টুকরো খবর |
জাল দলিল, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • পটনা |
জাল দলিল ও নথিপত্র বানিয়ে একের জমি বেআইনি ভাবে অন্য লোককে পাইয়ে দিয়েছিলেন ভূমি রাজস্ব দফতরের তিন জন। এঁরা হলেন, ভূমি দফতরের সার্কেল অফিসার জ্ঞানেন্দ্র নারায়ণ ঝা, সার্কেল ইন্সপেক্টর উপেন্দ্র যাদব এবং মহেশ্বর লাল দাস। জমির বৈধ মালিকের অভিযোগের ভিত্তিতে মধেধেপুরার বিহারিগঞ্জের পুলিশ আজ তিন জনকে গ্রেফতার করেছে। আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার আদেশ দেন। পুলিশ জানিয়েছে, জমির দালালের সঙ্গে হাত মিলিয়ে ভূমি রাজস্ব দফতরের ওই তিন কর্মী গামাইল পঞ্চায়েত এলাকায় গামাইল গ্রামের হীরালাল মিস্ত্রি নামে এক ব্যক্তির ছয় একর জমি তিন জনকে বিক্রি করে দেয়। এর জন্য জাল দলিল বের করে এই চক্র। এরপর জমির রেজিষ্ট্রি করিয়ে মিউটেশনও করিয়ে দেওয়া হয়। জমির প্রকৃত মালিক ঘটনার কথা জানতে পেরে বিহারিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর আদালত থেকে ওই তিন জনের নামে গ্রেফতারের নির্দেশ জারি করা হয়।
|
দুই ছাত্রী স্বেচ্ছায় জঙ্গি সংগঠনে, দাবি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অপহরণ নয়, স্বেচ্ছায় জঙ্গিবাহিনীতে নাম লিখিয়েছে মণিপুরের নিখোঁজ দুই স্কুলছাত্রী। এমনটাই দাবি করল জঙ্গি সংগঠন রেভেলিউশনারি পিপ্ল্স ফ্রন্ট (আরপিএফ). অ্যালিস কামেই ও খাইদেম সানাহানবি চানু নামে ১৬ বছরের দুই ছাত্রীকে ১২ মার্চ থেকে পাওয়া যাচ্ছিল না। দুই ছাত্রীকে অপহরণ করা হয়েছে সন্দেহ করে যৌথ সংগ্রাম মঞ্চ মণিপুরি মায়েদের সংগঠন আন্দোলনে নামে। কিন্তু এতদিন পরে আরপিএফ বিবৃতি প্রকাশ করে দাবি জানিয়েছে, মেয়ে দু’টি স্বেচ্ছায় বিপ্লবে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তাই সংগঠনের সদস্যরা ১৩ মার্চ তাদের আরপিএফ শিবিরে নিয়ে এসেছে। কেউ তাদের জোর করে আনেনি বা আটকে রাখেনি। মাতৃভূমিকে মুক্ত করার টানেই তাদের এমন সিদ্ধান্ত। জঙ্গিরা জানায়, দলের নিয়মানুযায়ী ১৬ বছর হলেই, যে কেউ স্বেচ্ছায় সংগঠনে যোগ দিতে পারে। সে ক্ষেত্রে অভিভাবকের অনুমতি প্রয়োজন নেই। পুলিশের বক্তব্য, গোটাটাই স্রেফ জঙ্গিদের দাবি।
|
হেনস্থার শিকার বিজেপি-র মহিলা সাধারণ সম্পাদক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
হেনস্থার শিকার হলেন বিজেপি-র জাতীয় সাধারণ সম্পাদক বাণী ত্রিপাঠী। ঘটনাস্থল দক্ষিণ দিল্লির বসন্ত বিহার। বৃহস্পতিবার রাত সওয়া ন’টা নাগাদ নিজের গাড়িতে ফিরছিলেন বাণী। হঠাৎ যানজটে আটকে যায় বাণীর গাড়ি। আর ঠিক সেই সময়ই তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি এসইউভি। সেটি থেকেই নেমে আসে পাঁচ অপরিচিত মদ্যপ ব্যক্তি। বাণীর গাড়ির দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করে তারা। কিন্তু গাড়ির দরজা তালাবন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেনি ওই পাঁচ জন। এই ঘটনায় উদ্বিগ্ন বাণীর দাবি, “এখনও আমরা নিরাপত্তার কথা বলছি?” ডিসেম্বরে গণধর্ষণের ঘটনাটি যেখানে ঘটেছিল, সেটি থেকে বৃহস্পতিবারের ঘটনাস্থল ছিল এক কিলোমিটার দূরত্বে। যা মহিলা নেত্রীই যদি রাজধানীতে সুরক্ষিত না থাকেন, তা হলে সাধারণ মহিলাদের নিরাপত্তা কী ভাবে সুনিশ্চিত করা যাবে?
