|
|
|
|
মিড-ডে মিল খেয়ে অসুস্থ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ছাত্র-ছাত্রীরা। শুক্রবার দুপুরে শালবনি থানার কলাইমুড়ি আপার-প্রাইমারি স্কুলের ঘটনা। পড়ুয়াদের শালবনি হাসপাতালে ভর্তি করা হয়। তবে, সকলেই এখন সুস্থ। ঘটনাস্থলে পৌঁছন স্কুল পরিদর্শক অরুণাভ প্রহরাজ। অভিভাবক এবং গ্রামবাসীদের একাংশ তাঁর কাছে বেশ কিছু অভিযোগ জানান। প্রধান শিক্ষিকা বাসবী ধাওয়ালের নামেও নালিশ জানান। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন স্কুল পরিদর্শক। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার স্কুলে সব মিলিয়ে ১৫৩ জন ছাত্র-ছাত্রী এসেছিল। দুপুরে মিড-ডে মিলের খাবার খাওয়ার পরপরই কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। কারও পেট ব্যাথা শুরু করে। কারও মাথা যন্ত্রণা শুরু করে। কয়েকজন বমিও করে। একে একে ১৩৬ জনকে শালবনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে চিকিত্সকেরা অবশ্য জানান, আশঙ্কার কিছু নেই। ছাত্র-ছাত্রীদের সকলেই এখন সুস্থ। অভিভাবকদের অভিযোগ, খালের জল এনে মিড-ডে মিল রান্না করা হয়। রান্নায় যে সব মশলা ব্যবহার করা হয়, তাও নিম্ম মানের। খাদ্যে বিষক্রিয়ার ফলেই এমন ঘটনা বলে অভিযোগ তাঁদের। ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুল পরিদর্শককে ঘিরে বিক্ষোভও দেখান। বিক্ষোভের কথা অবশ্য মানতে চাননি অরুণাভবাবু। তিনি বলেন, “তেমন কিছু নয়। অভিভাবক এবং গ্রামবাসীরা তাঁদের বক্তব্য জানিয়েছেন। ছাত্রছাত্রীরা সুস্থ। কেন এমন ঘটনা ঘটল, তা দেখা হচ্ছে।” |
|
|
|
|
|