দশ মাসের শিশুটিকে কোলে নিয়ে কাটোয়া স্টেশন চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন এক মহিলা। তাঁর ‘অন্য রকম’ আচরণ দেখে স্টেশন চত্বরের লোক জন খবর দেন রেল পুলিশকে। তারা অবশ্য বিষয়টিকে আমল দেয়নি। পরে কাটোয়া থানার পুলিশ এসে শিশু-সহ ওই ‘মানসিক ভারসাম্যহীন’ মহিলাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। শুক্রবার দুপুরে পরিজনের হাতে তাঁদের তুলে দেন কাটোয়া থানার পুলিশ।
কাটোয়ার ওসি সনৎ দাস বলেন, “মানসিক ভারসাম্যহীন ওই বধূর নাম লতা সাহা। বীরভূমের তারাপীঠের কাছে পীরচন্দ্রপুরে তাঁর বাড়ি। কয়েক দিন আগে তাঁর বাপের বাড়ি বীরভূমেরই মল্লারপুর বাসস্ট্যান্ডের কাছে বাহিল মোড়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতে গিয়ে রাস্তা ভুল করে কাটোয়ায় চলে আসেন তিনি।” পুলিশ তাদের উদ্ধার করে মল্লারপুরের আইসির সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে খবর পেয়ে শুক্রবার দুপুরে কাটোয়ায় আসেন লতাদেবীর ভাই অসীম সাহা। তিনি বলেন, “দিদির মানসিক চিকিৎসা চলছে।” কাটোয়া পুলিশ জানায়, অসীমবাবুরা মল্লারপুর থানায় ‘নিখোঁজ’ ডায়েরি করেছিলেন।”
|
ছাত্রীর দুল ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • কালনা |
তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর কানের দুল ছিঁড়ে নিয়ে গেল এক যুবক। শুক্রবার তমসা মণ্ডল নামে ওই ছাত্রী কাছারিপাড়ার কালনা প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার খাওয়ার পর হাত ধুতে গেলে এক অচেনা যুবক এসে কানের দুলটি ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। স্কুল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। কালনা থানা জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
|
বাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
বাড়িতে আগুন গেগে পুড়ে গেল গুরুত্বপূর্ণ জিনিসপত্র। শুক্রবার পূর্বস্থলী ২ ব্লকের পারুলিয়ার শীলপাড়া এলাকার ঘটনা। স্থানীয়রা জানান, বলাই দাসের বাড়িটি বেড়া ও পাটকাঠি দিয়ে তৈরি। বিকেল ৩টে নাগাদ আচমকাই আগুন লেগে যায় তাঁর বাড়িতে। আলমারি, রেশন কার্ড, ভোটার কার্ড-সহ অনেক জিনিস পুড়ে যায়। পরে স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রণে আনেন।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। নাম সোমা শীল (২৮)। বৃহস্পতিবার সর্বমঙ্গলাপাড়ার ঘটনা। পুলিশ জানায়, কোনও সন্তান না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এ দিন শ্বশুরবাড়ির চিলেকোঠায় উঠে গায়ে আগুন ধরান তিনি। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলেও রাতে মৃত্যু হয় তাঁর। তাঁর স্বামী প্রশান্ত শীল কলকাতা পুলিশের কর্মী। |