|
|
|
|
সংশোধিত লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে কর আদায় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সদ্য শেষ হওয়া আর্থিক বছরে বাজেটের সংশোধিত লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গিয়েছে কর আদায়ের অঙ্ক।
শুক্রবার বেঙ্গল চেম্বারের এক সভায় এ কথা জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাজস্ব সচিব সুমিত বসুর দাবি, ওই লক্ষ্য টপকে যাওয়া সম্ভব হয়েছে মূলত পরোক্ষ করের উপর ভর করে। তবে আদায় ঠিক কতটা বেশি হয়েছে,
|
সুমিত বসু |
আগামী ২০ এপ্রিল প্রত্যক্ষ করের পুরো হিসাব হাতে আসার আগে তা বোঝা সম্ভব নয় বলেই তাঁর অভিমত। শুধু কেন্দ্রীয় কর নয়, জাতীয় আয়ের নিরিখে রাজ্যগুলির সার্বিক কর আদায়ও এ বার বেড়েছে বলে দাবি সুমিতবাবুর।
সংশোধিত লক্ষ্যমাত্রা টপকে যাওয়ার প্রসঙ্গে অর্থ মন্ত্রকের অন্যতম ওই শীর্ষ কর্তা জানান, “পরোক্ষ কর আদায় সংশোধিত লক্ষ্যের তুলনায় বেশি হয়েছে। প্রত্যক্ষ করের অঙ্কও লক্ষমাত্রার কাছাকাছি। দুই মিলিয়ে কর আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই পূরণ করে ফেলেছি আমরা।”
উল্লেখ্য, ২০১২-’১৩ সালের জন্য বাজেট প্রস্তাবে পরোক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রা প্রথমে ধরা হয়েছিল ৫.০৫ লক্ষ কোটি টাকা। পরে তা সংশোধন করে হয় ৪.৬৯ লক্ষ কোটি। একই ভাবে প্রত্যক্ষ করের লক্ষ্যমাত্রাও ৫.৭০ লক্ষ কোটি টাকা থেকে কমিয়ে ৫.৬৫ লক্ষ কোটি করে কেন্দ্র। সুমিতবাবুর দাবি, আলোচ্য অর্থবর্ষে এই ‘সাফল্যের’ পাশাপাশি আয়কর রিটার্নের সংখ্যাও বেড়েছে চোখে পড়ার মতো। ২০১১-’১২ সালে যেখানে ১.৬৪ কোটি রিটার্ন জমা পড়েছিল, সেখানে ২০১২-’১৩ আর্থিক বছরে তা বেড়ে হয়েছে ২.১৫ কোটি। রিটার্ন জমা দিয়েছেন কি না জানতে চেয়ে আয়করদাতাদের চিঠি পাঠানোর ফলেই তা বেড়েছে, দাবি তাঁর।
যে সব ব্যক্তি বা সংস্থা বড় অঙ্কের কর দেয়, তাঁদের কর জমার সুবিধার জন্য দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাইয়ের পর কলকাতায় পঞ্চম কেন্দ্র খোলার প্রস্তাব বাজেটেই ঘোষণা করেছে কেন্দ্র। সুমিতবাবু জানান, এ জন্য জায়গা চিহ্নিত করা সারা। জুনেই তা চালু হবে। |
|
|
|
|
|