আদালতে আত্মসমর্পণ করেছিলেন মেদিনীপুরের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা ঘোষ। সঙ্গে তাঁর স্বামী তথা প্রাক্তন উপ-পুরপ্রধান সুভাষময় ঘোষও আত্মসমর্পণ করেন। অবৈধ ভাবে জলের সংযোগ দেওয়ার জন্য পুরসভার স্ট্যাম্প এবং রসিদ জাল করার অভিযোগ উঠেছিল। মেদিনীপুর কোতয়ালি থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে কৃষ্ণাদেবী, সুভাষময়বাবু-সহ ৪ জনের নামে মামলা রুজু হয়। আত্মসমর্পণের পর এঁদের জেল হেফাজতের নির্দেশ হয়। ইতিমধ্যে সুভাষময়বাবুকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। তা মঞ্জুর হয়। এ দিন মেদিনীপুর কৃষ্ণাদেবীর আইনজীবী জামিনের আবেদন জানান। তা মঞ্জুর করেন সিজেএম কল্লোল দাস। |
পুরনো খবর: রিপোর্ট তলব কংগ্রেস সভাপতির
|
দুর্ঘটনায় মৃত বৃদ্ধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দুর্ঘটনায় মৃত্যু হল বৃদ্ধের। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ বেলদা-এগরা রাজ্য সড়কে ঠাকুরচকে মৃতের নাম গৌরহরি চন্দ (৭৫)। বাড়ি অর্জুনি গ্রামে। বিমল পাত্র নামে জখম একজন হাসপাতালে ভর্তি আছেন। ওই দু’জন সাইকেলে খাকুড়দা থেকে অর্জুনি ফিরছিলেন। পথে লরির ধাক্কায় দু’জনই সাইকেল থেকে পড়ে যান। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান গৌরহরিবাবু। |
|