টুকরো খবর |
আগেও ধরা পড়েছিল বনি
নিজস্ব সংবাদদাতা |
শনিবার রাতেই প্রথম নয়। এর আগেও দু-দু’বার গ্রেফতার হয়েছিলেন পরিবহণ ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের আত্মীয় সৌম্য বন্দোপাধ্যায় ওরফে বনি। তবু তাঁর দাপট উত্তরোত্তর বেড়েই চলেছে বলে এলাকার মানুষ পুলিশে অভিযোগ করেছেন। একই অভিযোগ তাঁরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। শনিবার রাতে কাঁসারিপাড়ার ক্লাবের সদস্যদের মারধর, শ্লীলতাহানির অভিযোগে কালীঘাট থানার পুলিশ বনিকে গ্রেফতার করে। স্থানীয়েরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বনির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, পরিবহণমন্ত্রীর শ্যালকের ছেলের পরিচয় দিয়ে তিনি এলাকার মানুষদের উপরে অত্যাচার চালাচ্ছেন। এলাকাবাসীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী ওই যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। মদনবাবুও শনিবারের ঘটনার পরে বনির পাশে দাঁড়াননি। পুলিশ জানায়, মাস তিনেক আগে মারধরের ঘটনায় বনি গ্রেফতার হয়। পরে জামিনে ছাড়া পেয়ে যান। তার আগেও এক বার একই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। স্থানীয়দের অভিযোগ, সঙ্গীদের নিয়ে তিনি একটি বাইক-বাহিনী গড়েন। ওই বাহিনী নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতেন। পুলিশ জানায়, মাস ছ’য়েক আগে হাজরা মোড়ে বিরোধী দলের একটি সভা বানচাল করে দেয় এলাকার কিছু দুষ্কৃতী। পুলিশ জানায়, ওই ঘটনায় বাইক-বাহিনী নিয়ে গিয়েছিলেন বনি। আশুতোষ কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনাতেও তাঁর বাহিনী সক্রিয় ভূমিকা নিত বলে জানায় পুলিশ।
|
পুরনো খবর: ‘ভাঙচুর-শ্লীলতাহানি’, ধৃত মদনের আত্মীয়
|
দুর্নীতি দমন শাখার জালে শুল্ক অফিসার |
অফিসে বসে কাগজপত্র দেখছেন দুই শুল্ক অফিসার। সামনে দাঁড়িয়ে এক ব্যবসায়ী। কথা শেষ হওয়ার পরেই ওই ব্যবসায়ী একটি টাকার ব্যাগ এগিয়ে দিলেন। আর সেই ব্যাগ হাতে নেওয়া মাত্রই হঠাৎ ঘরে ঢুকে দুই শুল্ক অফিসারকে ঘিরে ধরল রাজ্য দুর্নীতি দমন শাখা বা এসিবি-র পাঁচ-ছ’জন কর্মী-অফিসারের একটি দল। সোমবার এই কায়দাতেই উদয়ন মুখোপাধ্যায় ও আদিত্য মুখোপাধ্যায় নামে দুই অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারকে গ্রেফতার করা হয়েছে। আইজি (এসিবি) রামফল পওয়ার জানান, সল্টলেকের কমার্শিয়াল ট্যাক্স অফিসে গ্রেফতার হওয়া ওই দু’জনের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। আজ, মঙ্গলবার তাঁদের বারাসত আদালতে তোলা হবে। গত সেপ্টেম্বরে রাজ্য দুর্নীতি দমন শাখা গড়ে তোলার পরে তারা এই প্রথম কাউকে গ্রেফতার করল। দুর্নীতি দমন শাখার অফিসারেরা জানান, গত শুক্রবার ওই ব্যবসায়ী তাঁদের কাছে ঘুষ চাওয়ার বিষয়ে অভিযোগ জানান। মহাকরণ থেকে অনুমতি নিয়ে তদন্ত শুরু হয়। এসিবি-র এসপি (২) নীলু শেরপা চক্রবর্তীর নেতৃত্বে একটি দল তদন্তে নামে। ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ফাঁদ পাতা হয়। সেই অনুসারে এ দিন সল্টলেকে কমার্শিয়াল ট্যাক্সের অফিসে ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিতে গিয়ে ধরা পড়েন ওই দুই শুল্ক অফিসার।
