টুকরো খবর |
বেণী আফিমখোর, কুৎসায় নামল সপা
নিজস্ব সংবাদদাতা • বারাণসী |
কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বেণীপ্রসাদ বর্মার সঙ্গে সপা-র ঝামেলা এ বার ব্যক্তিগত কুৎসার পর্যায়ে পৌঁছল। মুলায়ম সিংহকে ‘সন্ত্রাসবাদী’ বলা থেকে শুরু করে, ভোটের পরে সপা-র শবযাত্রা বেরোবে নানা ভাবে গত কয়েক দিন ধরে লাগাতার খুঁচিয়ে গিয়েছেন বেণীপ্রসাদ বর্মা। ক্ষুব্ধ সপা নেতৃত্বও বেণীর পদত্যাগ দাবি করে। কংগ্রেস ক্ষমা চেয়ে নেওয়ায় এর বেশি জল গড়ায়নি। কিন্তু সপা নেতা শিবপাল যাদব আজ সরাসরি বাক্যুুদ্ধে নামলেন। বললেন, কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এক জন ‘আফিম চোরাচালানকারী’। তিনি ‘চরস’ নেন। শিবপাল বলেন, “আপনারা তো জানেনই, তা ছাড়া পড়েছেন নিশ্চই, উনি আজকাল খুব ধূমপান করছেন...। তামাকে কিছু একটা মেশান। ওঁর চিকিৎসা করানো উচিত।” আরও বলেন, “উনি আফিম চোরাচালান করেন। সিগারেটে চরস মিশিয়ে খান। এ সবের জন্যই ওঁর মাথা খারাপ হয়ে যাচ্ছে।” কংগ্রেস নিজে থেকেই বেণীপ্রসাদের থেকে দূরত্ব বজায় রাখায়, সপা নেতৃত্ব অবশ্য গত ক’দিন খুব বেশি মাথা ঘামায়নি। সপা নেতা রামগোপাল যাদব আবার বলেন, “বেণীর অবস্থা অনেকটা গাঁয়ে মানে না আপনি মোড়লের মতো। বেণীপ্রসাদ তো নিজেই জিতবেন না! সপা ওঁর মন্তব্যে কোনও গুরুত্ব দিতে চাইছে না।” কিন্তু পরিস্থিতি যে এতটাও হালকা নেই, এ দিন শিবপালের মন্তব্যেই তা পরিষ্কার হয়ে গেল। সপা-র সাধারণ সম্পাদক রামগোপাল যাদবের বক্তব্য, তাঁদের দলের প্রতি ভীষণ ক্ষোভ রয়েছে বেণীর। ওঁর ছেলে রাকেশ বিধানসভার ভোটে পর পর দু’বার হেরে গিয়েছেন।
|
পুরনো খবর: বেণী-বাণে ফের বিদ্ধ সপা, বিপাকে কংগ্রেস |
শুয়ালকুচিতে ফের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কার্ফু শিথিল হতেই ফের বিক্ষোভে সামিল হলেন শুয়ালকুচির বস্ত্রশিল্পীরা। পাইকারি ব্যবসায়ীদের বেনারসি আমদানির বিরুদ্ধে অসমের রেশমনগরী শুয়ালকুচিতে দুই দিন ধরে বিক্ষোভ চলছে। গত কাল, পুলিশ ও বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে দুই পক্ষের ১০ জন জখম হন। পরিস্থিতি সামলাতে কার্ফু জারি করা হয়। নামানো হয় সেনা। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুয়ালকুচিতে এসে প্রবল বিক্ষোভের মুখে পড়েন। বস্ত্রশিল্পীদের অভিযোগ, শুয়ালকুচির রেশমশিল্প উন্নয়নের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা নয়ছয় হয়েছে, প্রকৃত শিল্পীদের কোনও কাজেই লাগেনি। অভিযোগ, আজ সকালে কার্ফু ভাঙার অভিযোগে দুই হকারকে মারধর করেন জওয়ানরা। সাধারণ মানুষের হয়রানি কমাতে পরে কার্ফু শিথিল করা হলেও ১৪৪ ধারা জারি রাখা হয়। কিন্তু তার মধ্যেই আসুর নেতৃত্বে বস্ত্রশিল্পীরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। দাবি ওঠে, কামরূপ জেলায়বেনারসী শাড়ি ও আমদানি করা রেশম বস্ত্র নিষিদ্ধ করতে হবে।
|
পুরনো খবর: অসমের রেশম নগরীতে সংঘর্ষ |
গাড়ি চুরির পাণ্ডা পুলিশকর্তার ছেলে
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
গাড়িচোর চক্রের পাণ্ডাকে গ্রেফতার করে সাফল্যের মুখ দেখেছিল বরাক পুলিশ। কিন্তু তদন্তে ধৃতের পিতার পরিচয় জেনে এখন উল্টো অস্বস্তিতে পুলিশ কর্তারাও। কারণ জানা গিয়েছে, গাড়িচোর চক্রের মূল পাণ্ডা কিশোর মজুমদার আদতে প্রয়াত প্রাক্তন এক ডিএসপির ছেলে। সৎ এবং কর্তব্যনিষ্ঠ পুলিশকর্তা হিসাবে অত্যন্ত সুনাম ছিল ওই ডিএসপির। গাড়িচোর চক্র ও চালক খুন কাণ্ডের মূল পাণ্ডা কিশোর তার চার সঙ্গীর সঙ্গে এখন পুলিশের জালে। গত সোমবার শিলচর থানার মিঠাপানিতে একটি কুয়োর মধ্যে সুমোচালক ইন্তাজুর রহমান বড়ভুইয়াঁর মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। |
প্রতিবাদে মুখর ডিএমকে
নিজস্ব সংবাদদাতা • চেন্নাই |
