সঞ্জয়কে ক্ষমাভিক্ষা
স্বরাষ্ট্র দফতরের মতামত চাইলেন রাজ্যপাল
ঞ্জয় দত্তের সাজা মকুবের ব্যাপারে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের মতামত জানতে চেয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল কে শঙ্করনারায়ণন। সম্প্রতি রাজ্যপালের সঙ্গে দেখা করে সঞ্জয়কে ক্ষমা করার আবেদন জানান জয়া প্রদা এবং অমর সিংহ। রাজ্যপাল তাঁদের এই আবেদনটি স্বরাষ্ট্র দফতরের কাছে পাঠিয়ে দিয়েছেন। রাজভবনের মুখপাত্র এই কথা জানিয়েছেন।
১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণ কাণ্ডে অস্ত্র আইনে দোষী সাব্যস্ত সঞ্জয়কে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। সঞ্জয়কে ক্ষমা করার জন্য প্রথম রাজ্যপাল শঙ্করনারায়ণনের কাছে আবেদন জানান প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু। তাঁর মতে, সংবিধানের ১৬১ ধারা অনুযায়ী সঞ্জয়কে ক্ষমা করার বিশেষ ক্ষমতা রয়েছে রাজ্যপালের। বৃহস্পতিবার তিনি সঞ্জয়কে ক্ষমার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছেও। রাজ্যপালের কাছে সঞ্জয়কে ক্ষমার আবেদন জানানোর পরে অমর সিংহ বলেন, “দায়রা আদালত এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে সঞ্জয় সন্ত্রাসবাদী নন। তা ছাড়া সঞ্জয় এখন বদলেও গিয়েছেন। তিনি এখন মোহনদাস কর্মচন্দ গাঁধীর কথা বলছেন।”
উল্টো দিকে শিবসেনার দাবি, সঞ্জয়কে তাঁর প্রাপ্য শাস্তি ভোগ করতেই হবে। পরিস্থিতি আরও জটিল করেছে আরএসএস। আরএসএসের মুখপাত্র জানান মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর, শ্রীকান্ত পুরোহিত ও স্বামী অসীমানন্দের অপরাধ এখনও আদালতে প্রমাণ হয়নি। তবু তাঁরা জেলে। তা হলে সঞ্জয় দত্তের ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন! মুখপাত্রের দাবি, বরং সঞ্জয়ের ক্ষমাভিক্ষার দাবির মাধ্যমে আদালতের রায়কে অবমাননা করা হচ্ছে।
তবে সঞ্জয়কে ক্ষমা করার আবেদন চলছেই। রবিবার ইলাহাবাদ হাইকোর্টের দুই আইনজীবী রাষ্ট্রপতির কাছে সঞ্জয়কে ক্ষমা করার আবেদন জানিয়ে মেল করেছেন। সঞ্জয়কে ক্ষমা প্রদর্শনের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.