|
বিদেশিনির ‘শ্লীলতাহানি’, গ্রেফতার |
গোয়া, আগ্রা, কোচির পরে এ বার বিদেশিনির শ্লীলতাহানির অভিযোগ কলকাতায়। চলন্ত বাসে দক্ষিণ কোরিয়ার নাগরিক এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক জন গ্রেফতার হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটে বড়বাজার থানা এলাকার মহাত্মা গাঁধী রোডে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার নিয়ে পড়াশোনার জন্য বছর চারেক ধরে কলকাতায় রয়েছেন ওই তরুণী। বর্তমানে তিনি থাকেন ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের কাছে একটি বাড়িতে। পুলিশ জানায়, অভিযুক্তের নাম সুজিত মণ্ডল। বছর তিরিশের ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাঙরা এলাকায়। এ দিন তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রের খবর, হাওড়া ফুলবাজারে যাওয়ার জন্য এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ ঠাকুরপুকুর থেকে একটি বেসরকারি বাসে ওঠেন বছর পঁচিশের ওই তরুণী। সঙ্গে ছিলেন দুই ভিনদেশি বান্ধবী এবং এক জন দোভাষী। খানিক পরে ৮-১০ জন যুবক ওই বাসে ওঠে। একটি ক্যাটারার সংস্থার কর্মী ওই যুবকেরা হাওড়ায় ট্রেন ধরতে যাচ্ছিলেন। তরুণী পুলিশকে জানান, অভিযুক্ত যুবক তাঁকে লক্ষ করে অশালীন ইঙ্গিত করে। তাঁর গায়েও হাত দেয়। ভিড় কম থাকায় তখন প্রতিবাদ করতে ভয় পেয়েছিলেন অভিযোগকারিণী। সকাল সাড়ে ৭টা নাগাদ ফুলবাজারের কাছে বাস থেকে নামার সময়ে রাস্তার পাশে পুলিশ কিয়স্কে থাকা কর্মীকে ডেকে নেন ওই তরুণী। অভিযুক্ত যুবককে দেখিয়ে ঘটনার কথা জানান। কর্তব্যরত পুলিশ ও আশপাশের লোকজন অভিযুক্তকে থানায় নিয়ে যান। লিখিত অভিযোগ করেন বিদেশিনি।
|
দোল উপলক্ষে নিরাপত্তা জোরদার শহরে |
দোলের দিন গোলমাল এড়াতে শহর জুড়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। লালবাজার জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার শহরে অতিরিক্ত মোট ৬০০০ জনের বাহিনী মোতায়েন করা হবে। যুগ্ম কমিশনার জাভেদ শামিম (সদর) জানান, সকাল ১০টা থেকে গঙ্গার প্রত্যেকটি ঘাট মিলে মোট ৩৪টি বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল থাকবে। শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে ৬০টি রেডিও ফ্লাইং স্কোয়াড (আরএফএস) এবং ২৫টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াড। ডিসি, এসি নিয়ে প্রায় ১০০০ জন উচ্চপদস্থ পুলিশকর্তা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ ছাড়াও সব মিলিয়ে ১৫০ জন মহিলা পুলিশ কনস্টেবল থাকবেন থানায়। থাকছে ৪৪টি টহলদারি মোটরসাইকেলও। দোলের দিন কয়েকটি বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জাভেদ শামিম। যেমন, মত্ত অবস্থায় মোটরসাইকেল না চালানো বা কাউকে জোর করে রঙ না দেওয়া। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্য দিকে, বসন্ত উৎসব উপলক্ষে শান্তিনিকেতনেও বাড়ছে নিরাপত্তা। শান্তিনিকেতনে পৌষমেলার প্রাঙ্গণে (ভুবনডাঙার মাঠ) বসছে সিসিটিভি। দোলের দিন যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যায় পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানান বিশ্বভারতীর কর্মিমণ্ডলীর যুগ্ম সম্পাদক সৌগত সামন্ত। এ দিনই বীরভূমের পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “সাদা পোশাকেরও পুলিশ মোতায়েন থাকছে। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সব ব্যবস্থা নিচ্ছি।”
