কারখানার ভিতরে মাথার উপর ক্রেনের চেন পড়ে মৃত্যু হল এক কর্মীর। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় শুক্রবারের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম সন্দীপকুমার গায়েন (৩৭)। মৃতের আত্মীয়কে চাকরি দেওয়ার দাবিতে কর্তৃপক্ষকে ঘিরে অবস্থান বিক্ষোভ করেন সাধারণ শ্রমিক কর্মীরা। পরে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে বিক্ষোভ তোলেন কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ জানান, সংস্থার স্টীল ফাউন্ড্রি বিভাগের কর্মী ছিলেন সন্দীপবাবু। এ দিন একটি ক্রেনের চেন ছিঁড়ে কয়েকফুট উপর থেকে তাঁর মাথায় পড়ে। সঙ্গে সেই রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অ্যাম্বুল্যান্স ডেকে কারখানার কস্তুরবা গাঁধী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই বিক্ষোভ শুরু করে ওই বিভাগের প্রায় চারশো শ্রমিক। অভিযোগ, কর্মরত শ্রমিকদের নিরাপত্তায় কোনও নজর দিচ্ছেন না কর্তৃপক্ষ। বিভাগীয় প্রধানদের ঘিরেও বিক্ষোভ হয়। তাঁদের দাবি, মৃত কর্মীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে ও তাঁর আত্মীয়কে চাকরি দিতে হবে। শ্রমিকদের একটি অংশ হাসপাতালেও বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে একটি আরপিএফ বাহিনী মোতায়েন করা হয়। কারখানা কর্তৃপক্ষের দাবি, অভিযোগ ঠিক নয়। সংস্থার জনসংযোগ আধিকারিক জানান, কারখানা কর্তৃপক্ষ বৈঠক করে সিদ্ধান্ত নেন ওই কর্মীর স্ত্রীকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। আশ্বাস পেয়েই শ্রমিক কর্মীরা বিক্ষোভ অবস্থান তুলে নেন।
|
বেতন মেলেনি, ক্ষোভ জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বেতন মিলছে না জানুয়ারি থেকে। মিলছে না মিড-ডে মিলের চাল, ডাল, জ্বালানির বিলও। এই অভিযোগে শুক্রবার জামুড়িয়া ব্লক অফিসে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সমিতি। সংগঠনের তরফে সুনীতি বন্দ্যোপাধ্যায় জানান, ২০১২-এর অক্টোবর থেকে মিড-ডে মিলের নানা জিনিস ও জ্বালানির টাকা মেলেনি। জামুড়িয়া চক্র ২-এর ১৮০টি অঙ্গনওয়াড়ির একই দশা। বিডিও জয়ন্ত দাসের আশ্বাস, শীঘ্র সমস্যা মিটবে।
|
ভেজাল তেল, গ্রেফতার ছয়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বিভিন্ন নামী কোম্পানির লেবেল লাগিয়ে তেল পাচার করার অভিযোগে মালিক-সহ ছয় কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার জামুড়িয়ার ঘটনা। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ চাডিয়া জানান, ওই তেল মিলের মালিক নির্মল দুকানিয়া। মিলে তৈরি হওয়া তেল শ্রীকৃষ্ণ, বজরং, মা, কুসুম, ঝুলা, বকুল এই ধরনের বিভিন্ন সংস্থার লেবেল সাঁটিয়ে বাজারে বিক্রি করা হচ্ছিল।
|
পরপর চুরি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পরপর আটটি বাড়িতে ঢুকে বেশকিছু জিনিস ও নগদ টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার জামুড়িয়ার এবি পিট এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ তদন্ত শুরু হয়েছে। |