টুকরো খবর
গড়াপেটা বিতর্ক বোধগম্য হচ্ছে না ইস্টবেঙ্গলের
সিঙ্গাপুরে এএফসি কাপের ম্যাচে জয় পেয়েও উটকো ঝামেলায় জেরবার ইস্টবেঙ্গল। তাম্পাইন্স রোভার্সকে হারিয়ে গ্রুপ এইচ শীর্ষে ট্রেভর জেমস মর্গ্যানের দল। কিন্তু তার পরেও সিঙ্গাপুরে ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা তিন লেবানিজ রেফারির যৌনতার বিনিময়ে ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় হঠাৎ ‘ভিত্তিহীন’ বিতর্ক ইস্টবেঙ্গল ক্লাবকে ঘিরে। ক্লাব সচিব কল্যাণ মজুমদার বলছেন, “এই বিতর্কের মাথামুণ্ড কিছুই নেই। কী ভাবে ক্লাবের নাম জড়াচ্ছে তাই বোঝা ভার।” তাম্পাইন্সকে হারিয়ে বৃহস্পতিবার রাতেই শহরে ফিরেছে লাল-হলুদ। শুক্রবার তাই অনুশীলন ছিল না পেন-মেহতাবদের। কিন্তু এ দিন দুপুরের পরই বেশ কয়েকটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে প্রচারিত হয়, সিঙ্গাপুরে যৌনতার বিনিময়ে ম্যাচ গড়াপেটা করার ধাক্কায় জেরবার ইস্টবেঙ্গল। এই খবরের পরিপ্রেক্ষিতে বিকেলে ক্লাব সচিব কল্যাণ মজুমদার বলেন, “ম্যানেজার্স মিটিংয়ে ওই তিন অভিযুক্ত রেফারি ছিলেন। কিন্তু ম্যাচের দিন সকালে ওই কেলেঙ্কারি ফাঁস হওয়ায় তাঁদের সরিয়ে মালয়েশিয়া এবং তাইল্যান্ডের রেফারিদের দিয়েই ম্যাচ পরিচালনা করা হয়েছে।” কল্যাণবাবু আরও বলেন, “এর সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের নাম কে বা কারা জড়িয়ে দিচ্ছে তা বোধগম্য নয়।”

পুরনে খবর:
চার্চিলের জয়ে চাপে ইস্টবেঙ্গল
আই লিগে পুণে এফসি কে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রাখল চার্চিল ব্রাদার্স। লিগে আর পাঁচ ম্যাচ বাকি থাকতে এই গুরুত্বপূর্ণ জয়ের সাহায্যে খেতাব পাওয়ার দৌড়ে আরও এক ধাপ এগোল সুভাষ ভৌমিকের দল। গত ম্যাচ ড্র করায় পুণের বিরুদ্ধে জেতা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল চার্চিলের কাছে। দ্বিতীয়ার্ধে পুণে গোলকিপারের ভুল ক্লিয়ারিংয়ে পরিবর্ত নামা বিনীশ বালান গোল করে এগিয়ে দেন আহত বেটো-হীন চার্চিলকে। এর পর ডেঞ্জিল ফ্র্যাঙ্কোর সাজানো বলে সুনীল ছেত্রী দর্শনীয় গোল করে ২-০ করেন। ইনজুরি সময়ে বইমা কারপের গোল পুণের কাছে সান্ত্বনার বেশি কিছু নয়। চার্চিল জেতায় ইস্টবেঙ্গলের জন্য প্রতিটা ম্যাচই কার্যত ফাইনাল হয়ে দাঁড়াল বলে মনে করছেন লাল-হলুদের মেহতাব। “আমাদের কাছে আই লিগ লড়াই আবার আরও কঠিন হয়ে গেল। প্রতিটা ম্যাচ জিততেই হবে আমাদের। সঙ্গে তাকিয়ে থাকতে হবে চার্চিলের ম্যাচগুলোর দিকেও,” বললেন তিনি। ২২ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে চার্চিল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল দুইয়ে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে তৃতীয়তে ৩৭ পয়েন্টে পুণে এফসি।

মহেশ-মারে ‘জুটি’
জুটি বাঁধলেন মহেশ ভূপতি ও অ্যান্ডি মারে। তবে কোর্টে নয়, কোর্টের বাইরে। হাত মেলালেন ব্যবসায়িক ক্ষেত্রে। এতে যে কোর্টের বাইরে বেশ খানিকটা র‌্যাঙ্কিং বাড়িয়ে নিলেন মহেশ, এই নিয়ে কোনও সন্দেহ নেই। এখন থেকে বিশ্বের দু’নম্বর টেনিস তারকার এনডোর্সমেন্ট এবং অন্যান্য ব্যবসায়িক দিক আংশিক ভাবে দেখাশোনা করবেন মহেশ ও তাঁর ম্যানেজমেন্ট সংস্থা। তিনি অবশ্য একা নন, এই ব্যাপারে তাঁকে সাহায্য করবেন ব্রিটিশ উদ্যোক্তা ও টিভি প্রযোজক সাইমন ফুলার। মহেশ ও সাইমন, দু’জনে মিলে যে নতুন যৌথ কোম্পানি শুরু করলেন এক্সআইএক্স-গ্লোবোস্পোর্টস, তাদেরই প্রথম ‘ক্লায়েন্ট’ মারে। ২০০৭ থেকেই ফুলারের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন মারে। গত বছর তাঁর অলিম্পিকে সোনা জয় এবং প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর এখন তিনি সারা দুনিয়ায় তুমুল জনপ্রিয়। এই জনপ্রিয়তার বাড়তি চাপ সামলানোর জন্যই এগিয়ে এলেন মহেশ। খোদ মারেও ভারতীয় টেনিস তারকার সঙ্গে এই নতুন সম্পর্কে বেশ খুশি। তাঁর মন্তব্য, “আশা করি সাইমনের অভিজ্ঞতা ও মহেশের টেনিস-জ্ঞান এ বার আমার কোর্টের বাইরের গতিবিধিকে আরও মসৃণ করবে। ফলে কোর্টে আমার ফোকাস ঠিক রাখতেও সুবিধা হবে।”

