অব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রের ঠিকানা বিভ্রাটের জেরে যারা ‘টেট’ দিতে পারেননি তাঁদের পরীক্ষার ব্যবস্থা করার দাবিতে আন্দোলনে নামল বিভিন্ন সংগঠন। সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন। শিলিগুড়ি কোর্ট এর সামনে ১৫ মিনিট রাস্তা অবরোধ করেন তারা। সিপিএমের যুব সংগঠনের পক্ষ থেকেও অব্যবস্থার জেরে যারা পরীক্ষা দিতে পারেননি তাদের পরীক্ষার ব্যবস্থা করার দাবিতে শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের দফতরে স্মারকলিপি দেওয়া হয়। চেয়ারম্যান এ দিন অফিসে যাননি। আন্দোলনকারীরা পুলক দত্তর হাতে স্মারকলিপি দেন। শিলিগুড়ি জোনাল কমিটি সম্পাদক সৌরাশিস রায় বলেন, “প্রাথমিক শিক্ষা সংসদের ভুলে, অব্যবস্থার জেরে অনেকেই পরীক্ষা দিতে পারেননি। তাদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন হবে।” কেন্দ্রে পৌঁছতে গিয়ে রাস্তায় দুর্ঘটনার জেরে যাঁরা জখম হন তাদের ক্ষতিরপূরণ দেওয়া, পরীক্ষায় বিশৃঙ্খলায় যারা দায়ী তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন তারা। শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান না-থাকায় তাঁর সঙ্গে দেখা করতে পারেননি যুব সদস্যরা।
অন্য দিকে, সিলেবাসের বাইরে টেট পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ তুলে এ দিন ডুয়ার্সে আলিপুরদুয়ারে একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেন ওয়েস্ট বেঙ্গল ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন আ্যাসোসিয়েশনের সদস্যারা। তারা পরীক্ষা বাতিলের দাবিতে সরব হবেন বলে জানিয়েছেন। সংগঠনের অভিযোগ পরীক্ষায় শিক্ষণ বিদ্যার উপর কোনও প্রশ্ন আসেনি। সংগঠনের তরফে বিশ্বজিৎ বড়ুয়া এবং মুকেশ দে সরকার জানান, “প্রশ্ন নিয়ম মেনে হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানানো হয়েছে দু’বছরের ডিপ্লোমাধারীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার। বিষয়টি মানছে না সরকার।”
প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় ভোগান্তির অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দফতরের সামনে বিক্ষোভ দেখাল বামপন্থী ছাত্র যুব সংগঠন। সোমবার সংসদের দফতরের সামনে মাইক বেধে সভাও করেছে সংগঠনগুলি। গত রবিবার নিয়োগের পরীক্ষা যে পরীক্ষার্থীরা বসতে পারেননি তাঁদের ফের পরীক্ষা নেওয়ার দাবির পাশাপাশি পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের বিভিন্ন অভিযোগের তদন্তও চাওয়া হয়েছে। |