টুকরো খবর
ধর্ষিত নাবালিকা, ধৃত তিন যুবক
মামার বাড়িতে বেড়াতে আসা এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল চণ্ডীতলা থানার পুলিশ। ধৃতদের মধ্যে এক জন এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ জানায়, ধৃত রিম্বক চৌধুরী ওরফে সৌম্যর বাড়ি চণ্ডীতলার বরিজহাটির কুটিরপাড়ায়। দেবজিত্‌ ঘোষ জনাইয়ের ঘোষপাড়ার বাসিন্দা। ধৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি বেলেডাঙায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পনেরোর ওই কিশোরীর বাড়ি হাওড়ার সাঁকরাইলে। দিন কয়েক আগে চণ্ডীতলার বরিজহাটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। অভিযোগ, মঙ্গলবার বিকেলে ওই এলাকা থেকে মুখ চাপা দিয়ে তাকে গাড়িতে তুলে নেয় তিন যুবক। তারপর হাওড়া ও হুগলির সীমানায় কোনও একটি পুরনো মন্দিরে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালায়। অচৈতন্য মেয়েটি কিছুক্ষণ বাদে নিজেই মামাবাড়িতে ফিরে আসে। বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ হয়। গ্রেফতার হয় তিন জন। মেয়েটিকে অপহরণের সময় কেন রাস্তার কেউ বাধা দিল না, কী ভাবে মেয়েটি একা বাড়ি ফিরে এল সে সমস্ত বিষয়ই তদন্ত করে দেখছে পুলিশ।

বসন্তোত্‌সব শ্রীরামপুরে
বুধবার, দোলের দিন বসন্তোত্‌সব পালিত হল নানা জায়গায়। মূলত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা ভেবে প্রত্যেক বছর বসন্তোত্‌সব পালন করে শ্রীরামপুরের রমেশচন্দ্র দেব স্মৃতি রক্ষা সমিতি। এ বারেও তার ব্যতিক্রম হয়নি। শ্রীরামপুর রাজবাড়ি মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে যেন উঠে এসেছিল এক টুকরো শান্তিনিকেতন। কচিকাঁচাদের নিয়ে বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মূল অনুষ্ঠানে নাচ, গান, নৃত্যালেখ্য পরিবেশন করে বিভিন্ন সংগঠন। পরিবেশিত হয় বাউল গান। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বয়সের কয়েকশো মানুষ আবির খেলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী-সহ অন্য পুলিশকর্তারা। থ্যালাসেমিয়া প্রতিরোধ করার লক্ষে একটি বই, ক্যালেন্ডার প্রকাশ হয়। শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে অনুষ্ঠান হয়। সকালে ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ গানের মধ্য দিয়ে শোভাযাত্রা বের হয়। ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রম করে শহরের বটতলায় জিটি রোডের ধারে শোভাযাত্রা শেষ হয়। সেখানে নাচ-গান পরিবেশিত হয়। সন্ধ্যায় বল্লভপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান হয়। সেখানে নাচ, গান পরিবেশন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যুবকিশোর সঙ্ঘ ও শুকতারা সব পেয়েছির আসরের পক্ষ থেকে প্রভাতফেরি বের হয়েছিল। বিভিন্ন বয়সের মানুষ সামিল হন।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের দিয়ারায় বৈদ্যবাটি তারকেশ্বর রোডে। পুলিশ জানায়, মৃতের নাম প্রীতম বেরা (৩০)। বাড়ি সিঙ্গুরের বিদ্যুত্‌পল্লিতে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

পুকুরে ডুবে মৃত্যু
হোলি উত্‌সবে রং খেলার পরে পুকুরে নেমে স্নান সারতে গিয়ে ডুবে মৃত্যু হল এক তরুণের। বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাটের বেলি গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম চরণসিংহ রায় (১৮)। বন্ধুদের সঙ্গে গ্রামেরই পুকুরে স্নান করতে গিয়েছিলেন তিনি। পরে দেহ মেলে।

শ্লীলতাহানির চেষ্টা
বধূর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে ধরল পুলিশ। বুধবার মন্দিরবাজারের উল্লোন থেকে শাজাহান শেখ নামে ওই যুবক ধরা পড়েন। বাড়ি বর্ধমানের কেতুগ্রামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.