তারাবাজি
‘শব্দ’ বনাম ‘বাক্স’
ঠাৎ করে যেন উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে টালিগঞ্জে।
এক দিকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই বছরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘শব্দ’, অন্য দিকে ‘গয়নার বাক্স’।
দু’টো ছবিই মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। পয়লা বৈশাখের ঠিক আগে।
এবং সেটাই এখন টলিউডের সব চেয়ে বড় খবর।
অবশ্য হট নিউজ হওয়ার আর একটি বড় কারণও আছে।
একটি ছবির প্রযোজক ভেঙ্কটেশ ফিল্মস, অন্যটির রোজভ্যালি।
টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির যাঁরা খবরাখবর রাখেন তাঁরা জানেন, রোজভ্যালি এবং ভেঙ্কটেশের সম্পর্ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং গ্রেগ চ্যাপেলের সম্পর্কের চেয়ে সামান্য ভাল।
তাই ‘শব্দ’ আর ‘গয়নার বাক্স’ হয়ে উঠেছে দু’টি প্রোডাকশন হাউজের কাছেই প্রেস্টিজ ফাইট।
প্রথম রাউন্ডের নাম যদি ছবির প্রিমিয়ার হয়, তা হলে সে ক্ষেত্রে এগিয়ে অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’।
রাইমা সেন সৃজিত মুখোপাধ্যায় চূর্ণী গঙ্গোপাধ্যায়
শোনা যাচ্ছে, শুক্রবার প্রিয়াতে প্রিমিয়ারের দিন পুরো মনোহরপুকুর রোড বন্ধ করে সেখানে রেড কার্পেট পাতার ব্যবস্থা করা হচ্ছে। সেজন্য প্রশাসন থেকে স্পেশাল পারমিশান নেওয়ারও কাজ চলছে পুরোদমে। রাস্তায় থাকছে নানা রকম খাবারের স্টল, পুরো প্রিয়া সিনেমা হলটাকে গোল্ডেন লাইট দিয়ে সাজানোর প্ল্যানও রয়েছে। “এখন অবধি তো এটাই প্ল্যান। আসলে প্রিমিয়ারটা জমকালো ভাবে করতে চাইছে ভেঙ্কটেশ। তা ছাড়া ওরা প্রিয়া-র নুন আর নাইট দু’টো শো নিচ্ছে। ‘শব্দ’ চলবে ম্যাটিনিতে,” বলছিলেন প্রিয়া-র কর্ণধার অরিজিৎ দত্ত।
অন্য দিকে ‘শব্দ’র প্রিমিয়ার তার এক দিন আগে। তাঁরা অবশ্য এ সব কিছুই করছেন না।
“জাতীয় পুরস্কার পাওয়া মানেই তো খোদ সরকার থেকেই শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দেওয়া। তাই নিয়ে চারদিকে যথেষ্ট ঢাকঢোলই বাজানো হয়েছে। প্রিমিয়ারের দিন আলাদা করে কিছু করাটা বোকামি। আজকে বিকেলে ক্রোম হোটেলে জাতীয় পুরস্কার পাওয়ার আনন্দে আমরা পার্টি করছি। ওটাই আমাদের সেলিব্রেশন,” রোজভ্যালি ফিল্মসের তরফ থেকে বলছেন শ্যামল দত্ত।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় অবশ্য সেই সব নিয়ে কিছুই ভাবছেন না। তিনি মনে করেছেন সিনেমার টি টোয়েন্টি শুরু হচ্ছে শুক্রবার থেকে। “সিনেমার এই টুর্নামেন্টে ন’টি নয়, দু’টো টিম খেলছে। আমার ধারণা লোকে দু’টো ছবিই দেখবে। স্টার কাস্ট, স্টার ডিরেক্টরের দিক থেকে নিশ্চয়ই এগিয়ে ‘গয়নার বাক্স’। কিন্তু পুরস্কার, ফেস্টিভ্যালে স্বীকৃতিতে এবং বিষয়ে এগিয়ে থাকবে ‘শব্দ’। দর্শকরা দুটো ছবি দেখেই মজা পাবে সেই বিষয়ে আমি কনফিডেন্ট,” বলছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
এখানে জানিয়ে রাখা ভাল, ‘গয়নার বাক্স’ মুক্তি পাচ্ছে ৫৫টি হলে। ‘শব্দ’ মুক্তি পাচ্ছে ৪০টিতে।
‘শব্দ’ ‘গয়নার বাক্স’
• জাতীয় পুরস্কারপ্রাপ্ত
• রোজভ্যালি ফিল্মস-এর
