|
|
|
|
যুব নেতার কাছ থেকে বন্দুক উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক যুব তৃণমূল কর্মীর কাছ থেকে বন্দুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেলদা থানার হেমচন্দ্র এলাকায়। রবিবার গাঙ্গুড়িয়া মোড় এলাকায় ঘটনাটি ঘটে। ওই কর্মীকে মারধরও করেন দলেরই কর্মী-সমর্থকেরা। জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গৌতম পুষ্টি নামে ওই যুব তৃণমূল কর্মী যখন ট্রেকারে করে ধনেশ্বরপুর থেকে রাধানগর যাচ্ছিলেন, তখন গাঙ্গুড়িয়া মোড়ের কাছে নামিয়ে দলেরই কয়েকজন কর্মী- সমর্থক তাঁকে মারধর করেন। সেই সময় গৌতমের কাছ থেকে একটি দেশি বন্দুকও মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বন্দুকটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দর অনুগামীদের সঙ্গে বিরোধ রয়েছে দলের প্রাক্তন ব্লক সভাপতি সূর্য অট্টর অনুগামীদের। গৌতম সূর্য-অনুগামী বলে পরিচিত। অন্য দিকে, যাঁরা এ দিন ট্রেকার থেকে নামিয়ে তাঁকে মারধর করেন, তাঁরা মিহির- অনুগামী বলে পরিচিত। মিহির-অনুগামীদের বক্তব্য, গৌতম সমাজবিরোধী। ঘটনা প্রসঙ্গে মিহিরবাবু বলেন, “একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে এটি দলের কোনও ব্যাপার নয়। প্রহৃত যুবকের সঙ্গেও দলের কোনও সম্পর্ক নেই।” অন্য দিকে, সূর্যবাবুর বক্তব্য, “এক যুব নেতাকে অন্যায় ভাবে মারধর করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। |
|
|
|
|
|