বৃহস্পতিবার দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় আরামবাগের তেলুয়া গ্রামের সৌমেন গুপ্তের (২৬) ঝুলন্ত দেহ মেলে বাড়িতে। গোঘাটের ফলুই গ্রামের জগন্নাথ চোংদারকে (৫০) হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, তাঁরা আত্মঘাতী হয়েছেন।
|
মনোনয়ন তুলতে বাধার অভিযোগ |
কৃষি সমবায়ের নির্বাচনে মনোনয়নপত্র তুলতে না দেওয়ার অভিযোগ উঠল ধনেখালিতে। শুক্রবারের এই ঘটনায় সিপিআই (এমএল) লিবারেশনের তরফে থানায় অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ দিন মল্লিকপুর কৃষি সমবায়ের নির্বাচনে মনোনয়ন তোলার দিন ছিল। আগামী ৩১ তারিখ ভোট হওয়ার কথা।
|
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল আরামবাগ মহকুমা হাসপাতালের এক ঠিকা কর্মীর বিরুদ্ধে। পূর্ত দফতর পুলিশকে জানায়, বুধবার রাতে হাসপাতাল চত্বরে ট্র্যাক্টরে মাটি নিয়ে যেতে গেলে বিজয় নাগ নামে এক ঠিকা কর্মী বাধা দেন। বিজয়ের বক্তব্য, রাতে রোগীর অসুবিধার কথা ভেবেই তা করেছেন।
|
ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার |
হাওড়ার গোলাবাড়ি থানার গোলাম আব্বাস লেনে ছাদ থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম সুমিত্রা দেবী (৬৫)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার স্থানীয়রা ভারী কিছু পড়ার শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন, ওই বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় ওই বৃদ্ধার বাড়িতে আর কেউ ছিলেন না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। |