টুকরো খবর |
হলদিয়ায় এডিএম
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
অতিরিক্ত জেলাশাসকের পদের অবলুপ্তি নিয়ে বিজ্ঞপ্তি জারির কয়েক মাসের মধ্যেই ফের সেই পদে আধিকারিক নিয়োগ করল রাজ্য সরকার। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক পদে সদ্য নিযুক্ত সৃষ্টিধর সাঁতরাকে হলদিয়ার অতিরিক্ত জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে রাজ্য সরকার হলদিয়ার অতিরিক্ত জেলাশাসকের পদ অবলুপ্তির বিষয়ে নির্দেশ পাঠায়। সে সময় অতিরিক্ত জেলাশাসক পদে কর্মরত সুমন হাওলাদারকে বদলি করে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের অফিসে অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) পদে নিয়োগ করা হয়। রাজ্য সরকার হলদিয়ায় ওই পদের অবলুপ্তির কথা জানালেও তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী সে সময় দাবি করেছিলেন ওই পদ অবলুপ্ত করা হচ্ছে না। ফলে এ নিয়ে বিভ্রান্তি ছড়ায়। সম্প্রতি রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে ফের হলদিয়ায় অতিরিক্ত জেলাশাসকের পদ সৃষ্টি করে। সাংসদ শুভেন্দু অধিকারী হলদিয়া শিল্পাঞ্চলের মত গুরুত্বপূর্ণ এলাকায় প্রশাসনিক কাজের সুবিধার জন্য ওই পদ রেখে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তার পরেই অতিরিক্ত জেলাশাসক পদ রাখার সিদ্ধান্ত হয়।
|
পঞ্চায়েত ভোটের প্রস্তুতি কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আসন্ন পঞ্চায়েত নিবার্চনকে সামনে রেখে বৃহস্পতিবার কাঁথি ও রামনগরে দু’টি কর্মিসভা করল কংগ্রেস। কাঁথির বাইপাস রোডের ধারে একটি লজে শহরের তিনটি ব্লকের সমস্ত অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠকটি হয়। মুখ্য বক্তা ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মায়া ঘোষ। অঞ্চল সভাপতিদের কাছ থেকে সংগৃহীত বুথভিত্তিক সাম্প্রতিক রাজনৈতিক তথ্য কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে বলে জানান মায়াদেবী। অবিলম্বে ত্রিস্তর পঞ্চায়েতের গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থী তালিকা প্রস্তুত করে জমা দেওয়ারও নির্দেশ দেন তিনি। একই নির্দেশ দেওয়া হয় রামনগরের কর্মিসভাতেও। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, প্রদেশ কংগ্রেসের ক্ষিতীন্দ্রমোহন সাহু, জেলা সভাপতি অসিত পাল, মহকুমা সভাপতি গঙ্গারাম মিশ্র, নিতাই মিশ্র প্রমুখ নেতারা।
|
পাঁচ সিপিএম নেতার আত্মসমর্পণ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রাম নিখোঁজ মামলায় পলাতক আরও পাঁচ সিপিএম নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করলেন। মামলায় অভিযুক্ত খেজুরির কলাগেছিয়ার সিপিএম নেতা সুব্রত কর-সহ পাঁচ জন বৃহস্পতিবার হলদিয়া মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন। মহকুমা আদালতের বিচারক ওই পাঁচ অভিযুক্তকে আগামী ৬ এপ্রিল জেলা আদালতে সোপর্দ করার নির্দেশ দেন। নন্দীগ্রামে জমিরক্ষা আন্দোলনের সময় গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে হামলা চালানোর ঘটনায় ৮৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল। অভিযুক্ত খেজুরির সিপিএম নেতা সুব্রত কর, শঙ্কর মাইতি, পরিমল মাইতি ও নন্দীগ্রামের সাউদখালির সিপিএম কর্মী সুবল সাউ, রবীন মাজি এতদিন পলাতক ছিলেন।
|
দুর্ঘটনায় মৃত চালক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লরির সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গাড়ি চালকের। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে গড়বেতা থানার অন্তর্গত ধাদিকার ভাটমারার জঙ্গলের কাছে রাজ্য সড়কে। মৃতের নাম মলয় কুণ্ডু (২৮)। বাড়ি দলদলিতে। গাড়িটি বিষ্ণুপুরের দিক থেকে আসছিল। লরিটি বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। ভাটমারার জঙ্গলের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গাড়ি চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
|
