|
|
|
|
টুকরো খবর |
শাসনে মিছিল বাতিল তৃণমূল, সিপিএমের |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
পুলিশের অনুমতি না মেলায় কাল, রবিবার উত্তর ২৪ পরগনার শাসনে প্রস্তাবিত মিছিল করবে না তৃণমূল এবং সিপিএম। তৃণমূলের ওই দিন শাসনে একটি সভা করার কথা ছিল, তা-ও বাতিল হয়েছে। শুক্রবার দলের তরফে সভা এবং মিছিল বাতিল করার ঘোষণা করেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “পুলিশের সিদ্ধান্ত মেনে পূর্বঘোষিত কর্মসূচি থেকে সরে এসেছি। ওই দিন যাতে সিপিএমও মিছিল করতে না পারে, তা দেখতে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।” পক্ষান্তরে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নেপালদেব ভট্টাচার্য বলেন, “শাসনে মিছিল করলে যদি স্থানীয় মানুষ সিপিএমের দিকে ফিরতে শুরু করেন, তা হলে দাঁড়ানোর জায়গা থাকবে না তৃণমূলের। পুলিশের অনুমতি না মেলায় রবিবার শাসনে মিছিল করব না।” জেলার পুলিশ সুপার সুগত সেন বলেন, “আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কার কারণে সিপিএম বা তৃণমূল কাউকেই রবিবার শাসনে মিছিল ও সভা করার অনুমতি দেওয়া হয়নি।” ৩১ মার্চ শাসনে মিছিল ও সভা করার কর্মসূচি ছিল সিপিএম ও তৃণমূলের। পুলিশ তৃণমূলকে অনুমতি দিলেও সিপিএমকে দেয়নি। তা নিয়ে বিতর্ক দেখা দেয়। জেলা সিপিএম ঘোষণা করে, পুলিশের অনুমতি না পেলেও ৭ এপ্রিল (রবিবার) তারা শাসনে মিছিল করবে। একই দিনে পাল্টা মিছিলের ডাক দেয় তৃণমূলও।
|
উন্নয়নের দাবিতে টাকি রোডে অবরোধ |
|
ছবি: সুদীপ ঘোষ |
এলাকা কার তা নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের দায় এড়াচ্ছে পুরসভা এবং দু’টি পঞ্চায়েত। শুক্রবার এই অভিযোগে সকাল ৮টা থেকে ঘণ্টা দু’য়েক বারাসত-টাকি রোড অবরোধ করলেন বারাসত থানার সাংমুড়া-নতিপোঁতার মানুষ। এলাকাটি বারাসত পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড এবং কদম্বগাছি ও ছোটজাগুলিয়া পঞ্চায়েতের অর্ন্তগত। রাস্তা সংস্কারের পাশাপাশি নিকাশি, বিদ্যুৎ, পানীয় জলের দাবিও জানান অবরোধকারীরা।
|
বারাসতে অবরোধ |
গ্রামের একটি অংশ বারাসত পুরসভার মধ্যে, অন্য দু’টি অংশ দু’টি পঞ্চায়েতের মধ্যে। তাই উন্নয়ন নিয়ে কারও মাথাব্যথা নেই বলে অভিযোগ তুলে শুক্রবার সকালে প্রায় দু’ঘণ্টা বারাসত-টাকি রোড অবরোধ করে রাখেন বারাসত থানার সাংমুড়া-নদীপোঁতার বাসিন্দারা। পুলিশ পরে অবরোধ তুলে দেয়। অবরোধকারী আবুল কাশেম, ইয়ার আলিরা জানান, ওই এলাকা বারাসত পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড এবং কদম্বগাছি ও ছোটজাগুলিয়া পঞ্চায়েতের অর্ন্তগত। তাই তিন কিলোমিটার দীর্ঘ সাংমুড়া-নদীপোঁতা স্টেশন রোডের সংস্কারে গত ৫০ বছরে কেউ এগিয়ে আসেনি। |
|
|
|
|
|