টুকরো খবর
মোর্চা নেতা গ্রেফতার মালবাজারে
ডুয়ার্সে মালবাজারের বাগরাকোটে তৃণমূলের পতাকা ও মুখ্যমন্ত্রীর ছবি সহ হোর্ডিং ছেঁড়ার অভিযোগে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই মোর্চা নেতাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সরোজ ছেত্রী। তিনি বাগরাকোট এলাকার মোর্চার শ্রমিক সংগঠনের নেতা। ওই ঘটনা নিয়ে মোর্চা নেতৃত্বের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে এ দিন সকালে এলাকায় দু’ঘণ্টা দোকান বন্ধ রাখে মোর্চা কর্মীরা। এসডিপিও অরিন্দম সরকার বলেন, “এলাকায় শান্তি রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ এপ্রিল বাগরাকোট বাজার এলাকায় তৃণমূলের পতাকা ও হোর্ডিং ছেঁড়া হয় বলে পাঁচ মোর্চা নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অভিযোগ জানান। ৩ এপ্রিল মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরে ঘটনার তদন্তে নামে পুলিশ। ১৪৩ ও ৫০৪ ধারায় মোর্চা নেতৃত্বের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। শক্ত ঘাঁটি বলে পরিচিত বাগরাকোটে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার সকালে বাজারের দোকান বন্ধ করে দেন মোর্চা কর্মীরা। মোর্চার কেন্দ্রীয় কমিটি সদস্য বিনোদ ঘাতানি বলেন, “ঝড়ে তৃণমূলের পতাকা ছিড়েছে। আমাদের নামে অভিযোগ করা হল।” তৃণমূলের মালবাজার ব্লক সভাপতি শুভাশিস ঘোষ বলেছেন, “হোর্ডিং ছেঁড়া অপরাধ। মোর্চার নেতা কর্মীরা এ সব করেছে।”

পুলিশের সাহায্যে অবৈধ নির্মাণ বন্ধ করল পুরসভা
পুলিশের সাহায্য নিয়ে বেআইনি নির্মাণ বন্ধ করল পুরসভা। শুক্রবার পুরসভার কর্মী ও পুলিশের উপস্থিতিতে ৩ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের দুটি বেআইনি নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। ৩ নম্বর ওয়ার্ডে একটি লজের কাজ চলছিল বেআইনি ভাবে। ওয়ার্ডের কাউন্সিলর এই নির্মাণ নিয়ে অভিযোগ জানানোর পরে এদিনই কাজ বন্ধ করার নির্দেশ দেন বিল্ডিং বিভাগের দায়িত্বে থাকা মেয়র গঙ্গোত্রী দত্ত। পাশাপাশি ৯ নম্বর ওয়ার্ডে ড্রেনের ওপর নির্মাণ কাজ চলছিল। ড্রেনের ওপর বেআইনি ভাবে নির্মাণ কাজ বেআইনি ভাবে তৈরি হচ্ছে বলেই তা বন্ধ করা হয়েছে। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “ইতিমধ্যেই বেআইনি নির্মাণ নিয়ে প্রচুর অভিযোগ এসেছে। সব ক্ষেত্রেই অভিযান হবে।” উল্লেখ্য, সম্প্রতি চানাপট্টি, শেঠ শ্রীলাল মার্কেট, বর্ধমান রোড, বিধান মার্কেটের ঋষি অরবিন্দ রোডের একটি গলি সহ বেশ কয়েকটি এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ পৌঁছেছে পুরসভায়। পুরসভার তরফে তা নিয়ে তদন্তও হয়েছে। কিন্তু, কয়েকটি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হলেও ওই দুটি ক্ষেত্রে পুরসভা পদক্ষেপ করছে না কেন তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। মেয়র অবশ্য জানান, সব বেআইনি নির্মাণ ভাঙা হবে।

এসজেডিএ-র দফতরে বিক্ষোভ
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই এর দার্জিলিং জেলা শাখা। শুক্রবার শিলিগুড়িতে দপ্তরের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশপাশি তারা অবস্থানও করেন। মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শরদ দ্বিবেদী বলেন, “স্মারকলিপি পেয়েছি। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে।” এদিন দুর্নীতির তদন্ত দাবি করে বক্তব্য পেশ করেন ডিওয়াইএফআইয়ের পঙ্কজ সিংহ, শরদিন্দু চক্রবর্তী, সুরিন্দর সিংহ, রামভজন মাহাতো প্রমুখরা। দ্রুত তদন্ত না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেওয়া হয়।

দোকান ছাই শামুকতলায়
ছাই হয়ে গেল দুটি দোকান। একটি মোবাইল এবং একটি মুদির দোকান। বৃহস্পতিবার রাতে কুমারগ্রাম থানার দক্ষিণ তেলিপাড়া বাজারে ঘটনা ঘটে। আলিপুরদুয়ারের দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ সরকার জানান, দুই দোকান পুড়েছে। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শূন্য বাজার
—নিজস্ব চিত্র।
দোলের আগের দিন ভিনরাজ্যের পাইকারেরা না আসায় রাস্তায় সব্জি ফেলে দিয়ে প্রতিবাদ জানান চাষিরা। অল্প কয়েক জন পাইকার যে সব্জি কিনেছিলেন তা লুঠ করে নষ্ট করা হয়। আর হাট বসেনি ময়নাগুড়ি বাইপাস উপ বাজারে ( উপরে)। প্রতি মঙ্গল ও শুক্রবার হাট বসত। (বাঁ দিকে) এখন হাট বসছে ময়নাগুড়ি রোডে।

রবিবার পাহাড়ে জয়রাম, মুকুল
একই দিনের কংগ্রেস এবং তৃণমূলের দুই শীর্ষ নেতা রবিবার পাহাড়ে যাচ্ছেন। দার্জিলিঙে যাচ্ছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। কালিম্পঙে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে জিটিএ-র বৈঠক হবে। তাতে পাহাড়ের গ্রামোন্নয়নের নানা প্রকল্প কী ভাবে দ্রুত কার্যকরী করা যায়, তা নিয়ে কথা হবে। অন্য দিকে মুকুলবাবু কালিম্পঙে কর্মিসভা করবেন। লেপচাদের সঙ্গেও বৈঠক করবেন। ওই দিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে বেলা ১১টায় শিলিগুড়ির মাটিগাড়ায় এক দলীয় সভাতেও বক্তব্য রাখবেন জয়রাম রমেশ। সেখান থেকে দার্জিলিঙে যাবেন। মুকুলবাবু বাগডোগরা থেকে সোজা কালিম্পঙে যাবেন। কালিম্পং সরকারি হাইস্কুল চত্বরে দুপুর ১টা নাগাদ কর্মিসভা করবেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.