|
সঞ্জয়কে ক্ষমার আর্জি
সংবাদসংস্থা • মুম্বই |
সঞ্জয় দত্তকে ক্ষমা করার পক্ষে ও বিপক্ষে ৬০টি আর্জি স্বরাষ্ট্র দফতরের কাছে পাঠালেন মহারাষ্ট্রের রাজ্যপাল কে শঙ্করনারায়ণন। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে সঞ্জয়ের। বিশেষ ক্ষমতাবলে তাঁকে কারাদণ্ড থেকে মুক্তি দিতে পারেন রাজ্যপাল বা রাষ্ট্রপতি। এই বিষয়ে সাধারণত রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেন রাজ্যপাল। তাই আর্জিগুলি তাদের কাছে পাঠানো হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। শুক্রবার মধ্যপ্রদেশের দাতিয়া অঞ্চলে দেবী পিঠে পুজো দেন সঞ্জয়। সঙ্গে ছিলেন শ্যালক কুমার গৌরব।
|
প্রাণদণ্ড তিন পুলিশকর্মীর
সংবাদসংস্থা • গোন্ডা |
ভুয়ো সংঘর্ষ মামলায় তিন পুলিশকর্মীকে মৃত্যুদণ্ডের আদেশ দিল লখনউয়ের এক বিশেষ সিবিআই আদালত। বাকি পাঁচ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পুলিশ সূত্রে খবর, ১৯৮২ সালে গোন্ডা জেলার মাধোপুর গ্রামে খুন হন ডিএসপি কে পি সিংহ। তাঁর সহকর্মী এবং অধীনস্থ পুলিশকর্মীরা জানান, ডাকাতদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে কে পি-র। কিন্তু নিহত ডিএসপি-র স্ত্রীর দাবি ছিল, কে পি-কে খুন করেছেন তাঁর অধস্তন পুলিশকর্মীরাই। মামলাটি সিবিআইয়ের হাতে আসে। সম্প্রতি প্রমাণিত হয়েছে, অধস্তন আর বি সরোজের হাতেই খুন হন কে পি। এই সরোজকেই প্রাণদণ্ড দিল সিবিআই আদালত। প্রাণদণ্ড পেয়েছে রামনায়ক পাণ্ডে নামে এক সাব-ইনস্পেক্টর এবং অবসরপ্রাপ্ত কনস্টেবল রাম করন।
|
শ্লীলতাহানি, সাসপেন্ড পুলিশ
সংবাদসংস্থা • চন্ডীগড় |
তিরিশ বছরের এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগে সাসপেন্ড করা হয় হরিয়ানার এক পুলিশ কর্মীকে। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নির্যাতিতা ওই মহিলা স্বামীর সঙ্গে কার্নালে আসেন। কার্নালের একটি বাসস্ট্যান্ডে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশকর্মী দেবেন্দ্র সিংহ ওই মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। সেই সময়ে পুলিশের হেল্পলাইনে ফোন করেও কোনও সাহায্য পাননি ওই দম্পতি। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দেবেন্দ্রকে থানায় আনে। শুক্রবার তাঁকে সাসপেন্ড করা হয়।
|
ধানবাদে বইমেলা
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ধানবাদে বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হল বইমেলা। আগামী ১০ তারিখ পর্যন্ত মেলা চলবে। আজ ধানবাদের জেলা পরিষদ ময়দানে মেলার উদ্বোধন করেন বিসিসিএল-এর চেয়ারম্যান ও এমডি তাপসকুমার লাহিড়ি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় (শংকর)। উদ্যোক্তা রানা ঘোষ জানান, মেলার থিম হল ‘নারী’। সেই মতোই সাজানো হয়েছে মেলা।
|
শিলংয়ে নিগৃহীত দুই বাঙালি পর্যটক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শিলংয়ে পুলিশের সামনে প্রকাশ্য রাস্তায় প্রহৃত হলেন আসানসোল থেকে আসা দুই বাঙালি পর্যটক। গত কালের ঘটনা। পুলিশ জানায়, রাজ্যে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে ইনার লাইন পারমিট চালু করার দাবিতে খাসি ছাত্র সংগঠন আন্দোলনের অঙ্গ হিসেবে মশাল-মিছিল বের করে। তখনই ছাত্র সংগঠনের কয়েক জন সদস্যের সঙ্গে দুই পর্যটকের হাতাহাতি হয়। তবে, জখম পর্যটক প্রীতীশ সিংহ ও অরূপ কুণ্ডুর বক্তব্য, তাঁরা পথের হদিস জানতে চাইছিলেন। তখনই মিছিল থেকে কয়েক জন বার হয়ে এসে তাঁদের মারতে শুরু করে।
