টুকরো খবর
হেরে সমস্যায় পড়ল বাংলা
পঞ্জাবের কাছে ২৫ রানে হার বাংলার ফাইনালে ওঠার রাস্তাকে কঠিন করে তুলল। যা পরিস্থিতি, শুক্রবার মুস্তাক আলি ট্রফির সুপার সিক্সের শেষ ম্যাচে কর্নাটকের বিরুদ্ধে বাংলাকে জিততেই হবে। না পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে। মঙ্গলবার বরোদা ও বুধবার উত্তরপ্রদেশকে হারানোর পর পঞ্জাবের ১৬৮ তাড়া করে ১৪৩ রানে শেষ হয়ে যায় বাংলা। এই ম্যাচ অন্য উইকেটে খেলতে হয় বাংলাকে। আগের দুই ম্যাচের উইকেট ব্যাটিংয়ের পক্ষে অনেক সহজ ছিল বলে দাবি বাংলা শিবিরের। সবচেয়ে বেশি রান শ্রীবৎস গোস্বামীর, ২৭ বলে ৩৩। ঋদ্ধিমান ১৯ বলে ২২ ও লক্ষ্মী ১৯ বলে ২০ করেন। তাও সাতের বেশি গড়ে রান তুলেছিল বাংলা। শেষ দিকে সঞ্জীব সান্যাল ৯ বলে ১৮ রান করলেও শেষ রক্ষা হয়নি। এই রানে পৌঁছতেই ৮ উইকেট পড়ে যায় বাংলার। পঞ্জাবের মতোই বাংলারও তিন ম্যাচে আট পয়েন্ট। কর্নাটক ও উত্তর প্রদেশের দুই ম্যাচে চার পয়েন্ট করে। এই চার দলই একটি করে ম্যাচ হারায় গ্রপ সেরা হওয়ার লড়াই এখন সমানে সমানে। নেট রান রেটে সবার আগে পঞ্জাব। বাকি তিন দলের মধ্যে সবার শেষে বাংলাই।

সুব্রতর দল আই লিগ টু-র মূলপর্বে
অপরাজিত থেকে আই লিগ টু-র মূলপর্বে উঠল সুব্রত ভট্টাচার্যর সাদার্ন সমিতি। শেষ ম্যাচে জিততেই হবে এই অবস্থায় সুব্রতর দল ২-১ হারাল মুম্বই টাইগার্সকে। গোলদাতা সুরজ মণ্ডল এবং ফ্রান্সিস। বেঙ্গালুরুতে ফোনে ধরা হলে সুব্রত বললেন, “শক্ত গ্রুপ থেকে মূলপর্বে উঠলাম। দলগত সংহতির জয়।” হারলেও এই গ্রুপ থেকে মূলপর্বে গেল মুম্বই টাইগার্স। বেঙ্গালুরুতে মূলপর্বে যে ছ’টি দল খেলবে তাদের মধ্যে তিনটিই কলকাতার। সাদার্ন ছাড়াও রয়েছে মহমেডান এবং ভবানীপুর। লিগ টেবলের দুই শীর্ষ দল খেলবে আগামী মরসুমে আই লিগের চূড়ান্ত পর্বে।

