|
|
|
|
সরাসরি শিল্পই কিনুক জমি, চান নীতীশও |
নিজস্ব প্রতিবেদন |
বড় আয়তনের বেসরকারি শিল্পতালুক গড়ে বিনিয়োগকারীদের জমির সমস্যা মেটাতে চায় বিহার সরকার। আজ বিনিয়োগকারীদের এক সম্মেলনে এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বিহারে জনঘনত্ব ও উর্বর জমি বেশি হওয়ায় জমি অধিগ্রহণে সমস্যা আছে বলে মেনে নিয়েছেন নীতীশ। বেসরকারি শিল্পতালুকের বাইরে জমি কিনতে হলে সরাসরি জমির মালিকদের সঙ্গেই যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, কোনও দালালকে কাজে লাগানো উচিত নয়। অনেকের মতে, নীতীশের এই বক্তব্যের সঙ্গে অনেকটাই মিল রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি নীতির।
কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটনের মতো ক্ষেত্রে বিহারে বিপুল বিনিয়োগের সুযোগ আছে বলে মনে করেন নীতীশ। শিল্পপতিদের সুবিধার জন্য সরকারি লাল ফিতের ফাঁসও কমানো হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, বিহারে বিনিয়োগকারীদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করবে সরকার।
বিনিয়োগকারীদের সঙ্গে তাঁর সরকারের যোগ যে ঘনিষ্ঠ তা আজ বার বার প্রমাণ করতে চেয়েছেন নীতীশ। জানিয়েছেন, প্রায়ই নিজের সরকারি বাসভবনে বিনিয়োগকারীদের জমায়েতের আয়োজন করেন তিনি। রাজ্যে নগরোন্নয়ন, শিক্ষা ও হোটেল শিল্পের ক্ষেত্রে নতুন নীতি তৈরি করেছে সরকার।
তবে নীতীশ যা-ই বলুন, একটি বণিকসভার সাম্প্রতিক হিসেব বলছে ৯২ হাজার কোটি টাকার মউ স্বাক্ষর করেছিল তাঁর সরকার। তার মধ্যে বিনিয়োগ হয়েছে মাত্র ৬২ কোটি টাকার। জমি ছাড়াও বিদ্যুৎ সমস্যা তাড়া করে বেড়াচ্ছে বিহারে শিল্পায়নের স্বপ্নকে।
বিষয়টি নিয়ে উদাসীন নন নীতীশ। বিনিয়োগকারীদের সম্মেলনেই তিনি মেনে নিয়েছেন, বিদ্যুৎ সমস্যা রয়েছে। সমস্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইউপিএ সরকারকে এক হাত নিয়েছেন তিনি। তাঁর মতে, ইউপিএ সরকারের সিদ্ধান্তহীনতাই বিহারের সমস্যার কারণ। কারণ, রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি ও কোল ইন্ডিয়ার মধ্যে বিবাদেই কয়লা জোগানের ঘাটতি হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রে। ফল ভুগছে বিহার।
কেন্দ্রের কাছ থেকে বিহারের প্রাপ্য বিদ্যুতের অধিকাংশই সরবরাহ করা হয় এনটিপিসি’র ফরাক্কা ও কাহালগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। সম্প্রতি ওই দুই কেন্দ্রে পাঠানো কয়লার মান পরীক্ষা না করে কোল ইন্ডিয়ার অধীনস্থ সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডকে টাকা দিতে অস্বীকার করে এনটিপিসি। ফলে, কয়লা সরবরাহ বন্ধ করে দেয় ইস্টার্ন কোলফিল্ডস। ইতিমধ্যেই সমস্যা মেটাতে কেন্দ্রকে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন নীতীশ।
বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার ক্ষেত্রেও কেন্দ্র অহেতুক দেরি করছে বলে অভিযোগ করেছেন নীতীশ। |
|
|
|
|
|