সাত দিন যেমন

অসীম দাস

শনিবারের রাশি: তুলা।
নক্ষত্র: বিশাখা।
শুভ রং: হলুদ, সোনালি ও ঘন নীল।
এড়িয়ে চলুন: লাল, মেরুন ও বাদামি।
শুভ সংখ্যা: ৩, ৬ ও ৯।
এড়িয়ে চলুন:৪ ও ৮।
এড়িয়ে চলুন এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে শনি ও বুধের সঙ্গে একত্রে থাকায় এবং রাশির অষ্টমে বৃহস্পতির অবস্থান করার জন্য কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বাড়লেও ভিন্নধর্মী কোনও সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসায়ীদের বিনিয়োগ করার জন্য দিনটি ভাল নয়। সন্তানের নতুন কোনও প্রতিভা নজরে আসতে পারে। কোনও ভুল সম্পর্কে জড়িয়ে মানসিক অবসাদ বাড়তে পারে। লিভার ও ব্লাড সুগার নিয়ে সমস্যা হতে পারে।
রবিবারের রাশি: বৃশ্চিক।
নক্ষত্র: অনুরাধা।
শুভ রং: কালো, লাল ও গেরুয়া।
এড়িয়ে চলুন: সবুজ, বেগুনি ও নীল।
শুভ সংখ্যা:১, ৪ ও ৮।
এড়িয়ে চলুন:৩ ও ৫।
এড়িয়ে চলুন ৩ ও । এ দিন চন্দ্র শনির নক্ষত্রে থাকায় এবং রাশির দ্বাদশে রাহু ও শনির একযোগে থাকার জন্য চাকরিজীবীদের জন্য স্থান পরিবর্তন ও পদোন্নতির সম্ভাবনা। রাসায়নিক ব্যবসায়ীদের জন্য কোনও অশুভ বার্তা আসতে পারে। সন্তানের উচ্চশিক্ষার পরিকল্পনা করতে পারেন। বাবার শরীর নিয়ে উদ্বেগ হতে পারে। প্রেমের ক্ষেত্রে মেজাজ হারিয়ে সমস্যার আশঙ্কা থাকবে। পুরনো কোনও বিষয়কে নিয়ে দাম্পত্য অশান্তি চরমে যেতে পারে। কিডনির সমস্যা ভোগাতে পারে।
সোমবারের রাশি: বৃশ্চিক।
নক্ষত্র: জ্যেষ্ঠা।
শুভ রং: লাল, মেরুন, গোলাপি ও সাদা।
এড়িয়ে চলুন: হলুদ, কালো ও ফিরোজা।
শুভ সংখ্যা: ২, ৪ ও ৮।
এড়িয়ে চলুন: ৫ ও ৬।
এড়িয়ে চলুন এ দিন চন্দ্র মঙ্গলের ক্ষেত্রে বুধের নক্ষত্রে থাকায় এবং রাশির চতুর্থে শনির ক্ষেত্রে বুধের অবস্থানের জন্য কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন আধিকারিকের সুনজরে আসতে পারেন। হোটেল ব্যবসায়ী ও পোশাক প্রস্তুতকারকদের জন্য উপার্জনবৃদ্ধির সম্ভাবনা বাড়তে পারে। সন্তানের বিবাহের কথা ভাবতে পারেন। প্রেমের ক্ষেত্রে বাক্সংযম প্রয়োজন। দাম্পত্যে রোমান্টিকতা বাড়তে পারে। কোনও বিলাসসামগ্রী কিনতে পারেন। দাঁত, কান ও নার্ভের সমস্যায় সাবধান হোন।
মঙ্গলবারের রাশি: ধনু।
নক্ষত্র: মূলা।
শুভ রং: সাদা, লাল, হলুদ ও গেরুয়া।
এড়িয়ে চলুন: ঘন নীল, আকাশি ও বেগুনি।
শুভ সংখ্যা: ৩, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ৫ ও ৮।
এড়িয়ে চলুন এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং রাশির ষষ্ঠে বৃহস্পতির অবস্থানের জন্য ভ্রাতৃস্থানীয় কারও দ্বারা কর্মক্ষেত্রে উপকৃত হতে পারেন। আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারক বা খনিজ ব্যবসায়ীদের জন্য উপার্জন বাড়ার সম্ভাবনা থাকবে। মায়ের শরীর নিয়ে উদ্বেগ বাড়তে পারে। প্রতিবেশীকে কেন্দ্র করে বাড়িতে অশান্তি হতে পারে। নতুন করে কারও সঙ্গে প্রেমে জড়াতে পারেন। দাম্পত্যে কোনও সম্পত্তি কেনার পরিকল্পনা সার্থক হতে পারে। ভুল ওষুধ খেয়ে বিপত্তি হতে পারে।
বুধবারের রাশি: ধনু।
নক্ষত্র: পূর্বাষাঢ়া।
শুভ রং: হলুদ, সোনালি ও সবুজ।
এড়িয়ে চলুন: কালো, স্টিল গ্রে ও ধূসর।
শুভ সংখ্যা: ৪, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ৮।

