|
|
|
|
সুদীপ্ত-মৃত্যুর তদন্ত চেয়ে কনভেনশন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে মেদিনীপুরে গণ-কনভেনশন করল বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলি। শনিবার বিকেলে কলেজ মোড়ে কনভেনশনে ছিলেন ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপ সাউ, এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা প্রমুখ। কনভেনশন শুরুর আগে এক শোকপ্রস্তাব পাঠ করা হয়। |
|
বামেদের কনভেনশন। |
এসএফআইয়ের জেলা সম্পাদক বলেন, “দিন বদলের স্বপ্ন নিয়ে কলেজগুলোতে গণতন্ত্র সুনিশ্চিত করার দাবিতে রাস্তায় নেমেছিল সুদীপ্ত। পুলিশের হেফাজতেই নৃশংস আক্রমণ নেমে আসে তাঁর উপর। সকলকে প্রতিবাদ করতে হবে।” ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদকের বক্তব্য, “দলতন্ত্র নয়, গণতন্ত্র। মুখে এ কথা বললেও রাজ্য সরকার গণতান্ত্রিক দাবিকে নস্যাৎ করতে রাষ্ট্রযন্ত্রকে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে, মানুষের গণতন্ত্র ও অর্জিত অধিকারগুলো ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়েছে। প্রতিবাদে সকলকেই সরব হতে হবে।” |
|
|
|
|
|