|
স্ত্রীর সম্মান রক্ষায়
সংবাদসংস্থা • হোশিয়ারপুর |
স্ত্রীর সম্মান রক্ষায় এক যুবককে খুন করল স্বামী। নিহতের নাম লখবীর সিংহ। পুলিশ জানিয়েছে, শুক্রবার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় শ্লীলতাহানির শিকার হতে হয় অভিযুক্তের স্ত্রীকে। লখবীর ওই মহিলার উদ্দেশে কটূক্তি করছিল বলে অভিযোগ। এর জেরেই ওই যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয় নিগৃহীতার স্বামীর। রাগের বশে হঠাৎই তিনি লখবীরের বুকে স্ক্রু ড্রাইভার গেঁথে দেন। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার।
|
লোহার রড বিঁধে মৃত্যু
সংবাদসংস্থা • নয়ডা |
ট্রাক থেকে বেরিয়ে থাকা লোহার রড শরীরে ঢুকে মৃত্যু হল এক গাড়িচালকের। ঘটনাটি ঘটেছে নয়ডায়। পুলিশ জানিয়েছে, এক সফটওয়্যার সংস্থায় কর্মরত অমিত শ্রীবাস্তব সকালে নিজের দুই সহকর্মীকে নিয়ে অফিস যাচ্ছিলেন। হঠাৎই লোহার রডবাহী এক ট্রাকে ধাক্কা মারে অমিতের গাড়ি। সঙ্গে লোহার গার্ডার এসে বেধে অমিতের শরীরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাকি দু’জন গুরুতর জখম।
|
সীমান্ত সফরে ডিজি
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
২০১৩-কে ‘ইয়ার অব দ্য জওয়ানস’ হিসেবে পালন করছে বিএসএফ। তাই আন্তর্জাতিক সীমান্ত ঘুরে প্রহরারত জওয়ানদের সমস্যা খতিয়ে দেখছেন ডিরেক্টর জেনারেল সুভাষ জোশী। করিমগঞ্জ সফরে তিনি বলেন, সীমান্ত সুরক্ষার জন্যই জওয়ানদের সুবিধা-অসুবিধার জায়গায় গুরুত্ব দিতে হবে এবং পরিকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। সে জায়গা থেকেই তিনি কাঁটাতারের বেড়ার কাজ একশো শতাংশ শেষ করা এবং ফ্লাড লাইটের ওপর জোর দিচ্ছেন।
|
আটক যোগগুরু
সংবাদসংস্থা • ইনদওর |
বসপা নেতা দীপক ভরদ্বাজের খুনের ঘটনায় যোগগুরু অবিনাশ শাস্ত্রীকে আটক করল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার রাতে একটি আশ্রম থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের অনুমান, জমি নিয়ে সংঘর্ষের জেরেই খুন করা হয় দীপক ভরদ্বাজকে। মূল অভিযুক্তের সঙ্গে যোগাযোগ থাকার ফলেই অবিনাশ শাস্ত্রীকে আটক করে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক।
|
ব্যাঙ্কে গুলি, জখম ৩
সংবাদসংস্থা • ইনদওর |
নিরাপত্তরক্ষীর হাত ফস্কে বন্দুক থেকে গুলি ছিটকে জখম হলেন তিন ব্যক্তি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ‘সেন্ট্রাল ব্যাঙ্ক অফ্ ইন্ডিয়ার’ ইনদওর শাখায়। বন্দুকের গুলিতে জখম ওই তিন গ্রাহককে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকেরা জানান, তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বাবু সিংহ সেনগর। ঘটনার কিছু ক্ষণ পরেই গ্রেফতার হয় সে।
|
বাতিল জিপসি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মারুতি জিপসি গাড়ি আর ব্যবহার করবে না ভারতীয় সেনা। পুরনো এই যাত্রা সঙ্গীকে বিদায় জানিয়ে টাটা সাফারি বা মহীন্দ্রা স্করপিও ব্যবহার করার কথা ভাবছেন সেনা কর্তৃপক্ষ। ফলে বাতিল হতে চলেছে সেনার ৩০০০০ মারুতি জিপসি। |
|