কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কালনা ১ পঞ্চায়েত সমিতির বেগপুর পঞ্চায়েতের উপপ্রধান আলতাব হোসেন। সম্প্রতি তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে যোগ দিতে দেখা যাচ্ছিল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে তিনি দলে যোগ দিয়েছেন। এর আগে তিনি কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর কথায়, “এলাকার বিধায়ক তথা প্রতিমন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। তাতে সামিল হওয়ার জন্যই দলত্যাগ।” তিনি যে কপ্পূরডাঙা গ্রামের বুথ থেকে নির্বাচিত হয়েছেন সে বুথের বেশির ভাগ সদস্যই তাঁর সঙ্গে দলত্যগ করেছেন বলে দাবি করেছেন আলতাব সাহেব। ব্লক তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ওই কংগ্রেস নেতা দলে যোগ দিলে দল আরও শক্তিশালী হবে। কালনা ১ ব্লক কংগ্রেসের সভাপতি সুশীল পামিরার বক্তব্য, “আলতাব সাহেবকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছিল। তা সত্ত্বেও ইদানিং তাঁর কাজে তেমন মন ছিল না। আমাদের কাছে খবর ছিল সে তৃণমূলে পা বাড়িয়েছে। আনুষ্ঠানিক ভাবে দল পরিবর্তনের কথা এখনও আমাদের জানাননি তিনি। তিনি তৃণমূলে যোগ দিলেও দলের ক্ষতি হবে না।” কপ্পূরডাঙার যে বুথটি থেকে আলতাব সাহেব নির্বাচিত সেখানে বহু বছর ধরে তাঁদের প্রাধান্য রয়েছে বলে দাবি করেছেন তিনি। |