টুকরো খবর
শিক্ষকদের হয়রানি
কেউ থাকেন ওড়িশা সীমানা এলাকায়। কারও বাড়ি ঝাড়খণ্ড সীমানায়। পশ্চিম মেদিনীপুরের গিধনি, সবং, পিংলা, নারায়ণগড় প্রভৃতি এলাকার বেশ কিছু প্রাথমিক শিক্ষককে ‘ব্রিজ কোর্সে’র প্রশিক্ষণ নিতে আসতে হয়েছে বীরভূমের রামপুরহাটে। শনিবার রওনা দিয়ে রবিবার প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছানোর পরে তাঁদের অনেকেরই চোখে-মুখে তাই ক্লান্তি ও বিরক্তির ছাপ স্পষ্ট। অনেকেই এ জন্য পর্ষদের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিলেন।জামবনির বাসিন্দা দীপককুমার পারিয়া বলেন, “বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার পথ সাইকেলে প্রতিদিন স্কুলে যাই। শনিবার স্কুল থেকে ফিরেই রামপুরহাটে রওনা দিয়েছিলাম। কিন্তু এখানে পৌঁছতেই রাত গভীর হয়ে গেল। এত ক্লান্তিতে কী করেই বা ক্লাস করব? ফের এই পথের ধকল নিয়ে সোমবারও কী করে স্কুলে পড়ুয়াদের পড়াব জানি না।” একই রকমের ক্ষোভ শোনা গিয়েছে খড়গপুর থানা এলাকার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক ধীরেন সাঁতরার গলাতেও। তাঁদের দাবি, পশ্চিম মেদিনীপুরের প্রায় ১০০ জনকে বীরভূমে প্রশিক্ষণে পাঠানো হয়েছে। এত দূরে কেন প্রশিক্ষণ নিতে আসতে হচ্ছে? সদুত্তর মেলেনি কারও কাছে। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ শুধু বলেন, “পশ্চিম মেদিনীপুর থেকে কিছু শিক্ষক প্রশিক্ষণের জন্য জেলায় এসেছিলেন বলে শুনেছি। খোঁজ নিয়ে দেখব।”

আইনজীবীদের জন্য নতুন ভবন দুবরাজপুরে
শতাব্দী প্রচীন দুবরাজপুর আদালতের মোট ৪৩ জন আইনজীবীর বার অ্যাসোসিয়েশনের জন্য ছিল না নির্দিষ্ট ভবন। সেই খামতিও পূরণ হল রবিবার। বার অ্যাসোসিয়েশনের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী নুরেআলম চৌধুরী। ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রণবকুমার চট্টোপাধ্যায়, জেলা জজ সুরঞ্জন কুণ্ডু, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রমুখ। এলাকার প্রাক্তন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক ভক্তিপদ ঘোষের অর্থানুকুল্যে নির্মিত হয় ভবনটি। বার অ্যাসোসিয়েশন সভাপতি অভিজিৎ ভট্টাচার্য জানান, যেখানে ভবন তৈরি হল, সেখানেই বার লাইব্রেরী ছিল। আইনজীবীরা সেখানে বসতেন। সেটা ভগ্নপ্রায় হয়ে পড়েছিল।

তদন্তের দাবি
ছাত্র নেতা সুদীপ্ত গুপ্ত’র মৃত্যু বিচার বিভাগীয় তদন্ত দাবি জানাল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির বোলপুর-শান্তিনিকেতন শাখা। ফ্যাক্সের মাধ্যমে তারা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.