|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
উন্মীলিত হয় নারীর জীবনের বাস্তবতা |
মৃণাল ঘোষ |
স্বশিক্ষিত শিল্পী পরমেশ পাল বেশ কিছু দিন থেকে মুম্বইতে নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর একক। স্বাভাবিকতার আঙ্গিকে একটু প্রতিচ্ছায়াবাদী বিমূর্তায়নে আঁকেন। ধর্মীয় আধ্যাত্মিকতা তাঁর ছবির প্রধান উপজীব্য। |
|
এ বারের প্রদর্শনীতেও বেনারস নিয়ে কয়েকটি ছবি আছে। নিসর্গ ও আধ্যাত্মিকতার মধ্যে নারীর জীবনের বাস্তবতাকেও উন্মীলিত করেছেন কয়েকটি ছবিতে। নিজের বিশ্বাস ও জীবনবোধের সঙ্গে ছবির আঙ্গিক ও উপস্থাপন পদ্ধতিকে মেলাতে পেরেছেন বলেই ছবিতে নিজস্ব এক প্রকাশভঙ্গি গড়ে উঠেছে।
|
প্রদর্শনী
চলছে
সিমা: সুমিত্র বসাক ২০ এপ্রিল পর্যন্ত।
যামিনী রায় গ্যালারি: ধীরাজ চৌধুরী, আদিত্য বসাক, শেখর রায়, চন্দ্র ভট্টাচার্য প্রমুখ ১২ পর্যন্ত।
আকৃতি: সমীর মণ্ডল ১৩ পর্যন্ত।
উত্তম, প্রতাপ প্রমুখ ৩ এপ্রিল পর্যন্ত।
আকার প্রকার: গণেশ হালুই ৫ এপ্রিল পর্যন্ত। শুরু হবে
অ্যাকাডেমি: সুব্রত চৌধুরী, শেখর কর ১২ এপ্রিল পর্যন্ত। |
|