ক্রিকেটার ছাড়তে আপত্তি নেই লঙ্কা-বোর্ডের
শ্রীলঙ্কায় তামিল সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনকে কেন্দ্র করে তামিল-সিংহলি সংঘাতের রাজনীতি থাবা বসিয়েই চলেছে আইপিএলে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার তৈরি তুঙ্গ রাজনৈতিক চাপের সামনে নতিস্বীকার করে ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছে, চেন্নাইয়ে অনুষ্ঠেয় আইপিএলের কোনও ম্যাচে শ্রীলঙ্কার কোনও ক্রিকেটার বা ম্যাচ অফিশিয়াল যুক্ত থাকবেন না। যার জেরে প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুন রণতুঙ্গা শ্রীলঙ্কান ক্রিকেটারদের আইপিএল বয়কট করার ডাক দিয়েছেন। তাঁর সাফ কথা, টাকার থেকে সম্মান বড়। ভারতের এক শহরে যদি শ্রীলঙ্কান ক্রিকেটারদের ঢুকতে দেওয়া না হয়, তা হলে প্রতিবাদে তাঁদের ভারতের অন্য কোনও কেন্দ্রেই খেলা উচিত নয়। তবে শ্রীলঙ্কা বোর্ডের তরফে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়েছে, শ্রীলঙ্কার প্লেয়ারদের আইপিএলে খেলার ব্যাপারে তাদের কোনও আপত্তি নেই। লঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব নিশান্ত রণতুঙ্গা এ দিন বলেছেন, “আমরা আমাদের প্লেয়ারদের আইপিএল বয়কট করতে বলছি না। রাজনৈতিক কারণে আইপিএল বয়কট করা ঠিক নয়। ভারতীয় বোর্ড যদি চায়, তা হলে আমাদের প্লেয়ারদের আইপিএল খেলতে কোনও সমস্যা নেই।” এ দিকে, কর্নাটকে বিধানসভা নির্বাচনের কারণে আইপিএলের ষষ্ঠ সংস্করণের সূচিতে বড়সড় রদবদল করতে বাধ্য হল আইপিএল গভর্নিং কাউন্সিল। নতুন সূচিতে দিনক্ষণ পাল্টে গেল টুর্নামেন্টের মোট দশটি ম্যাচের। যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স বনাম পুণে ওয়ারিয়র্স ম্যাচও রয়েছে। আগে ঠিক ছিল রাঁচিতে ম্যাচটি হবে ১৪ মে রাত আটটা থেকে। নতুন সূচিতে খেলা পড়েছে ১৫ মে, খেলা শুরু বিকাল চারটেয়।

তৈরি হচ্ছেন তেন্ডুলকর
মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের একটা দুর্দান্ত উপহার দেওয়ার জন্য তৈরি হচ্ছেন সচিন তেন্ডুলকর। আর এক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাচ্ছে ষষ্ঠ আইপিএল। তার আগে সচিন মুম্বইয়ে বলেছেন, “সবার লক্ষ্য থাকে ট্রফিটা জেতা। আমাদেরও নিশ্চয়ই সেই লক্ষ্যটা আছে। ট্রফিটা জিততে পারলে মুম্বই সমর্থকদের জন্য দারুণ একটা উপহার হবে।” তবে নিজের জন্য তিনি সামনে কী লক্ষ্য রেখেছেন, তা খোলসা করে বলেননি সচিন। প্রশ্নের উত্তরে শুধু বলেন, “আমি নিজের জন্য কোনও লক্ষ্য স্থির করতে চাই না। আর যদিও বা করি, সেটা কাউকে বলতে চাই না। এ ব্যাপারে আমি একটু কুসংস্কারগ্রস্ত।”

পুণের অধিনায়ক ম্যাথেউজ
চোটের জন্য মাইকেল ক্লার্ক এ বারের আইপিএল থেকে ছিটকে যাওয়ায় প্রত্যাশিত ভাবেই পুণে ওয়ারিয়র্সের অধিনায়ক হলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথেউজ। নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর ম্যাথেউজ বলেছেন, “আইপিএলে দলকে নেতৃত্ব দেওয়া মানে অধিনায়ক হিসাবে আমার অভিজ্ঞতা অনেক বাড়বে।”

