|
|
|
|
হলদিয়ায় তৃণমূলের বিক্ষোভ চলছেই |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বাম পরিচালিত হলদিয়া পুরসভার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ফের পুরভবনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কাউন্সিলররা। শুক্রবার দুপুরে পুরপ্রধানের কক্ষের সামনে দিয়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। যদিও এ দিন পুরভবনে ছিলেন না পুরপ্রধান। বিক্ষুব্ধরাও এই গরহাজিরার বিষয়টিই তুলে ধরেন বিক্ষোভে। এছাড়াও এগ্জিকিউটিভ অফিসার অশোককুমার মিত্রকে প্রশাসনিক আধিকারিক হিসেবে পুনর্নিয়োগের বিরোধিতা জানান তাঁরা। পুরসভার বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডলের অভিযোগ, “সরকারি পদের মেয়াদ শেষের পরেও পুনর্নিয়োগ করা হচ্ছে পুরসভার নিজস্ব ফান্ডের টাকায়। জল নেই, অথচ ইঞ্জিনিয়ার ছুটি নিয়ে বসে আছেন। পুরপ্রধান, উপ-পুরপ্রধান কাউকেই পুরসভায় দেখা যাচ্ছে না। এই পুরসভা অচল হয়ে গিয়েছে।”
তা হলে কী অনাস্থা আনার কথা ভাবছে পুরসভার বিরোধী দল তৃণমূল? দেবপ্রসাদবাবুর জবাব, “যা পরিস্থিতি তাতে অনাস্থা ছাড়া উপায় নেই। তবে এখনই নয়। এই বিষয়ে দলের নেতাদের সঙ্গে কথা বলব। যে দিন সবুজ সঙ্কেত পাব, সে দিনই তা কার্যকর হবে।”
যা শুনে পুরপ্রধান তমালিকা পন্ডাশেঠের প্রতিক্রিয়া, “আমাদের কাউন্সিলরদের জেলে ঢুকিয়ে কেউ অনাস্থা আনতেই পারেন। আর ইও-কে প্রশাসনিক আধিকারিকের পদে আনার প্রয়োজনীয়তা রয়েছে বলেই তাঁকে নিয়োগ করা হচ্ছে। তবে ইঞ্জিনিয়ার স্বেচ্ছায় আসছেন না। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।” |
|
|
|
|
|