রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য ১০০ একর জমি সংগ্রহ করতে চায় উত্তর দিনাজপুর জেলা পরিষদ। সোমবার সাংবাদিক সম্মেলনে সাংসদ দীপা দাশমুন্সি জানান, জমি হাতে পাওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে ২২ কোটি টাকা বরাদ্দের আর্জি জানিয়েছে জেলা পরিষদ। জেলা পরিষদ সূত্রের খবর, ২২ মার্চ
পরিষদের সভাধিপতি কংগ্রেসের মোক্তার আলি সর্দার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী গুলাম নবি আজাদকে চিঠিতে ওই অনুরোধ করেছেন। তবে জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
সোমবার রায়গঞ্জে দলীয় অফিসে দীপা বলেন, “আমরা বলেছিলাম ২০১৩ সালের ৩১ মার্চের মধ্যে জমি জট কাটাব। সেই মতো জেলা পরিষদ উদ্যোগী হয়েছে। আমরা আশাবাদী, শীঘ্রই জমি অধিগ্রহণের জট কাটবে।”কিন্তু রাজ্যকে এড়িয়ে জেলা পরিষদ কি সরাসরি কেন্দ্রের কাছে টাকা চাইতে পারে? সভাধিপতি মোক্তার আলি সর্দার জানান, জেলার উন্নয়নের স্বার্থে জেলা পরিষদ কেন্দ্র ও রাজ্য উভয়ের কাছেই প্রস্তাব জানিয়ে চিঠি দিতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী বলেন, “স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ আমার কাছ থেকে জানতে চান ওই জমি অধিগ্রহণ করতে কত টাকা লাগতে পারে। অনুমানে কাছাকাছি একটা অঙ্কের কথাই তাঁকে বলেছিলাম। তখন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, এই টাকা তো স্বাস্থ্যমন্ত্রকই দিয়ে দিতে পারে।”
তবে কেন্দ্র কি জেলা পরিষদকে জমি অধিগ্রহণের জন্য সরাসরি টাকা দিতে পারে? জেলা পরিষদের এক পদস্থ অফিসার জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, ওই জমি ও তার অর্থমূল্য সম্পর্কে তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় জেলা পরিষদের সঙ্গে সংযুক্ত করতে হবে রাজ্যের প্রতিনিধি তথা জেলাশাসককেও। অতীতে রাজ্যের নানা জায়গায় রেল, এনটিপিসি, এনএইচপিসি সরাসরি জমি অধিগ্রহণ করেছে, কিন্তু জেলাশাসককে সেই প্রক্রিয়ায় যুক্ত রাখতে হয়েছে। তবে জেলা শাসক বলেন, “এইমসের জমি অধিগ্রহণের বিষয়টি নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। আমি কোনও মন্তব্য করব না।”
তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি তথা বিধায়ক অমল আচার্যের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে ফের এইমস নিয়ে উত্তর দিনাজপুরের মানুষের ভাবাবেগ উস্কে দিতেই জেলা পরিষদকে সামনে রাখতে চায় কংগ্রেস। তাঁর দাবি, “চাষিরা ডিএমের মাধ্যমে লিখিত ভাবে মুখ্যমন্ত্রীর কাছে জমি দেওয়ার ইচ্ছের কথা জানালে এতদিন জমি অধিগ্রহণ শেষ হয়ে যেত। তা না-করে দীপা সরাসরি জমি অধিগ্রহণ করাতে চাইছেন।”
|