এড়িয়ে চলুন এ দিন চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকায় এবং রাশির চতুর্থে শুক্রের, রবি ও মঙ্গলের সঙ্গে সহাবস্থান করায় শিল্পজগতের সঙ্গে জড়িতরা কোনও সুখবর পেতে পারেন। বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। সন্তানের বন্ধু নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। মায়ের চিকিৎসা-বিভ্রাটের আশঙ্কা থাকবে। বেশি বয়সের ব্যবধানের কারও সঙ্গে মানসিক ভাবে জড়িয়ে পড়তে পারেন। ভাইয়ের প্ররোচনায় দাম্পত্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। টনসিল ও শিরদাঁড়ার সমস্যা ভোগাতে পারে।
বৃহস্পতিবারের রাশি: মকর।
নক্ষত্র: উত্তরাষাঢ়া।
শুভ রং: কালো, বাদামি ও হলুদ।
এড়িয়ে চলুন: সবুজ, ঘন লাল ও আকাশি।
শুভ সংখ্যা:১, ৫ ও ৮।
এড়িয়ে চলুন: ৩।
এড়িয়ে চলুন এ দিন চন্দ্র রবির নক্ষত্রে থাকায় এবং রাশির তৃতীয়ে রবির, মঙ্গল ও শুক্রের সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে অসহযোগিতা পেলেও দিনের শেষে উন্নতিরই সম্ভাবনা থাকবে। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা আর্থিকভবে লাভবান হতে পারেন। সন্তানের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। বোনের সঙ্গে মায়ের মতপার্থক্য বাড়িতে অশান্তি বাড়াতে পারে। প্রেমের ক্ষেত্রে দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে লাভবান হতে পারেন। দাম্পত্যে সহমত হতে পারেন। মাইগ্রেনের ব্যথা কষ্ট দিতে পারে।
শুক্রবারের রাশি: মকর।
নক্ষত্র: শ্রবণা।
শুভ রং: সবুজ, সোনালি, আকাশি ও ঘন নীল।
এড়িয়ে চলুন: লাল, গেরুয়া ও মেরুন।
শুভ সংখ্যা: ৩, ৬ ও ৯।
এড়িয়ে চলুন:২ ও ৪।
এড়িয়ে চলুন এ দিন চন্দ্র নিজের নক্ষত্রে শনির ক্ষেত্রে থাকায় এবং রাশির দশমে শনি ও রাহুর সহাবস্থানের জন্য শিল্প ও অভিনয় জগতের ব্যক্তিত্বদের জন্য দিনটি উল্লেখযোগ্য হতে পারে। পরিবহণ ও চর্ম ব্যবসায়ীদের জন্য মানসিক ঘাত-প্রতিঘাত থাকলেও শুভ পরিবর্তনের সম্ভাবনাই থাকবে। মননশীল ক্রিয়াকলাপ ও বিচক্ষণ আচরণে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে পারেন। দাম্পত্যে অস্থিরতা বাড়তে পারে। স্নায়ু ও মানসিক অবসাদ ভোগাতে পারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.