|
|
|
|
জারি কার্ফু |
অসমের রেশম নগরীতে সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ভিন রাজ্য থেকে সিল্ক সুতো ও বস্ত্র আমদানি ও বিক্রির বিরুদ্ধে গত কাল থেকে অসমের রেশম-নগরী, শুয়ালকুচিতে রেশম শিল্পীদের যে বিক্ষোভ শুরু হয়েছে, আজ বিকেল অবধি তাতে রাশ টানা গেল না। পুলিশ ও প্রতিবাদকারীদের সংঘর্ষে দুই পক্ষে ১০ জন জখম হয়েছেন। নামানো হয়েছে সেনা। অনির্দিষ্টকালের জন্য কার্ফুও জারি করেছে জেলা প্রশাসন।
গত কাল সন্ধ্যায় বিক্ষোভকারীদের ঠেকাতে শূন্যে গুলি চালায় পুলিশ। যার প্রতিবাদে, আজ ১২ ঘণ্টার বন্ধ ডাকা হয় সেখানে। বন্ধের মধ্যেই স্থানীয় পাইকারি শাড়ি ব্যবসায়ীদের গুদাম ভেঙে আমদানি করা মূল্যবান রেশম বস্ত্র টেনে বের করে এনে বিক্ষোভকারীরা আগুন লাগাতে থাকে। তাদের দাবি, পাইকারি ব্যবসায়ীরা রাজ্যের স্বতন্ত্র নকশা নকল করে বাইরে থেকে কম দামে সিল্কের শাড়ি তৈরি করিয়ে নিয়ে আসছে। তা কম দামে ‘অসমীয় মুগা’ হিসাবে বাজার ছেয়ে ফেলছে। ফলে প্রকৃত ভূমিপুত্র, রেশম শিল্পীরা মার খাচ্ছে।
তাদের অভিযোগ, স্থানীয় স্টেট ব্যাঙ্ক থেকে শাড়ি ব্যবসায়ীদের ঋণ দেওয়া হলেও শিল্পীদের ঋণের আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীরা আজ স্থানীয় স্টেট ব্যাঙ্কেও তালা লাগিয়ে দেন। শেষে ম্যানেজারকে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। পরে পুলিশ এলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। ৩ পুলিশকর্মী জখম হন। এর পর পুলিশ পাল্টা রাবার বুলেট ছোড়ে। শূন্যে গুলি চালানো হয়। ৫ জন প্রতিবাদকারীও জখম হন। সব মিলিয়ে দু’দিনে জখমের সংখ্যা ১০। এদের মধ্যে তিন জন গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি। |
|
|
|
|
|