|
|
|
|
মারধরে অভিযুক্ত আধিকারিক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে এক ট্রাক্টর মালিককে মারধরের অভিযোগ উঠল।
বৃহস্পতিবার বালি বহনকারী একটি ট্রাক্টর আটক করেছিল জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর। গাড়িতে থাকা ক্যারিং অর্ডারটিও (সিও) কেড়ে নেওয়া হয় চালকের থেকে। খবর পেয়ে গাড়ির মালিক মৃণাল পাত্র অফিসে গিয়ে জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে গাড়ি আটকানোর কারণ জানতে যান। আটক করা সিও ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয়। তখনই তাঁকে জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অরিন্দম দত্ত মারধর করেন বলে অভিযোগ। যদিও অরিন্দমবাবু বলেন, “সকালের সিও নিয়ে রাতে বেআইনি ভাবে বালি তুলছিল ওই গাড়িটি। তার জন্যই আটক করা হয়। জরিমানা দেওয়ার অছিলায় অফিসে ঢুকে মারতে উদ্যত হন ওই যুবক। তখন ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।” আহত থাকায় যুবককে মেদিনীপুর কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের শয্যায় শুয়ে মৃণাল দাবি করেন, “গাড়িটি খারাপ থাকার কারণে সকালে বালি তুলতে পারিনি। সেই সিও নিয়েই বিকেলে বালি তুলতে গিয়েছিল কর্মীরা। গাড়ি আটক করা হয়েছে শুনে আমি অফিসারের সঙ্গে দেখা করতে যাই। সিও না থাকলে তো আমাকে চোর প্রমাণ করে দেবে। তাই সিও চাইতেই অফিসার রেগে আমাকে মারতে থাকেন।”
কোতয়ালি থানা জানিয়েছে, জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অভিযোগ অনুযায়ী ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। যুবকের পক্ষ থেকেও থানায় মারধরের পাল্টা অভিযোগ জানানো হয়েছে। |
|
|
|
|
|