লোকসভা ভোট হতে পারে আগে: মায়াবতী
পা-র পরে এ বার বসপা। সপা নেতা মুলায়ম সিংহের ধাঁচেই দ্রুত লোকসভা ভোটের জল্পনাকে উস্কে দিলেন বসপা নেত্রী মায়াবতী। কালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম দাবি করেছিলেন, নির্দিষ্ট সময়েই লোকসভা ভোটে যাবে কেন্দ্র। কিন্তু আজ চণ্ডীগড়ে অর্থমন্ত্রীর ওই দাবি নস্যাৎ করে দেন মায়াবতী। সপা-র মতো তিনিও আজ দলীয় সমর্থকদেরও লোকসভা ভোটের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন। দলিত নেত্রীর মতে, সরকারের যা অবস্থা তাতে যে কোনও সময়েই লোকসভা ভোট হতে পারে। তাঁর দাবি, “আগে হোক বা পরে, বসপা নির্বাচনের জন্য প্রস্তুত।” দলিত নেত্রী অবশ্য আগামী দিনে কেন্দ্রের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন।
ডিএমকে কেন্দ্র থেকে সমর্থন তোলার পরই সরকার বাঁচাতে কংগ্রেস এখন সপা-বসপা-র উপর নির্ভরশীল। ইতিমধ্যেই দর কষাকষি শুরু করেছেন মুলায়ম। প্রয়োজনে সরকার ছাড়ার হুমকিও দিয়েছেন। মায়াবতী অবশ্য ইউপিএকে নিঃশর্ত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। বসপা শিবিরের ব্যাখ্যা, সাম্প্রদায়িক শক্তির ক্ষমতায় আসা রুখতে তাদের দল বদ্ধপরিকর। তাই ইউপিএ জনবিরোধী অবস্থান নিলেও বসপা তাদের সমর্থন জানায়ে যাবে। আজ ময়াবতী বলেন, “গরিব বা পিছিয়ে পড়া মানুষের জন্য কেন্দ্র যে নীতি নিয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে রুখতে কেন্দ্রকে সমর্থন জানিয়ে যাব।”
বসপা নেত্রীর সিদ্ধান্তে স্বস্তিতে কংগ্রেস। কারণ কংগ্রেস নেতৃত্বের মতে, বহু গুরুত্বপূর্ণ বিল এখনও সংসদে পাশ হয়নি। বিরতির পর বাজেট অধিবেশনে ওই বিলগুলি পেশের কথা। তৃণমূল, ডিএমকে সরকার ছাড়ার পরে বিলগুলি পাশ করাতে গেলে সপা ও বসপা দু’দলেরই সমর্থন প্রয়োজন ইউপিএর।
রাজনৈতিক শিবিরের ব্যাখ্যা, ইউপিএ-কে সমর্থন ছাড়া মায়াবতীর কোনও উপায় নেই। রাজ্যে এক বছর ক্ষমতায় নেই তিনি। তাঁর ভোটব্যাঙ্কে ভাল ধস নামিয়েছেন মুলায়মেরা। তাই দলকে ফের গুছিয়ে নিতেও সময় প্রয়োজন মায়াবতীর। এই এক বছরেই উত্তরপ্রদেশে সপা-র বিরুদ্ধে ক্ষুব্ধ রাজ্যবাসীর একাংশ। পুত্র অখিলেশের বিরুদ্ধে ওই ক্ষোভ সামলাতে আসরে নামতে হচ্ছে খোদ মুলায়মকে। মায়াবতীও জানেন, যত দেরি করে লোকসভা ভোট হবে তত প্রতিষ্ঠান বিরোধী ভোট তাঁর ঝুলিতে যাবে।


First Pge| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.