রামকৃষ্ণ সভাগৃহে নাটক পরিবেশন করছেন কলাকুশীলবরা। —নিজস্ব চিত্র।
|
গত ২৭ মার্চ বিশ্বনাট্য দিবস উপলক্ষে সিউড়ির ইয়ং নাট্য সংস্থা স্থানীয় রামকৃষ্ণ সভাগৃহে বিশ্ব নাটকের বিবর্তন নিয়ে এক ভাবনা প্রকাশের চেষ্টা করেছে। তাই ‘তারুণ্য বেকার নয়’..... এই নাট্য সংস্থার কাজকর্মে এমনটাই মনে করেন মানুষজন। ওই দিন শহরের অন্য ৫টি নাট্যদল ছোট নাটক পরিবেশন করেছে।
|
সিউড়ির এখনই নাট্য সংস্থার উদ্যোগে গত ২৪ মার্চ সন্ধ্যায় শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে স্থানীয় কবিদের স্বরোচিত কবিতা পাঠের আসর বসেছিল। পরে আয়োজক সংস্থার তরফে দু’টি ছোট নাটক পরিবেশিত হয়।
|
বসন্ত উৎসব হল মানভূম লোক সংস্কৃতি কেন্দ্রে। রবিবার রঘুনাথপুর ২ ব্লকে সগড়কা গ্রামের কাছে ওই উৎসবে গুণীজন সংবর্ধনা হয়। উপস্থিত ছিলেন ব্লকের বিডিও উৎপল ঘোষ-সহ বিশিষ্টজন। লোকসংস্কৃতি কেন্দ্রের অন্যতম কর্মকর্তা তথা লোক গবেষক সুভাষ রায় জানান, বিভিন্ন জেলার কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। মানভূমের লোক সংস্কৃতি নিয়ে আলোচনাও হয়। সাহিত্যানুরাগীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ছোট পত্রিকার সম্পাদকেরা। পলাশ ফুলের স্তবক দিয়ে তাঁদের অভর্থ্যনা জানানো হয়।
|
বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের ‘আরণ্যক’ অতিথি নিবাসের মুক্তাঙ্গনে সম্প্রতি হয়ে গেল বসন্ত উৎসব। কবিতা, গান ও নাচে বসন্তের বন্দনা করলেন কবি-শিল্পীরা। আয়োজন করে বসন্ত উৎসব কমিটি।
|
বিষ্ণুপুর রবীন্দ্র সংসদের প্রযোজনায় সম্প্রতি মঞ্চস্থ হল শিবশঙ্কর চক্রবর্তী রচিত নাটক ‘অভিজিতের সংসার’। যদুভট্ট মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।
|
গত ২৭ মার্চ যৌথ ভাবে বিষ্ণুপুরে বিশ্ব নাট্য দিবস পালন করল সুভাষ নাট্য সংস্থা ও রামধনু সঙ্ঘ। ওই দিন সন্ধ্যায় শহরের কবিরাজপাড়া দুর্গামণ্ডপে নাটকের দর্শক, অভিনেতা, সমালোচকরা একাল-সেকালের নাট্যচর্চা নিয়ে আলোচনা করেন।
|
বসন্ত উৎসবে মানবাজারে শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসেছিল। অমরশঙ্কর দত্ত মঞ্চে মানবাজার, পুঞ্চা, বান্দোয়ান থানা এলাকার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন।
|
বরাবাজার থানার ফুলঝোর এলাকার ৩০ মার্চ সারহুল উৎসব হল। গরাম থানে পুজো দিয়ে উৎসবের সূচনা হয়। স্থানীয় একটি নদী মেলা প্রাঙ্গণকে ঘিরে থাকায়, এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ।
|
মানবাজার থানার পাথরমহড়া প্রাথমিক স্কুলে সম্প্রতি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। নৃত্য ও গান পরিবেশিত হয়। নৃত্যানুষ্ঠান দর্শকদের প্রশংসা কুড়োয়। |