সর্বশিক্ষা মিশন তহবিলের টাকা তছরুপের অভিযোগে সালানপুরের একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে স্কুল থেকেই তাঁকে ধরে নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।
সালানপূর ব্লকের বাঁশকেটিয়া প্রাথমিক স্কুলের ওই প্রধান শিক্ষিকার নাম কাবেরী মণ্ডল। প্রায় সাড়ে চার লক্ষ টাকা তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কাবেরীদেবী বাঁশকেটিয়ার গ্রাম শিক্ষা-স্বাস্থ্য কমিটির সম্পাদক। দু’টি স্কুল ওই কমিটির আওতায়। একটি বাঁশকেটিয়া প্রাথমিক স্কুল, অন্যটি সিধাবাড়ি প্রাথমিক স্কুল। শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী সর্বশিক্ষা মিশন তহবিলের টাকা নির্দিষ্ট খাতে খরচ করার অধিকারী শিক্ষা-স্বাস্থ্য কমিটির সম্পাদক। সম্প্রতি সিধাবাড়ি প্রাথমিক স্কুলের নতুন শ্রেণিকক্ষ ও সীমানা পাঁচিল তোলার জন্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা আর্থিক অনুদান পাঠায় সর্বশিক্ষা মিশন। কিন্তু সে সব কিছু তৈরি হয়নি।
ইতিমধ্যে সিধাবাড়ি স্কুলের প্রধান শিক্ষক যাদব মণ্ডল জানতে পারেন, তাঁর স্কুলের শ্রেণিকক্ষ ও সীমানা পাঁচিল তোলার জন্য টাকা পাঠিয়েছে সর্বশিক্ষা মিশন। কাজ হয়নি, অথচ পুরো টাকা খরচ হয়ে গিয়েছে। চিনি চিত্তরঞ্জন শিক্ষা চক্রের সহকারী স্কুল পরিদর্শক উত্তম মণ্ডলকে বিষয়টি জানান। উত্তমবাবু বলেন, “মার্চের গোড়ায় আমরা বিষয়টি জানতে পারি। প্রধান শিক্ষিকাকে ডেকে জিজ্ঞাসাবাদ করায় উনি সে কথা স্বীকারও করেন। বিষয়টি আমি প্রাথমিক শিক্ষা সংসদকে জানিয়ে দিই।” শিক্ষা সংসদের পরামর্শেই শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।
সালানপুর থানার আইসি শ্যামল বিশ্বাস জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি দেবাশিস নাগ বলেন, “ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাঁর কাছ থেকে টাকা উদ্ধারের চেষ্টা চলছে। বিভাগীয় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।”
|