জকোভিচের অবাক হার
অপ্রত্যাশিত হারের পর।ছবি: এএফপি
গত তিন বছরের মধ্যে এটিপি সার্কিটের কোনও টুনার্মেন্টে তাঁর সবচেয়ে দ্রুত বিদায়ের স্বাদ পেলেন নোভাক জকোভিচ। ২০১০-এ মায়ামিতে অলিভার রোহকাসের কাছে প্রথম রাউন্ডে হারের পর এ বার মায়ামি মাস্টার্সেই চতুর্থ রাউন্ডে হেরে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। পেশাদার সার্কিটে সবচেয়ে সিনিয়র সিঙ্গলস প্লেয়ার ৩৫ বছর বয়সি টমি হাসের কাছে। ২-৬, ৪-৬। তাৎপর্যের, আগের ম্যাচেই একই স্কোরলাইনে জকোভিচ হারিয়েছিলেন সোমদেব দেববর্মনকে। গত তিন বছরে তাঁর খেলা সমস্ত পেশাদার টুর্নামেন্টে কমপক্ষে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছেন জোকার। ১০০০ পয়েন্টের মায়ামি মাস্টার্সে গত দু’বারের চ্যাম্পিয়ন জকোভিচ এই হারের ফলে ৯১০ পয়েন্ট খোয়ালেন। “আমার জীবনের সবচেয়ে ঠান্ডায় খেললাম। গ্যালারিতে প্রচুর দর্শককে দেখলাম কম্বল মুড়ে বসে ম্যাচ দেখতে!” বলেন জকোভিচ।

বর্ষসেরার দৌড়ে সাইনা
বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার বিচারে মেয়েদের বর্ষসেরা প্লেয়ারের সম্মানের জন্য তালিকায় মনোনীত হলেন সাইনা নেহওয়াল। ভারতের সর্বকালের সেরা মেয়ে ব্যাডমিন্টন প্লেয়ার এই বিশেষ মনোনয়ন পেলেন ২০১২-এ তাঁর দু’টি করে সুপার সিরিজ, গ্রাঁ প্রি খেতাব জেতার পাশাপাশি লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ। বিশ্ব র্যাঙ্কিংয়ে দু’নম্বর সাইনার বর্ষসেরা হওয়ার লড়াই আরও চার জনের সঙ্গে। যাঁদের প্রত্যেকেই চিনা। চার চিনা মেয়ের পাশে বর্ষসেরার মনোনয়ন তালিকায় হায়দরাবাদি তারকার থাকা বাড়তি তাৎপর্যের। আগামী ১৮ মে বর্ষসেরার নাম ঘোষিত হবে।

সানিয়াদের বিদায়
মেয়েদের ডাবলস কোয়ার্টার ফাইনালে সানিয়া মির্জা-বেথানি মাটেক জুড়ির হারে মায়ামি মাস্টার্স থেকে শেষ ভারতীয় প্লেয়ারের চ্যালেঞ্জও ফুরিয়ে গেল। সপ্তম বাছাই সানিয়ারা গত রাতে শীর্ষ বাছাই ইতালীয় জুটি সারা ইরানি-রবার্তা ভিঞ্চির কাছে ১-৬, ৪-৬ হারেন। ফ্লোরিডায় আগেই হেরেছেন সোমদেব, পেজ, ভূপতি, বোপান্না।

মিতালি-ঝুলন বাদ
বাংলাদেশের বিরুদ্ধে আগামী মাসে ঘরের মাঠে একদিনের সিরিজে ভারতীয় মেয়ে ক্রিকেট দল থেকে বাদ পড়লেন অধিনায়ক মিতালি রাজ এবং প্রাক্তন অধিনায়ক বাংলার ঝুলন গোস্বামী। নতুন অধিনায়ক হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়ক ওপেনার পুনম রাউত। বাংলার একমাত্র প্রতিনিধি অর্চনা দাস।

অন্য খেলায়
গড়িয়া বাঘাযতীন অরুণাচল সংঘের ফুটবল কোচিং ক্যাম্প শুরু ১৫ এপ্রিল। অনূর্ধ্ব ১৪ এই শিবিরে কোচিং দেবেন প্রাক্তন জাতীয় কোচ প্রদীপ দত্ত।
আই এফ এ ফুটবল অ্যাকাডেমির ট্রায়াল ২-৮ এপ্রিল হাওড়া স্টেডিয়ামে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.