মোর্চায় ভাঙন
পঞ্চায়েতের সদস্য-সহ ১৪ তৃণমূলে
দার্জিলিং পাহাড়ের পর এ বার ডুয়ার্সে। সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ডুয়ার্সের মালবাজারে ওদলাবাড়ি পঞ্চায়েতের পাথরঝোরা এলাকার মোর্চার এক পঞ্চায়েত সদস্য এবং গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি তথা মোর্চার নেতা-সহ ১৪ জন।

মোর্চা ছেড়ে আসা নেতা-কর্মীদের দলীয় পতাকা দিচ্ছেন
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। সোমবার তোলা নিজস্ব চিত্র।
এ দিন দুপুর থেকে সন্ধ্যা মালবাজারের মোর্চা অধ্যুষিত এলাকায় ঘুরেছেন গৌতমবাবু। রবিবার মোর্চার দার্জিলিং শহর কমিটির সদস্য তথা প্রবীণ চা শ্রমিক নেতা জংবাহাদুর তামাং-সহ ৪২ জন গৌতমবাবুর থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন। তার পর এ দিন ডুয়ার্সে মোর্চার দুই নেতা ও তাঁদের অনুগামীদের একাংশ তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি মোর্চার অস্বস্তি বাড়িয়েছে। মোর্চার দুর্গে দিনভর ঘুরে বেড়ানো প্রসঙ্গে গৌতমবাবু বলেন, “উন্নয়ন যাঁরা করেন তাঁরা সর্বত্রই যেতে পারে। খুব শীঘ্রই ফের কালিম্পং এবং মিরিকেও যাব।” ডুয়ার্সে এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর একাধিক দলীয় সভা করা নিয়ে মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বাগরাকোট এলাকার মোর্চা নেতা বিনোদ ঘাতানি বলেন, “ডুয়ার্সে বহু আশা নিয়ে গৌতমবাবু এসেছিলেন। কোনও সভায় ভিড় হয়নি। আসলে ওঁকে এপ্রিল ফুল করেছেন মানুষ।”
তুড়িবাড়ির সভায় পাথঝোরার পঞ্চায়েত সদস্য প্রদীপ ওঁরাও এবং গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সরোজ বারইলি মোর্চা ছেড়ে তৃণমূলে যোগ দেন। মঞ্চে উঠে গৌতম দেবের হাত থেকে তাঁরা দলীয় পতাকা নেন। তারা জানিয়ে দেন, “মোর্চা তরফে নানা আশ্বাস দেওয়া হয়েছিল ডুয়ার্সের এই এলাকার উন্নয়নে। এলাকা জিটিএ’র আওতাতেও নেই। মোর্চা আশ্বাস দিলেও উন্নয়ন হয়নি। তাই তৃণমূলের হয়েই মানুষের পাশে থাকবার সিদ্ধান্ত নিয়েছি।” তুড়িবাড়ি ছাড়াও এ দিন মালবাজার মহকুমার লিসরিভার চা বাগান, বাগরাকোট এলাকায় দলীয় সভা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সঙ্গে ছিলেন সদ্য মোর্চা ছেড়ে আসা উইলসন চম্পামারি, পদম লামা, রাজু সাইরা। ছিলেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন ভৌমিক বা সৌমিত্র কুন্ডুর মতো নেতৃত্বরাও। প্রথমে তাঁরা যান লিস রিভার চা বাগানে। যেখানে গোর্খা জনমুক্তি মোর্চা একসময় রিলে অনশন করেছিল সেই মঞ্চেই এ দিন গৌতম দেব সভা করেন। বাগানে ২ কিমি রাস্তা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে খুব দ্রুত তৈরি করা হবে বলে ঘোষণা করেন। পরে বাগরাকোটের সভায় উইলসন চম্পামারির দায়িত্বে দ্রুত তরাই ডুয়ার্স উন্নয়ন পর্ষদ তৈরির কথা ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তুড়িবাড়ির সভায় নেপালি ভাষী পড়ুয়াদের জন্য প্রাথমিক স্কুল তৈরির আশ্বাস দেন।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.