টুকরো খবর
কোল ইন্ডিয়ার বর্তমান সিএমডি অপসারণের দাবি
কোল ইন্ডিয়ার বর্তমান সিএমডি-কে ওই পদ থেকে অপসারণের দাবি তুলল সংস্থার অন্যতম অংশীদার ব্রিটেনের টিসিআই। এই হেজ ফান্ডই কোল ইন্ডিয়ার (সিআইএল) বৃহত্তম বিদেশি লগ্নিকারী সংস্থা। রাষ্ট্রায়ত্ত খনন সংস্থাটির ডিরেক্টরদের লেখা এক চিঠিতে টিসিআই অভিযোগ জানিয়েছে, কয়লার জোগান নিয়ে বিদ্যুৎ সংস্থা এনটিপিসির সঙ্গে যখন বিরোধ চলছে, তখন সিআইএলকে দক্ষতার সঙ্গে চালাতে ব্যর্থ হয়েছেন বর্তমান সিএমডি। কোনও সমাধান সূত্র দিয়ে সংস্থার স্বার্থ রক্ষা করতে পারেননি। এই পরিস্থিতিতে তাঁকে সরিয়ে নতুন কাউকে সিএমডি পদে আনার দাবি তুলেছে তারা। প্রসঙ্গত, নিকৃষ্ট মানের কয়লা জোগানের অভিযোগ তুলে সিআইএলের সঙ্গে জ্বালানি জোগান চুক্তি (এফএসএ) সই করতে অস্বীকার করেছে এনটিপিসি। টিসিআইর অভিযোগ, এনটিপিসির মতো এত বড় ক্রেতাকে খুশি না-করতে পারা খারাপ সংস্থা পরিচালনার প্রমাণ। এতে সংস্থার ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা। সংস্থার বাকি ডিরেক্টরদের ভূমিকা সম্পর্কেও প্রশ্ন তুলেছে টিসিআই। ভাল মানের কয়লা জোগান দিতে না পারা, খনি থেকে ভাল মানের কয়লা চুরি বা প্রতিযোগী সংস্থার কাছে বাজার হারানোর মতো বিষয়ে নিষ্ক্রিয়তার ও দায়িত্ব পালন না-করার অভিযোগ তুলে ডিরেক্টরদের দুষেছে তারা। এ দিকে, দাম পুরোপুরি না-মেটানোর জন্য এপ্রিলের শেষে পূর্ব ভারতে এনটিপিসির দু’টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লার জোগান বন্ধ করার ইঙ্গিত দিয়েছে সিআইএল। এটা হলে দেশবাসী এক বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।

খোলা বাজারে ইউনাইটেড স্পিরিটস্-এর শেয়ার কিনতে অতিরিক্ত দাম নয়
খোলা বাজার থেকে ইউনাইটেড স্পিরিটস্-এর শেয়ার বাড়তি দামে কেনার সম্ভাবনা নাকচ করে দিল ডিয়াজিও। নভেম্বরে ১,৪৪০ টাকা দরে সরাসরি কর্ণধার বিজয় মাল্যের কাছ থেকে সংস্থার ২৭.৪% শেয়ার কেনে ব্রিটিশ মদ প্রস্তুতকারক ডিয়াজিও। একই সঙ্গে ঘোষণা করে, এর পর আরও ২৬% শেয়ার ওই একই দামে খোলা বাজার থেকে কিনে সিংহভাগ মালিকানা (৫৩.৪%) নিশ্চিত করতে চায় তারা। কিন্তু তাদের সেই শেয়ার কেনার পর থেকে ক্রমশ চড়তে থাকে ওই সংস্থার শেয়ার দর। শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে তা দাঁড়িয়েছে ১,৭৫৫.৫০ টাকা। সেই সূত্রেই ডিয়াজিও জানিয়েছে বাড়তি দাম দেবে না তারা। অনেকেই মনে করছেন, কোনও কারণে খোলা বাজার থেকে শেয়ার কিনে সিংহভাগ মালিকানা হাতে নিতে না পারলেও, পরিচালন পর্ষদের রাশ নিজেদের হাতে রাখতে অসুবিধা হবে না ডিয়াজিওর। উল্লেখ্য, ১০ এপ্রিল খোলা বাজার থেকে ইউনাইটেড স্পিরিটস্-এর শেয়ার কিনতে আবেদনপত্র জমা নেবে ডিয়াজিও।

