গ্রামবাসীদের হিংসার বলি চিতাবাঘ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
স্কুলের কাছে চলে এসেছিল চিতাবাঘটি। তার সামনে পড়ে জখম হয় এক কিশোর। এর পরেই গ্রামবাসীদের মিলিত আক্রমণে ছিন্নভিন্ন হয়ে গেল চিতাবাঘের দেহ। এই নিয়ে গত তিন মাসে রাজ্যে ন’টি চিতাবাঘ মানুষের ‘হিংসার বলি’ হল। অসমের তিনসুকিয়া জেলার ডিগবয়ের এসিএফ এস কে ঠাকুরিয়া আজকের ঘটনাটি সম্পর্কে জানান, উজানি ডিহিং সংরক্ষিত অরণ্য থেকে কোনও ভাবে চিতাবাঘটি ডিগবয় শহরে ঢুকে পড়ে। পথ হারিয়ে জনতা স্কুলের কাছে ঘুরছিল সে। এমন সময় স্থানীয় এক কিশোর চিতাবাঘটির মুখোমুখি পড়ে যায়। ত্রস্ত চিতাবাঘটি কিশোরকে থাবার আঘাতে জখম করে পালায়। ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা দা, কুড়ুল, রড, বাঁশ নিয়ে চিতাবাঘটিকে তাড়া করে পাশের ধান খেতে নিয়ে যায়। সেখানেই পিটিয়ে-কুপিয়ে হত্যা করা হয় তাকে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে যান। ততক্ষণে চিতাবাঘটির মৃত্যু হয়েছে। জখম কিশোর ডিগবয় হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে, শোণিতপুর জেলার বনবিভাগ গত ২৪ ঘণ্টায় মোট আট গন্ডার শিকারিকে গ্রেফতার করেছে। বিহালি ও হেলেম এলাকা থেকে শিকারিদের ধরা হয়।
|
গ্যাসের গন্ধ, আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গ্যাসের গন্ধে বৃহস্পতিবার রাত থেকে আতঙ্ক ছড়াল সালকিয়ার বেনারস রোডে। প্রায় কুড়ি ঘণ্টা পরে জানা গেল, কোনও গ্যাস লিক করেনি। নর্দমায় জমে থাকা বর্জ্যের সঙ্গে কোনও রাসায়নিক মিশে ওই গন্ধ ছড়াচ্ছিল। পুলিশ ও দমকল সূত্রে খবর, বেনারস রোডের কামিনী স্কুল লেন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গ্যাসের গন্ধ পান বাসিন্দারা। কিন্তু কোথা থেকে গন্ধ ছড়াচ্ছে, কেউই বুঝতে পারেননি। বাসিন্দারা অনেকেই ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। পরে দমকল জানায়, নর্দমা থেকেই গ্যাসটি বেরোচ্ছে। জল দিয়ে নর্দমা সাফ করে দেন দমকলকর্মীরা। |