আইসিইউ-এ জুতো পরে ঢোকার জন্য এক পুলিশ কর্মীকে বাধা দিতে গিয়ে গ্রেফতার হন অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসক। সত্তর বছরের ওই চিকিৎসক করুণানিধিকে হেনস্থা করায় রবিবার প্রতিবাদ জানিয়েছেন ডিএমকে প্রধান করুণানিধি। ডিএমকে দাবি জানায়,
চিকিৎসক করুণানিধিকে যেন ছেড়ে দেওয়া হয়। আর অভিযুক্তরা যেন ন্যায্য শাস্তি পায়। ওই দিন মুখ্যমন্ত্রী জয়ললিতা অ্যাপোলোর আইসিইউ-এ ভর্তি এক জনকে দেখতে আসবেন বলে কিছু পুলিশ চলে আসেন টহল দিতে। ওই সময়ে এক জন পুলিশ কর্মী জুতো পরে সোজা ঢুকে পড়েন আইসিইউ-এ। বাধা দিতে গেলে আটক করা হয় ওই চিকিৎসককে। |
গ্রামে এলেন নিহত ডিএসপির স্ত্রী
নিজস্ব সংবাদদাতা • কুন্ডা |
উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার বালিপুর গ্রামের গ্রামপ্রধানের সঙ্গে নৃশংস ভাবে খুন হন ওই জেলার ডিএসপি জিয়া-উল-হকও। বেশি দিন হয়নি সেই ঘটনা। রবিবার ওই ডিএসপির স্ত্রী প্রথমবার আসেন কুন্ডায়, তার স্বামীর কর্মস্থলে। তাঁর অভিযোগ, প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক রাজা ভাইয়াই দায়ী তাঁর স্বামীর মৃত্যুর জন্য। সিবিআই সূত্রে খবর, ২ মার্চ বালিপুর গ্রামে গ্রামপ্রধান নানহে যাদব, তাঁর ভাই ও ডিএসপি জিয়া-উল-হককে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় রাজা ভাইয়ার ঘনিষ্ঠ কিছু লোককে। |
বনধ মোকাবিলায় তৎপর প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
সংবাদমাধ্যমের কাছে শনিবারই বনধের বার্তা পাঠিয়েছিল মাওবাদী নেতা গোপালজি। সেখানে বলা হয়, ঝাড়খণ্ড এবং বিহারে আগামী ৬ এপ্রিল থেকে ৪৮ ঘণ্টার জন্য বনধ ডেকেছে মাওবাদীরা। কিন্তু সেই বনধ যাতে স্বাভাবিক জনজীবনে প্রভাব না ফেলতে পারে, সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিল পুলিশ প্রশাসন। চাতরার ডেপুটি কমিশনার মনোজ কুমার বলেন, “স্বাভাবিক জনজীবন বজায় রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। |
বিহার কংগ্রেসের নতুন সভাপতি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিহার প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হলেন রাহুল গাঁধীর ঘনিষ্ঠ দলিত নেতা অশোক চৌধুরি। আড়াই বছর আগে ভোটে হেরে এই পদ ছেড়েছিলেন মেহবুব আলি কাইজার। এআইসিসি-র সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী রবিবার এই কথা জানান। |
তরুণীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মেঘালয়ের রি-ভয় জেলার ১২ মাইল এলাকায় পুলিশ এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে। জাতীয় সড়ক থেকে ৫০০ মিটার দূরে ঝোপের মধ্যে দেহটি পড়েছিল। তদন্তে জানা গিয়েছে যৌন নির্যাতন চালিয়ে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। |
রক্ষা ইঞ্জিনিয়ারের |
অর্থবর্ষের শেষ হওয়ার আগে, ভুয়ো বিল পাশ না করায় ইঞ্জিনিয়ারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করল ঠিকাদার। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের জিরোতে। পুলিশ জানায়, তালি ডিভিশনে পূর্ত দফতরে এগজিকিউটিভ ইঞ্জিনিয়র নিচ তাদেরের দফতরে গত কাল হাজির হয় কয়েকজন দুষ্কৃতী। ভুয়ো বিলে সই করতে চাপ দেয় তারা। রাজি না হওয়ায় তাদেরের শরীরে পেট্রোল ঢেলে দেওয়া হয়। কিন্তু, আগুল লাগাবার আগেই দফতরের অন্য কর্মীরা এসে পড়ায় দুষ্কৃতীরা পালায়। পুলিশ দুষ্কৃতীদের ব্যবহার করা গাড়ি ও চালককে গ্রেফতার করেছে। ‘নিচ ওয়েলফেয়ার সোসাইটি’র তরফে ঘটনার নিন্দা করে জানানো হয়, পিপ সোরাং-এর ঠিকাদার কোগাম বাগাং-এর নির্দেশেই এই খুনের চেষ্টা। পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। এ দিকে যৌথবাহিনীর আক্রমণে গোয়লপাড়া জেলার কাসিখাগরা এলাকায় এক গারো জঙ্গির মৃত্যু হল। আজ ভোরে ঘটনাটি ঘটেছে অসম-মেঘালয় সীমানায়। |
|