বদলার ম্যাচে আজ মর্গ্যান তীব্র চাপে |
আবার মর্গ্যান বনাম সাতোরি!
ফের কার্লোস বনাম পেন।
তবে বরিসিচ বনাম র্যান্টি নয়, এ বার নতুন যুদ্ধ চিডি বনাম র্যান্টি মার্টিন্সের।
মাত্র ন’দিনের মাথায় ইস্টবেঙ্গলের সামনে বদলার ম্যাচ। আই লিগ চ্যাম্পিয়নশিপ দৌড়ে নিজেদের জায়গা মজবুত করার যুদ্ধ!
অন্য দিকে, শিল্ড চ্যাম্পিয়ন প্রয়াগের কাছে শুক্রবার কল্যাণী স্টেডিয়ামের ম্যাচ, লিগ টেবিলে এগিয়ে যাওয়ার। লাল-হলুদ জার্সিকে হারানোর ধারাবাহিকতা রক্ষার লড়াই।
শিল্ড ফাইনালে হারের জ্বালাটা এখনও টাটকা মেহতাব-উগাদের। আই লিগের প্রথম পর্বের হারটাও ভুলতে পারেনি ইস্টবেঙ্গল। এ বার তাই র্যান্টির প্রয়াগকে হারাতে তেতে রয়েছে মর্গ্যান ব্রিগেড। |
মর্গ্যান ব্রিগেড মরিয়া হলেও, তাকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ প্রয়াগের ডাচ কোচ। “চাপে তো থাকবে চিডিরা। কারণ, ওদের জিততেই হবে। আমরা অনেক খোলা মনে খেলব। এটাই আমাদের প্লাস পয়েন্ট।” এলকোর পাল্টা বলার আগে অবশ্য মর্গ্যান চিন্তিত। অনুশীলনের পর ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ বলেন, “প্রয়াগকে হারাতে না পারলে সমস্যা তো হবেই। চ্যাম্পিয়নশিপের দৌড়ে পিছিয়ে পড়ব।”
ধুন্ধুমার ম্যাচের আগের অনুশীলনে মর্গ্যানকে দেখে মনে হচ্ছিল স্ট্র্যাটেজি তৈরি করতে হিমশিম খাচ্ছেন। এলকো যখন কল্যাণীতে হালকা মেজাজে শুধুমাত্র ‘অঙ্ক রিভিশন’ দিয়ে নিচ্ছেন, তখন পকেট থেকে কাগজ বের করে নানা অঙ্ক কষে চলেছিলেন সাহেব কোচ। কোন অঙ্কে র্যান্টিদের আটকানো যায়, কী ভাবে ডাচ ঘরানার পাসিং ফুটবলকে এলোমেলো করে দেওয়া যায়!
প্রয়াগ ভাসাতে মর্গ্যান যে ভাবনা নিয়ে এগোচ্ছেন তাতে চিডির সঙ্গে মননদীপকে খেলানোর সম্ভাবনা বেশি। র্যান্টিকে আটকানোর ভার থাকছে ওপারার উপর। কার্লোসের টার্নিং আটকাতে থাকবেন গুরবিন্দর। সৌমিক-নওবার উপর থাকছে দুই উইং দিয়ে উঠে আক্রমণকে আরও সচল রাখার দায়িত্ব। পেন, মেহতাবকে কোচ ব্যবহার করতে চান প্রয়াগ মাঝমাঠের ডায়মন্ড সিস্টেমকে গুঁড়িয়ে দেওয়ার জন্য। শিল্ড ফাইনালে উইং দিয়ে বারবার আক্রমণে উঠেছিল প্রয়াগ। সেটা আটকাতে লালরিন্দিকা আর ইসফাকের গতির উপর এ বার ভরসা করছেন মর্গ্যান। |
কার্ড সমস্যার কথা ভেবে প্রথমে দলে রাখা হয়নি খাবরাকে। অনুশীলনের পর জানা যায়, খাবরার তিনটি কার্ড রয়েছে। প্রয়াগের বিরুদ্ধে খাবরা প্রথম এগারোয় থাকলে রিজার্ভ বেঞ্চে জায়গা হবে লালরিন্দিকা বা নওবার। চিডি হিসাব দিচ্ছিলেন, ড্র করলেও চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাচ্ছে না ইস্টবেঙ্গল। তাই সতীর্থদের কাছে চিডির বার্তা, “বাড়তি চাপ না নিয়ে খোলা মনে খেলতে পারলেই জয় আসবে। প্রয়াগকে হারাতে হবে এটা যেমন ঠিক। তেমনই এক পয়েন্ট পেলেও ঘাবড়ানোর কিছু নেই।”
র্যান্টিকে আটকানোর দায়িত্ব যাঁর সেই ওপারা বুধবারই বাবা হয়েছেন। প্রতিজ্ঞা করে ফেলেছেন, প্রয়াগকে হারিয়ে জয়টা উৎসর্গ করবেন সদ্যোজাত ছেলেকে। ক্লাব ছাড়ার বলে গেলেন, “প্রয়াগকে হারিয়ে আমি ছেলেকে জয় উপহার দিতে চাই।” কিন্তু উগার শপথ কি রক্ষা হবে? র্যান্টি যে আবার বলে দিয়েছেন, “আমরা যে রকম ফর্মে আছি তাতে জয় না পাওয়ার কোনও কারণ নেই।”
|
শুক্রবারে আই লিগ ফুটবল:
ইস্টবেঙ্গল: প্রয়াগ ইউনাইটেড (কল্যাণী ২-০০)
মুম্বই এফসি: পৈলান অ্যারোজ (পুণে)।
|