• প্রচারে হীনবল
• পোস্টার ডিজাইনের অভিনবত্ব
• গল্পের নতুনত্ব
• পরিচালক অপর্ণা সেন
• ভেঙ্কটেশ ফিল্মস-এর
• প্রচারে সবল
• সাবেকি পোস্টার ডিজাইন
• শ্রাবন্তীকে পরিবেশনের নতুনত্ব
আইনক্স মাল্টিপ্লেক্সের তরফ থেকে পঙ্কজ লাডিয়া অবশ্য ৬০-৪০য়ে এগিয়ে রাখছেন ‘গয়নার বাক্স’কেই। “‘গয়নার বাক্স’ মনে হচ্ছে কমপ্লিট এন্টারটেইনার। অন্য দিকে ‘শব্দ’ আপনাকে ভাবাবে। ফলি আর্টিস্টয়ের জীবন নিয়ে কোনও দিন এর আগে ছবি হয়নি, কিন্তু সেটা ‘নিশ’ অডিয়েন্সের জন্য। আর তা ছাড়া ‘গয়নার বাক্স’র পাবলিসিটি অনেক ভাল ‘শব্দ’র থেকে। সামান্য হলেও তাই এগিয়ে ‘গয়নার বাক্স’,” সরাসরি বলছেন পঙ্কজ।
অন্য দিকে ‘গয়নার বাক্স’র পরিচালকও দু’টো ছবিই যে চলবে সেই বিষয়ে আশাবাদী।
“সম্পূর্ণ ভিন্ন ধরনের দু’টি ছবি। আমি দারুণ আশাবাদী দু’টোই মানুষের ভাল লাগবে। আমি কোনও ক্ল্যাশ দেখছি না। আর কৌশিক যে ভাবে ভিন্ন ভিন্ন বিষয়ে ছবি করে, তাতে আমি ওর ফ্যান। টিম ‘শব্দ’কে অবশ্যই বেস্ট অফ লাক জানাচ্ছি। আর যেহেতু ওদের প্রিমিয়ার একদিন আগেই, আমি নিশ্চয়ই ওদের প্রিমিয়ারে গিয়ে ছবি দেখব,” বললেন অপর্ণা সেন।
পুরো ঝামেলাটা নিয়ে দুই শিবিরের সেনাপতি, ভেঙ্কটেশয়ের শ্রীকান্ত মোহতা আর রোজভ্যালির গৌতম কুণ্ডু কিন্তু সেই স্টিভ ওয়-সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একে অপরকে এক ইঞ্চি ছেড়ে দেওয়ার পক্ষপাতী নয়।
“দু’টো ছবি ভাল চলুক আমি এটা চাই। আর এটা তো ভাল সাইন যে দু’টো এ রকম ছবি একই দিনে মুক্তি পাচ্ছে। এই ধরনের ছবি আরও বেশি হলে টলিউড নিয়ে সব সময় একটা ‘বাজ’ থাকবে।
যেহেতু ছবি বানাই নিজে তাই চাইব ‘শব্দ’ ভাল চলুক কিন্তু এটাও ঠিক রোজভ্যালিকে আমি কোনও কম্পিটিশন মনে করি না,” শনিবার সকালে বলছিলেন শ্রীকান্ত।
গৌতম কুণ্ডুও অবশ্য একই কথা বলছেন।
কঙ্কনা সেন শর্মা শ্রাবন্তী মৌসুমী চট্টোপাধ্যায়
“ভেঙ্কটেশ কোনও কম্পিটিটর নয় আমাদের। আমরা কি ওদের মতো শুধু ফিল্ম বিজনেস করি নাকি? আমরা অনেক ব্যবসা করি, তার মধ্যে ফিল্মও রয়েছে। আর দেখুন, আমি তো কমার্শিয়াল ছবি প্রোডিউস করি না, আমি কোয়ালিটি ছবি করি। ‘শব্দ’ আমি গোয়াতে দেখেছি। দেখেই জানতাম এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীও আমায় বলেছিল এটা কৌশিক গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছবি। আর ‘গয়নার বাক্স’ নিশ্চয়ই ভাল চলবে। হাজার হোক অপর্ণা সেনের ছবি। তাই ছবিতে ছবিতে কোনও প্রতিযোগিতা নেই। আর আপনাকে জানিয়ে রাখি, ‘গয়নার বাক্স’ দু’বছর আগে আমারই করার কথা ছিল,” বলছিলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু।
চাপা টেনশন যে রয়েছে, তা দুই শিবিরের কথাবার্তা থেকেই পরিষ্কার।
পরিস্থিতিও আগামী দু’-তিন দিনে যে আরও গরম হবে তা বলাই বাহুল্য। আর এটা কে না জানে, ‘বাক্স’ বন্ধ হলে জোরে ‘শব্দ’ হয়, ‘বাক্স’ খুলে গেলে কোনও ‘শব্দ’ হয় না।

অপর্ণা সেন

শ্রীকান্ত মোহতাভেঙ্কটেশ ফিল্মস

কৌশিক গঙ্গোপাধ্যায়

গৌতম কুণ্ডু রোজভ্যালি ফিল্মস



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.