ফেরনান্দো তোরেসের জোড়া গোলের দাপটে ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে রুবিন কাজান-কে স্ট্যামফোর্ড ব্রিজে ৩-১ হারিয়ে মস্কো যাওয়ার আগে কার্যত সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল চেলসি। এফ এ কাপে যাঁর গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ছিটকে দিয়েছিল চেলসি, সেই ডেম্বা বা ‘কাপ-টাইড’ থাকার কারণে আক্রমণে মোজেস এবং মাতা-র সঙ্গে তোরেসকে নিয়েই প্রথম দল সাজান রাফায়েল বেনিতেজ। প্রথমার্ধের শুরুতে ডেভিড লুইজের বাড়ানো পাসে তোরেস গোল করে ১-০ এগিয়ে দেন চেলসিকে। কাজান দলের দুর্বল রক্ষণের গোলমালে মোজেস হাফভলিতে গোল করে ২-০ করেন। প্রথমার্ধের শেষের দিকে পেনাল্টি বক্সে চেলসি অধিনায়ক জন টেরির বিতর্কিত হ্যান্ডবলের জন্য পেনাল্টি থেকে অ্যাওয়ে গোল করে ব্যবধান কমান রুশ ক্লাবের বেবার্স নাচো। |
তোরেস। ভাঙা নাক নিয়েও দুরন্ত। ছবি: এএফপি |
কিন্তু দ্বিতীয়ার্ধে মাতা-তোরেস যুগলবন্দির সৌজন্যে তৃতীয় গোলটি পেয়ে জয় নিশ্চিত করে বেনিতেজের দল। প্রথম দলে ফিরে তোরেস দুটো গোল উপহার দেওয়ার কারণে উচ্ছ্বসিত বেনিতেজ বলছেন, “আমি খুব খুশি তোরেস দুটো গোল করায়। গোল পেলে স্ট্রাইকারদের আত্মবিশ্বাস সব সময় বাড়ে।” সঙ্গে চেলসি ৩-১ জেতায় তিনি যোগ করেন, “পুরো দলই খুব ভাল খেলেছে। যদিও আরও বেশি গোলে জিততে পারতাম।”
অন্য কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে ২-২ করে হারা ম্যাচ কোনও মতে ড্র করল টটেনহ্যাম। ভ্যালেন্টাইন স্টকার এবং ফ্যাবিয়েন ফ্রেই-এর গোলে টটেনহ্যাম পিছিয়ে পড়লেও ‘হোম অ্যাডভান্টেজ’ কাজে লাগিয়ে এমানুয়েল আদেবায়োর এবং গিলফি সিগার্ডসন গোল করে টুর্নামেন্টে অস্তিত্ব বজায় রাখে বেল বাহিনীর। কিন্তু শেষের দিকে চোট পেয়ে ম্যাচ ছাড়তে হয় টটেনহ্যামের চোখের মণি গ্যারেথ বেল-কে। ফিরতি ম্যাচেও বেল এর খেলা নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। অন্যান্য ম্যাচে ফেনারবাচে ২-০ হারায় ইতালির লাজিও-কে। নিজেদের মাঠে নিউক্যাসলকে ৩-১ বিপর্যস্ত করল বেনফিকা। |