এলাকার রাস্তা কেটে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করলেন রামপুরহাট থানা এলাকার ৪-৫টি গ্রামের বাসিন্দাদের একাংশ। পরে পুলিশ গিয়ে আলোচনার আশ্বাস দিলে বাসিন্দারা অবরোধ তুলে নেন। শুক্রবার সকালে ঘণ্টাখানেক অবরোধ হয়েছে রামপুরহাট থেকে সাঁইথিয়া যাওয়ার রাস্তায়, রামপুরহাটের কৌড় গ্রামের কাছে। এ দিন এই অবরোধে সামিল হয়েছিলেন কৌড়, বেলা, উদয়পুর, দেখুড়িয়া, কামাখ্যা গ্রামের বাসিন্দারা। অবরোধকারী বসন্ত মুখোপাধ্যায়, সুনীল লেট, প্রবীর দাসরা বলেন, “নানা রকম ব্যবসার কাজে তারাপীঠে ওই সব গ্রামের বাসিন্দাদের যাতায়াত করতে হয়। উদয়পুর থেকে তারাপীঠে ঢোকার আগে পর্যন্ত একটি মেঠো পথ রয়েছে।” তাঁদের দাবি, “পনেরো বছর আগে এলাকার বাসিন্দারা স্বেচ্ছায় জমি দান করে ওই মেঠো রাস্তায় মাটি ও মোরাম ফেলে রাস্তা তৈরির জন্য উদ্যোগী হয়েছিলেন। ন’বছর আগে সেই রাস্তা তৈরি হয়। সম্প্রতি কিছু জমির কারবারি প্রোমোটারদের জমি বিক্রি করে দেওয়ার জন্য রাস্তার একশো মিটার অংশ যন্ত্র দিয়ে কাটতে শুরু করে দিয়েছে।” এরই প্রতিবাদে তাঁরা এ দিন পথ অবরোধ করেন। যদিও নুর মহম্মদ নামে এক জমির মালিক দাবি করেন, “আমি জমি কিনেছি। তাই জমির মাঝখান দিয়ে রাস্তা তৈরিতে আমাদের আপত্তি আছে। জমির ধার থেকে রাস্তা তৈরির জন্য জায়গা দেওয়া যেতে পারে।” পুলিশ জানায়, উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
|
এক তৃণমূলকর্মীকে খুন করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শুক্রবার ইলামবাজারের আছাইপাড়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম বাবুলাল হাঁসদা (৫০)। তাঁর বাড়ি ওই গ্রামেই। এ দিন সকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ গ্রামের কাছে এক সেতুর ধারে বাবুরামবাবুর নিথর দেহ দেখতে পান। পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবুলালবাবু বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। বিকালেই নিহতের ভাই স্থানীয় চার সিপিএম কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। সিপিএমের অবশ্য দাবি, ওই ঘটনায় দলের কেউ জড়িত নন।
|
ইট বোঝাই ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু হল এক তরুণের। মৃত কাদের শেখের (১৮) বাড়ি নলহাটি থানার মতেপুর গ্রামে। এই দুর্ঘটনায় ওই গ্রামেরই দুই যুবক জখম হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে রামপুরহাটের সাধীনপুর রেলগেট লাগোয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইট বোঝাই ট্রাক্টরটি রামপুরহাটের সুন্দিপুর থেকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়।
|
খেলার সময়ে রামপুরহাট পুরসভার জলট্যাঙ্কি লাগোয়া শৌচাগারের দেওয়াল থেকে পড়ে মৃত্যু হল মুর্ধা মুর্মু (৮) নামে এক বালকের। বৃহস্পতিবারের ঘটনা। |