রাধারানি স্টেডিয়ামে চলছে প্রথম ডিভিশন ক্রিকেট।—নিজস্ব চিত্র। |
প্রথম ডিভিশন ক্রিকেট লিগে শিবাজি সঙ্ঘ ৮৪ রানে হারাল দিলীপ স্মৃতি সঙ্ঘকে। প্রথমে শিবাজি ৪০ ওভারে ১৯২-৮ রান করে। পঙ্কজ সাউ সর্বোচ্চ ৪৪ রান করেন। উজ্বল দায় ৩৫ ও অভিষেক দায় ৩১ রান করেন। দিলীপের অর্নব ঘোষ ৪৯-৩ ও সুমন দে ৩২ রানে ২ উইকেট দখল করেছেন। পরে দিলীপ ৪০ ওভারে ১০৮ রান করে অল আউট হয়ে যায়। এক সময়ে দিলীপ করে ৮১-১ রান করে। কিন্তু তারপরেই ব্যাটিং বিপর্যয়ের জেরে এই রান গিয়ে দাঁড়ায় ১০৮-এ। দলের নিত্যানন্দ মাঝি ৩৩ রান করেন। শিবাজির কাঞ্চন মাইতি ও উত্তম যশ ২১ রানে তিনটি করে উইকেট দখল করেন। এই জয় নিয়ে পরপর ৬টি ম্যাচের সব ক’টিতে জিতেছে শিবাজী। দিলীপ ৬টি ম্যাচ খেলে দু’টিতে হারল। একই ম্যাচ খেলে মিলনীর পয়েন্টও সমান। তাই আগামী রবিবার শিবাজি-মিলনীর খেলায় যে জিতবে, সেই হবে প্রথম ডিভিশন লিগের চ্যাম্পিয়ন।
|
সিএবি আয়োজিত রাজ্য আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৬ স্কুল ক্রিকেট কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বর্ধমানের ইস্ট ওয়েস্ট মডেল স্কুল। তারা মুর্শিদাবাদের কান্দি হাইস্কুলের কাছে দুই উইকেটে হারে। প্রথমে ইস্ট ওয়েস্ট নির্ধারিত ৪৫ ওভারে ২১৪-৮ রান করে। স্কুলের তমঘ্ন পালচৌধুরী ৩৮ রান, শৌভিক রায় ২৯ রান ও ঋদ্ধি রায় ৩৬ রান করে। পরে ব্যাট করে কান্দি ৪১.১ ওভারে করে ২১৫-৮ রান।
|
রেলপাড় ইউনাইটেড ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জিতল ভারতী সঙ্ঘ বার্নপুর। রেলপাড় দুর্গামন্দির মাঠে তারা গোপালপুর ইউসিকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। এই মাঠের দ্বিতীয় খেলায় বিজয়ী হয় রেলপাড়-বি ক্লাব। তারা সবুজ হলুদ ক্লাবকে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় রবিবার আসানসোল স্টেডিয়ামের খেলায় জিতল রঘুনন্দন মেমোরিয়াল একাদশ। তারা অমৃত মজুমদার স্মৃতি ক্রিকেট ক্লাবকে ১৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে রঘুনন্দন ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ১২৩ রানের বেশি তুলতে পারেনি অমৃত মজুমদার।
|
সেল আইএসপি আয়োজিত আন্তঃসংস্থা ক্রিকেটে চ্যাম্পিয়ন হল কোকওভেন। বিসিসি মাঠে তারা ব্লাস্ট ফার্নেসকে ৯ রানে হারায়। প্রথমে ব্যাট করে কোকওভেন সব উইকেট হারিয়ে ১২১ রান করে। জবাবে ১১২ রানে শেষ হয়ে যায় ব্লাস্ট ফার্নেস।
|
পরাশিয়া বীর ক্লাব আয়োজিত বৈদ্যনাথ সিংহ স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন হল কলকাতা ক্রিকেট দল। পরাশিয়া মাঠে তারা বহুলা ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারায়। ফাইনালের সেরা বিজয়ী দলের অরিজিৎ ঘোষ। |