রাহুলকে টক্কর দিতে মোদী বাছলেন ফিকিকে
দেশের শিল্প ও অর্থনীতির অভিমুখ নিয়ে দিল্লিতে শিল্প মহলের কাছে নিজের ভাবনা জানাতে চলেছেন রাহুল গাঁধী। এ ব্যাপারে আগে থেকে ময়দানে নামলেও, শিল্প-বণিক মহলের আস্থা অর্জনের চেষ্টায় ঢিল দিতে রাজি নন নরেন্দ্র মোদী। এমনিতে শিল্প মহলের কাছে নতুন করে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করার কোনও তাগিদ নেই গুজরাতের মুখ্যমন্ত্রীর। নিজের রাজ্যে তিনি নিজেকে ‘শিল্পবন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই। কিন্তু এখন ভোট-মরসুম। সচরাচর নিজের ভাবনা প্রকাশ্যে জানান না রাহুল। তিনিও বৃহস্পতিবার জাতীয় স্তরের প্রকাশ্য সভায়, সিআইআই-এর বার্ষিক অধিবেশনে নিজের অবস্থান জানাতে চলেছেন। এর চার দিন পর দিল্লিতেই আর এক বণিকসভা ফিকি-র সভায় গিয়ে হাজির হবেন মোদী।
বিজেপি সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে দলের সংসদীয় বোর্ডে সামিল হওয়ার মধ্য দিয়েই জাতীয় রাজনীতিতে আনুষ্ঠানিক প্রবেশ ঘটেছে মোদীর। রাজনাথ সিংহের টিম ঘোষণার এক সপ্তাহের মধ্যেই দিল্লিতে ঠাসা কর্মসূচি নিয়ে আসছেন তিনি। দলের নতুন টিমের সঙ্গে যেমন তাঁর বৈঠক হবে, তেমনই কর্নাটকে আসন্ন বিধানসভা নির্বাচনের দলের প্রার্থী তালিকা নিয়েও আলোচনায় সামিল হবেন তিনি। আগামী লোকসভা নির্বাচনে গুজরাতের উন্নয়নের মডেল নিয়েই তিনি গোটা দেশে প্রচার করবেন। তার আগে এখন থেকেই মোদী বণিকসভার মঞ্চগুলিকে সেই কাজে লাগাতে চাইছেন। সোমবার ফিকি-র সভায় বক্তব্য পেশের পর দিনই যাবেন কলকাতায়। সেখানেও বণিকসভার মঞ্চে নিজের উন্নয়নের মডেলই তুলে ধরবেন গুজরাতের মুখ্যমন্ত্রী।
বিজেপি নেতৃত্ব মনে করছেন, যে ভাবে মোদীর ধারাবাহিক উত্থান হচ্ছে, কংগ্রেস তাতে শঙ্কিত। আগামী ভোটে প্রধানমন্ত্রী পদের প্রার্থী ঘোষণার ব্যাপারে এখনও তারা অবস্থান স্পষ্ট করতে পারছে না। গাঁধী পরিবারের হাতে যাবতীয় ক্ষমতা থাকলেও তারা রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে সঙ্কোচ করছে। ফলে সব বিকল্পই খোলা রাখার কথা বলছে কংগ্রেস। এক দিকে ক্ষমতার দু’টি কেন্দ্র জারি রাখার কথা বলে মনমোহন সিংহকেই প্রধানমন্ত্রী রাখার কথা বলা হচ্ছে, আবার রাহুলকে প্রধানমন্ত্রী করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দল। বিজেপি-তে যতই নেতৃত্বের কোন্দল যতই থাকুক, মোদীকে ক্রমশ দলের মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে। বিজেপি-র দাবি, অপ্রতিরোধ্য মোদী-ঝড়ের সামনে কংগ্রেস কাকে মুখ করবে, সেটাই স্থির করে উঠতে পারছে না।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.