একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক গৃহশিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার দৌলতপুর এলাকায়। শুক্রবার ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। ধৃতের নাম উজ্জ্বল পাল। বাড়ি শ্রীরামপুর গ্রামে। ধর্ষণে সাহায্য করার অভিযোগে তার বন্ধু অভিজিৎ রায়কে পুলিশ গ্রেফতার করেছে। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “রাতেই ছাত্রীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে।” এ দিন মহকুমা আদালতে তোলার পর পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন করে। এসিজেএম ছন্দা হাসমত অভিযুক্ত গৃহশিক্ষক উজ্জ্বলের জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অপর অভিযুক্ত অভিজিতের ১৪ দিনের জেল হাজত হয়েছে। পুলিশ সূত্রের খবর, ১৭ বছরের ওই ছাত্রীকে ‘বিশেষ সাজেশন’ দেওয়ার নাম করে দৌলতপুর থেকে বাইকে অভিযুক্ত উজ্জ্বল অভিজিতের বাড়িতে নিয়ে যায়। মোবাইল ব্যবসায়ী অভিজিৎ ফাঁকা বাড়িতে দু’জনকে ঢুকিয়ে বাইরে থেকে তালা দেন বলে অভিযোগ। এরপর জোর করে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
|
গোলমাল কমাতে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ ও গ্রামবাসীর গোলমালে উদ্বিগ্ন জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর, এর গুরুত্ব আঁচ করে চলতি মাসেই বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসনের কর্তারা। বৈঠকে বিএসএফ কর্তাদের পাশাপাশি বিভিন্ন মহকুমার মহকুমা শাসক, বিডিও, সুপার সহ অফিসারেরা হাজির থাকবেন। জেলাশাসক মোহন গাঁধী বলেন, “সীমান্তে বিএসএফ ও বাসিন্দাদের মধ্যে গোলমালের ঘটনা ঘটেছে। পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হবে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ মাসে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বাসিন্দার সঙ্গে বিএসএফের অন্তত ৫টি গোলমালের ঘটনা ঘটেছে।
|
বধূহত্যার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী, সৎ ছেলে-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়ল। বৃহস্পতিবার ফালাকাটার বাদাইটারি গ্রামে। পুলিশ জানিয়েছে, শ্বশুরবাড়িতে অনিতা ঘোষ (৪২) নাম এক গৃহবধূর মৃত্যু হয়।
|
বাসের ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হন অন্তত ১৫ জন বাসযাত্রী। বাসটি গোপালপুর থেকে মাথাভাঙা যাচ্ছিল। নয়ারহাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক মাধব বর্মনের (৩৯)। বাড়ি পানিগ্রাম এলাকায়। পরে বাসটি রাস্তাতেই উল্টে যায়। ১৫ যাত্রীর মধ্যে ৯ মহিলা-সহ ১০ জন হাসপাতালে ভর্তি।
|
এনবিএসটিসি-র নতুন এমডি হিসাবে মালদহের অতিরিক্ত জেলাশাসক জয়দেব ঠাকুরকে দায়িত্ব দিল সরকার। শুক্রবারই সরকারের তরফে এই নির্দেশ এসে পৌঁছেছে। |