স্টেশন থেকে উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্টেশন থেকে আট বছরের এক বালিকাকে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে গড়বেতা স্টেশনে ওই বালিকাকে কাঁদতে দেখেন স্থানীয়রা। খবর যায় গড়বেতা থানার ওসি শৈলেন বিশ্বাসের কাছে। ওসির নির্দেশে স্টেশনে পৌঁছন মহিলা পুলিশ কর্মীরা। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, ওই বালিকা জানিয়েছে, তার নাম রিঙ্কু হালদার। তার পরিজন বলতে কেউ নেই। বালিকাকে এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। সেটি কী ভাবে গড়বেতা স্টেশনে পৌঁছল, তা খতিয়ে দেখা হচ্ছে।
|
স্বাস্থ্যকর্মীর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক স্বাস্থ্যকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কেশপুরের আনন্দপুরে। মৃতার নাম রিনা ঘোষ (৪৯)। শুক্রবার সকালে আনন্দপুরের ভাড়াবাড়ি থেকে শ্যামচাঁদপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের ওই কর্মীর দেহ উদ্ধার হয়। গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মানসিক অবসাদ থেকেই ওই মহিলা আত্মঘাতী হন বলে অনুমান পুলিশের।
|
শহরে কেপমারি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরের এলআইসি মোড়ের কাছে ৭ লক্ষ টাকা কেপমারির ঘটনা ঘটল শুক্রবার দুপুরে। ইতিমধ্যে মেদিনীপুর কোতয়ালি থানায় এ নিয়ে লিখিত অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগ করেছেন বিমল ভকত নামে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারী। এলআইসি মোড়ের কাছে স্টেট ব্যাঙ্কের শাখা রয়েছে। পুলিশ সূত্রে খবর, বিমলবাবু ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর তা একটি ব্যাগে রাখেন। পরে ওই ব্যাগটি স্কুটারে রাখেন। অভিযোগ, এই সময়ই এক যুবক তাঁকে জানান, রাস্তায় কিছু টাকা পড়ে গিয়েছে। যুবকের কথা মতো বিমলবাবু যখন রাস্তার দিকে তাকান, সেই সময়ই ওই যুবক টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয়। ঘটনার কথা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলআইসি মোড় শহরের সদা ব্যস্ত এলাকাগুলোর অন্যতম। এমন একটি জনবহুল এলাকায় কেপমারির ঘটনা ঘটায় উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। |
রেলকর্মী খুন, ধৃত আরও দুই
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলকর্মী খুনের ঘটনার কিনারা করল পুলিশ। আগেই একজনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের হাতে ধরা পড়ল আরও দু’জন। বৃহস্পতিবার রাতে খড়্গপুর শহরের মালঞ্চ থেকে এদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম এন উষা কুমার ও বিশ্বজিত্ দাস। উষা কুমারের বাড়ি খরিদায়। বিশ্বজিতের পুরীগেট এলাকায়। শুক্রবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়। খুনের ঘটনাটি গত রবিবার রাতের। ওই দিন গুলি করে খুন করা হয় আই রামজিকে। তিনি ওয়ার্কশপের কর্মী ছিলেন। মথুরাকাটিতে রেলের কোয়ার্টারে থাকতেন। রাতে বাড়ি ফেরার পথে, দুষ্কৃতীরা তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে। ঘটনায় মঙ্গলবার গ্রেফতার করা হয় কে কৃষ্ণা রাও নামে এক যুবককে। পুলিশ জানতে পারে, ওই দিন কৃষ্ণার সঙ্গে উষা কুমার ও বিশ্বজিত্ ছিল। ব্যক্তিগত শত্রুতা থেকে রেলকর্মীকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ।
|
ত্রিপল পাচার |
পঞ্চায়েতের ত্রিপল পাচারের অভিযোগ উঠল সিপিএমের এক গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সবংয়ের বুড়াল গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, পঞ্চায়েত প্রধান শঙ্কর মণ্ডল বৃহস্পতিবার এক পরিচিতের মাধ্যমে পঞ্চায়েতের কিছু ত্রিপল পাচার করছিলেন। বিষয়টি গ্রামবাসীরা দেখে ফেলেন। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব পুরো বিষয়টি বিডিও কৌশিক চট্টোপাধ্যায়কে জানান। পুলিশকেও জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুক্রবার গ্রামে বৈঠক করেন বিডিও।
|
ধর্মীয় অনুষ্ঠান |
হাক্কানী আঞ্জুমানের ঘাটাল শাখার বার্ষিক ধর্মীয় সভা হল বৃহস্পতিবার। ঘাটাল থানার বরদা-চৌকানে এই অনুষ্ঠানে দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়। |
|