চিনি বিনিয়ন্ত্রণের সমালোচনায় সরব মুখ্যমন্ত্রী
চিনিকলগুলিকে অবাধে খোলা বাজারে বিক্রি করতে অনুমতি দেওয়ায় কেন্দ্রের দিকে ফের তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, চিনিতে আংশিক বিনিয়ন্ত্রণ আবার সাধারণ মানুষের স্বার্থবিরোধী সিদ্ধান্ত। এর আগে বাজারের হাতে দাম ছেড়ে দেওয়ার পর দর বেড়েছে সার, পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের। সে সবের পর এ বার চিনির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নতুন করে বোঝা বাড়াবে আমআদমির হেঁশেলে। কেন্দ্র বিনিয়ন্ত্রণের সিদ্ধান্ত ঘোষণার পর গত কাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী মণীশ তিওয়ারির দাবি ছিল, “আপাতত চিনির দাম বাড়বে না। চিনি মিষ্টি ছিল, মিষ্টিই থাকবে।” এ দিন কিন্তু আগাম লেনদেন ও দিল্লির পাইকারি বাজারে প্রতি কুইন্টলে চিনির দাম বেড়েছে ৫০ টাকা। মুখ্যমন্ত্রীও এ দিন কেন্দ্রকে বিঁধে বলেন, “সিমুই থেকে ক্ষীর, পায়েস চিনির ব্যবহার সর্বত্র। তারই যদি দাম বাড়ে, তবে তার স্বাদ ভুলবে মানুষ। জীবন থেকে মিষ্টত্ব চলে গেলে আর কীই বা পড়ে থাকে?” তবে বিনিয়ন্ত্রণের সিদ্ধান্তে এ দিন ৯% বেড়েছে চিনিকলগুলির শেয়ার দর। অবশ্য তা সত্ত্বেও ৫৯ পয়েন্ট পড়েছে সেনসেক্স। বিশ্ব বাজারে সোনার দরও তলিয়ে গিয়েছে ১০ মাসে সবচেয়ে নীচে।

তিন সংস্থাকে থ্রিজি পরিষেবা বন্ধের নির্দেশ, চাপল জরিমানাও
এয়ারটেলের পর এ বার লাইসেন্স না থাকা সার্কেলে অবিলম্বে থ্রিজি পরিষেবা বন্ধ করতে ভোডাফোন ও আইডিয়াকে নির্দেশ দিল টেলিকম দফতর (ডট)। সেই সঙ্গে নিয়ম ভেঙে ওই পরিষেবা দেওয়ায় ভোডাফোনকে ৫৫০ কোটি ও আইডিয়াকে ৩০০ কোটি টাকা জরিমানাও করেছে তারা। সেই সঙ্গে কর মেটাতে বলা হয়েছে আইডিয়াকে। পরিষেবা বন্ধের নির্দেশ আদালতে বিচারাধীন বলে প্রতিক্রিয়া জানাতে চায়নি আইডিয়া ও ভোডাফোন। কোনও টেলিকম সংস্থাই থ্রিজি নিলামে দেশ জুড়ে সব সার্কেলের জন্য স্পেকট্রাম কেনেনি। কিন্তু পরে স্পেকট্রাম না পাওয়া সার্কেলেও পরিষেবা দিতে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়া নিজেদের মধ্যে চুক্তি করে। ডটের দাবি, এটি বেআইনি। যদিও সংস্থাগুলির পাল্টা দাবি, তারা নিয়ম মেনেই চুক্তি করেছে। এর আগেও অবশ্য আইডিয়াকে ওই পরিষেবা বন্ধ করতে বলেছিল ডট। এ নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সরকারের পক্ষেই রায় দেয়। সরকারের নির্দেশের বিরুদ্ধে এ দিনই আবার সুপ্রিম কোর্টে গিয়েছে এয়ারটেল।

রান্নার গ্যাসেও সরাসরি ভর্তুকি
রান্নার গ্যাসে ভর্তুকি সরাসরি নগদ হস্তান্তর প্রকল্পের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিলেও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই প্রাথমিক বাধা কাটিয়ে এ বার ধাপে ধাপে ওই কাজ শুরুর কথা ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার সরাসরি নগদ হস্তান্তর নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির বৈঠকের পরে এ কথা জানিয়েছে সরকার। জানুয়ারি মাসে ৪৩টি জেলায় চালু হয়েছিল সরাসরি নগদ হস্তান্তর প্রকল্প। প্রকল্পের অগ্রগতিতে খুশি হলেও বেশ কিছু সমস্যা হয়েছে বলে মঙ্গলবার মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি জানিয়েছেন, বিভিন্ন দফতরে কাজের উপরে নজরদারির উপযুক্ত ব্যবস্থা নেই। তাই সমস্যা দেখা দিচ্ছে। তা মেটাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। জুলাই মাসে আরও ৭৮টি জেলায় সরাসরি নগদ হস্তান্তর প্রকল্প চালু করা হবে। ১৫ মে-র মধ্যে রান্নার গ্যাসে ভর্তুকির টাকা সরাসরি গ্রহীতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে ২০টি জেলায়।

নতুন নিয়োগ
• এস গোপালকৃষ্ণন সিআইআইয়ের প্রেসিডেন্ট হয়েছেন। সুমিত মজুমদার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
• বিনীত তানেজা ভারতে স্যামসাং-এর মোবাইল ও ডিজিটাল ইমেজিং ব্যবসার প্রধান হয়েছেন।
• দীনেশ লোঢা হেল্থ ও মেডিক্যাল ইক্যুইপমেন্ট ব্যবসার কান্ট্রি ম্যানেজার হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.