|
|
|
|
তিন অগ্নিকাণ্ডে দগ্ধ শতাধিক বাড়ি, মৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারে পটনা ও মুঙ্গের জেলায় পৃথক তিনটি অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। পুড়েছে কয়েকশো বাড়ি ও দোকানঘর। তিনটি অগ্নিকাণ্ডই ঘটেছে কাল রাত থেকে আজ দুপুরের মধ্যে। প্রশাসনের তরফে মৃতদের নামের তালিকা এবং ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির হিসাব চলছে।
পুলিশ জানিয়েছে, কাল রাতে পটনার গর্দানিবাগ থানার দুমহালা এলাকায় একটি ঘরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ঘরের বাইরে একটি বিদ্যুৎস্তম্ভ থেকে হুক করে ঘরে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল। রাতে ঘরের ভিতরে তালা আটকে সকলে ঘুমিয়েছিলেন। আগুন লাগায় কেউ তালা খুলতে পারেননি। ফলে ঘরের মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে পাঁচ জনের মৃত্যু হয়। পরে উদ্ধার করা হয়েছে দু’টি শিশু, দু’জন মহিলা এবং গৃহকর্তা এক পুরুষের দেহ।
এ ছাড়াও বড়সড় আগুন লাগে পটনার মিঠাপুলের কাছে কাবারী বাজারে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে সেখানেও আগুন লাগার কারণ শর্ট সার্কিট। এই ঘটনায় কারও মৃত্যু না হলেও বাজার এলাকা হওয়ার কারণে প্রায় একশো দোকান ও কাপড়ের গুদামের ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বাজারের ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ হিসেবের জন্য নির্দেশ দিয়েছেন। পটনার সিনিয়র পুলিশ সুপার মনু মহারাজ বলেন, “দমকলের ১৮ ইঞ্জিন বেশ কয়েক ঘণ্টা চেষ্টায় আগুন আয়ত্তে আনে।”
এই দু’টি অগ্নিকাণ্ড ছাড়াও আর একটি বড় আগুনের খবর মিলেছে মুঙ্গের জেলা থেকে। জেলাশাসক কুলদীপ নারায়ণ জানান, বাহাদুরনগর-কুতলুপুর গ্রামে বিধ্বংসী আগুনে ছাই হয়ে গিয়েছে প্রায় সাড়ে তিনশো কুটির। আগুনে গুরুতর জখম হয়েছেন দুই শিশুসন্তান-সহ দুই মহিলা। পাশের জেলা বেগুসরাই থেকেও আনা হয় দমকলের গাড়ি। |
|
|
|
|
|