সোনার মেয়ে রাহি
ভারতীয় শ্যুটিংয়ে ফের ইতিহাস। এ বার লিখলেন রাহি সর্নোবৎ। শ্যুটিংয়ের বিশ্বকাপে এই প্রথম কোনও ভারতীয় পিস্তল শ্যুটার সোনার পদক জিতলেন। ২৫ মিটার পিস্তল ইভেন্টে এই বেনজির সাফল্য পেলেন রাহি। কোরিয়ার চাঙ্গওয়ানে সে দেশেরই কিম কিয়ঙ্গেকে ফাইনালে ৮-৬ হারিয়ে খেতাব জিতে নিলেন তিনি। জায়গা করে নিলেন অঞ্জলি ভাগবৎ, গগন নারঙ্গ, সঞ্জীব রাজপুত, রাজ্যবর্ধন সিংহ রাঠৌড়, রঞ্জন সোধি, ও মানবজিৎ সিংহ সাঁধুর দলে প্রথম সোনাজয়ী মেয়ে শ্যুটার হিসেবে। “স্বপ্ন সত্যি হল”, ঐতিহাসিক জয়ের পর বলছেন পুণের ২২ বছরের শ্যুটার। “গত কয়েক মাস ধরে ‘গান ফর গ্লোরি’ অ্যাকাডেমিতে কোচ আনাতোলি পুদ্দুবনির কাছে প্রচুর খেটেছি এই দিনটা দেখব বলে। আজ সেই লক্ষ্যে পৌঁছলাম।” ২০১১-র বিশ্বকাপে ব্রোঞ্জ জিতেছিলেন সানি টমাসের এই ছাত্রী। চাঙ্গওয়ানে বিশ্ব মিটে ৫৮৫ স্কোর নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন চতুর্থ স্থানে থেকে। দ্বিতীয় সেরা সেমিফাইনালিস্ট হিসেবে ফাইনালে জায়গা পান। নতুন নিয়মে প্রাথমিক পর্বের সেরা আট জন সেমিফাইনালে ও সেমিফাইনালের সেরা দু’জন ফাইনালে ওঠেন।

স্মিথের দেশে ‘এ’ দল
জু্নে ভারত ‘এ’ দল যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। যদিও ক্রীড়াসূচি বা বিপক্ষ কোনওটাই ঠিক হয়নি, তবে ভারতীয় দলের যাওয়া চূড়ান্ত। “সম্ভবত এক দিন ও চার দিনের ম্যাচ খেলবে ওরা”, জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম কর্তা প্রফেসর রত্নাকর শেট্টি। নভেম্বর-ডিসেম্বরে ভারতীয় সিনিয়র দলের দক্ষিণ আফ্রিকা সফরের আগে এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, ভারত ‘এ’ দলের এই সফরেই বছরের শেষ দিকের সফরের আংশিক প্রস্তুতি সেরে ফেলতে পারবেন ধোনির দলের কয়েকজন ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বোর্ড জানিয়েছে, জুনে অস্ট্রেলিয়াও তাদের ‘এ’ দল পাঠাচ্ছে স্টেইন-কালিসদের দেশে।

গোয়া পৌঁছেই প্র্যাক্টিসে মোহনবাগান
রবিবার স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার সঙ্গে খেলার জন্য এ দিন গোয়া উড়ে যায় মোহনবাগান। বিকেল সাড়ে চারটে সেখানে পৌঁছেই প্র্যাক্টিসে নেমে পড়ে অবনমনে থাকা করিম বেঞ্চারিফার দল। রবিবার ম্যাচ বিকেল সাড়ে ছ’টার বদলে ভরদুপুরে এগিয়ে আনার জন্য ক্ষুব্ধ মোহন শিবির। অথচ শনিবার ডেম্পো-পৈলান ম্যাচ ফ্লাডলাইটে দেওয়ায় প্রশ্ন তোলে ওডাফা ব্রিগেড।

মহমেডান জিতল
এ দিন বেঙ্গালুরুতে আই লিগের দ্বিতীয় ডিভিশন ম্যাচে সাদার্ন সমিতিকে ১-০ হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল সঞ্জয় সেনের মহমেডান। ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যালফ্রেড।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.