|
|
|
|
বিদ্যুতের দাবি, বিক্ষোভ সবংয়ে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাঝে মধ্যেই লোডশেডিং। তার উপর বিদ্যুত্ থাকলেও তা কোনও কাজে লাগছে না। কারণ, এতই লো-ভোল্টেজ যে, বাল্বই জ্বলছে টিমটিম করে। পাম্প চলবে কী ভাবে? ফলে সমস্যা হচ্ছে বোরো চাষে। অবিলম্বে এই ব্যাপারে বিদ্যুত্ দফতরকে পদক্ষেপ করার দাবি জানিয়ে সবং ও পিংলার একাধিক জায়গায় শুক্রবার পথ অবরোধ করল কংগ্রেস। ধসঘ্রাম, বুড়াল, তেমাথানি, কাঁটাপাহাড়ি, জলচক-সহ প্রায় ১২টি জায়গায় অবরোধ হয়। অবরোধ চলে প্রায় দু’ঘণ্টা। অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। সবং ব্লক কংগ্রেস সভাপতি অমল পাণ্ডা বলেন, “চাষের ধান মাঠেই শুকিয়ে গেলে তো মানুষকে না খেয়ে মরতে হবে। তুলনায় রাস্তায় দু’ঘন্টা আটকে থাকাটা কষ্টের নয়। মানুষ চাইছিল আন্দোলন হোক। ”
বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বেশ কিছু দিন ধরেই অবশ্য আন্দোলন করছে বিভিন্ন সংগঠন। বিদ্যুত্ দফতরও স্বীকার করেছে লো-ভোল্টেজের সমস্যার কথা। বিদ্যুত্ দফতরের জোনাল ম্যানেজার বিনয় সেন বলেন, “লো-ভোল্টেজ বন্ধ করতে পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকটি জায়গায় ঠিক করা হয়ে গিয়েছে। আশা করা যায়, শীঘ্রই সর্বত্রই লো-ভোল্টেজ এর মোকাবিলা করতে পারব।” বিদ্যুত্ দফতর সূত্রে জানা গিয়েছে, কোথাও কোথাও একাধিক পাম্প বিদ্যুতে চলায় সমস্যা হয়েছে। আবার কোথাও ট্রান্সফর্মারে কিছু ত্রুটি থাকায় এই সমস্যা হয়েছিল। এই নিয়ে শুক্রবার কলকাতায় একটি বৈঠকও হয়েছে। বিনয়বাবু বলেন, “আমরা আশা করছি, সকলের সাহায্য পেলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব।” |
|
|
|
|
|