সিপিএমের পতাকা নর্দমায়
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
সিপিএমের দলীয় পতাকা বাঁশ-সহ কেটে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রানিগঞ্জের রানিসায়রের ঘটনা। সিপিএমের রানিগঞ্জ জোনাল কমিটির সম্পাদক রুনু দত্ত জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তাঁরা খবর পান যে বৃহস্পতিবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ের সামনে শহীদ বেদিতে বাঁশের খুঁটিতে যে পতাকাটি বাঁধা ছিল পতাকা-সহ সেটির অর্ধেক কেটে সামনের নর্দমায় ফেলে দিয়েছে। রানিগঞ্জ থানায় দলের পক্ষে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তবে তৃণমূলের রানিগঞ্জ ব্লক সভাপতি সেনাপতি মণ্ডল বলেন, “আমাদের দলের কেউ এমন ঘটনা ঘটাবে না। সিপিএম মানুষকে বিভ্রান্ত করতে এমন অভিযোগ আনছে।”
|
ওভারটাইমের টাকা চেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ওভারটাইমের টাকা, পদোন্নতি-সহ নানা দাবিতে বাঁকোলার কুমারডিহি কোলিয়ারিতে পাঁচদিন ধরে ইনমোসার নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকেরা। ২৫ মার্চ থেকে প্রতিদিন সকালে তাঁরা দু’ঘণ্টা করে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ চলবে ৩১ মার্চ পর্যন্ত। বিক্ষোভকারীদের দাবি, ওভারটাইমের টাকা মিলছে না। পদোন্নতিও দীর্ঘদিন বন্ধ। এছাড়া মাইনিং সর্দার, ওভারম্যানদের বিশেষ পদ দেওয়ার সুপারিশ করেছিল একটি কমিশন। দীর্ঘদিন কেটে গেলেও সেটি কার্যকর হয়নি। তাঁরা জানান, প্রথম পর্যায়ে সাতদিন তাঁরা এভাবে বিক্ষোভ দেখাবেন। দাবি পূরণ না হলে উৎপাদন বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে নামবেন। খনি কর্তৃপক্ষ জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
|
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল পাণ্ডবেশ্বরের নীচুপাড়ায়। মৃতের নাম ঈশ্বর সোরেন (৩২)। বাড়ি ছত্রিশগন্ডায়। পুলিশ জানায়, শুক্রবার সকালে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ মেলে। |