|
এক মঞ্চে প্রবীণ ও নবীন,
মমতা বললেন ‘চাঁদের হাট’
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চলচ্চিত্র উৎসবের মতো গানমেলাকেও ‘আমজনতার’ উৎসবে পরিণত করার কাজ শুরু করেছে সরকার। তাই মুষ্টিমেয়ের ঘেরাটোপ ছাড়িয়ে এই ধরনের উৎসবের উদ্বোধন হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। গত বছরের মতো এ বারও সেখানেই সঙ্গীতমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরোজা বেগম, দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, সবিতা চৌধুরীর মতো বর্ষীয়ান শিল্পীদের সঙ্গে নিয়ে শনিবার বিকেলে উদ্বোধনী মঞ্চে প্রদীপ জ্বালা হল। পাশাপাশি, প্রবীণ ও নবীন শিল্পীদের মধ্যে মেলবন্ধনের প্রচেষ্টাও দেখা গেল সরকারের তরফে। এ দিন একই মঞ্চে সম্মানিত হলেন নানা প্রজন্মের সঙ্গীতশিল্পীরা। |
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে...
|
সঙ্গীত মেলার উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রদীপ জ্বালছেন (বাঁ দিক থেকে) সবিতা চৌধুরী,
সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায় ও ফিরোজা বেগম। শনিবার সন্ধ্যায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।—নিজস্ব চিত্র |
সূচনার পরে বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, “আজ আবার অনুরোধের আসরের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় ওই অনুষ্ঠান শুনতাম আর গান মুখস্থ করতাম। এঁরা যাঁরা সঙ্গীত তৈরি করেন, সুরসাধনা করেন, তাঁদের নিয়ে চাঁদের হাট বসেছে আজ। এই রকম বিরল দৃশ্য আগামী দিনে দেখা যাবে কি না সন্দেহ।”
|
নাচো তো দেখি...
|
‘দিদি আপনাকেও গাইতে হবে, নাচতে হবে!’ হাতে মাইক নিয়ে ‘সাধের লাউ’ গাইতে গাইতে মঞ্চের নীচে
নেমে এলেন রুনা লায়লা। না, মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি। তবে নিজের আসনের সামনে দাঁড়িয়েই শিল্পীর
অনুরোধ রক্ষা করেছেন। শনিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বাংলা সঙ্গীতমেলার উদ্বোধনী
অনুষ্ঠানের
দর্শকরা সাক্ষী থাকলেন বিরল এক মুহূর্তের। ছবি: সুদীপ আচার্য |
গত ৪ এপ্রিল নিজে বেঙ্গালুরু গিয়ে অসুস্থ সঙ্গীতশিল্পী মান্না দে-র হাতে বিশেষ মহা সঙ্গীতসম্মান তুলে দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রচেষ্টার জন্য এ দিন উপস্থিত জনতা উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে করতালি দিয়ে ধন্যবাদ জানায়। তাঁর হাত থেকেই এ দিন ১৬ জন শিল্পী সঙ্গীতসম্মান ও ১২ জন মহা সঙ্গীতসম্মান গ্রহণ করেন।
উদ্বোধনী পর্ব শেষ হয় ‘বাংলার মাটি বাংলার জল’ গান দিয়ে। স্টেডিয়ামের সব আলো তখন নিভিয়ে দেওয়া হয়েছে। আয়োজকদের অনুরোধে দর্শকদের হাতে জ্বলছে উদ্যোক্তাদেরই দেওয়া টর্চ। হাজার আলোর ঝিকিমিকিতে ভরে গিয়েছে গানমেলার আসর। রাত পর্যন্ত স্টেডিয়ামে বসে শিল্পীদের গান উপভোগ করেন মুখ্যমন্ত্রী।
|
পুরানো খবর: বাউল-গায়কদের ভাতায় শেষ, গানমেলায় শুরু আর্থিক বছর |
|