|
গার্ডেনরিচ কাণ্ডে ধৃত আরও এক |
গার্ডেনরিচ কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল সিআইডি। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তাবরেজ আলম। তাবরেজ কংগ্রেস নেতা মোক্তারের ঘনিষ্ট বলে সিআইডি-র দাবি। ঘটনার দিন তাবরেজ হরিমোহন ঘোষ কলেজের সামনে উপস্থিত ছিলেন বলে সিআইডি জানিয়েছে। তাঁর বিরুদ্ধে মারপিট ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সোমবার বিকেলে আলিপুর সেন্ট্রাল জেলের সামনে থেকে গোয়েন্দারা তাকে আটক করে। পরে তাকে ভবানিভবনে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে সিআইডি। গত ১২ ফেব্রুয়ারি গার্ডেনরিচে হরিমোহন ঘোষ কলেজে নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দুষ্কৃতীর গুলিতে নিহত হন কর্তব্যরত সাব ইনস্পেক্টর তাপস চৌধুরি। এই ঘটনায় এর আগে তৃণমূলের বোরো চেয়ারম্যান মুন্না, কংগ্রেস নেতা মোক্তার সহ একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।
|
পুরনো খবর: উঠে বসার চেষ্টা করলেন, পারলেন না
|
অস্বাভাবিক মৃত্যু |
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে, বালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। মৃতের নাম হরিকিশোর রাই (২৪)। পুলিশ জানিয়েছে, বিহারের জামুই এলাকার বাসিন্দা হরি বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বহুতলে কাজ করতেন। ওই বহুতলের চারতলায় পরিচারকদের ফ্ল্যাটে সুখী নামে এক ব্যক্তি থাকেন। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ কেদার জয়সোয়াল নামে এক ব্যক্তির সঙ্গে সেখানে গিয়েছিলেন হরি। তাঁর পরিচিতদের জেরা করে পুলিশ জেনেছে, গভীর রাত পর্যন্ত সুখী ও তাঁর বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন হরি। পরিচারকদের ফ্ল্যাটের জানলায় গ্রিল ছিল না। তাই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মত্ত অবস্থায় ওই খোলা জানলা দিয়ে পড়ে যান হরি। জিজ্ঞাসাবাদের জন্য সুখী-সহ হরির চার বন্ধুকে আটক করেছে পুলিশ।
|
কার্নিশে প্রৌঢ় |
তিনতলার কার্নিশ থেকে ভেসে আসছিল চিৎকারটা। এলাকার বাসিন্দারা দেখলেন, একটি ফ্ল্যাটের কার্নিশে বসে রয়েছেন এক ব্যক্তি। নামার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। শেষে দমকলকর্মীরা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে বাগুইআটির চিনার পার্ক এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম নিখিল বাগুই। বাড়ি বাগুইআটির জগৎপুর বাজারে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, নিখিলবাবু মানসিক ভারসাম্যহীন। পুলিশের দাবি, নিখিলবাবু জানিয়েছেন, ওই ফ্ল্যাটের কাজের জন্য দেওয়ালে বাঁধা ভারা ধরে তিনি এ দিন কার্নিশে উঠে পড়েছিলেন। কিন্তু নামতে পারছিলেন না। শেষে পুলিশে খবর দেন স্থানীয়েরা। খবর যায় দমকলেও। দমকল বড় মই এনে ওই ব্যক্তিকে উদ্ধার করে। স্থানীয় নার্সিংহামে নিয়ে যাওয়া হলে নিখিলবাবুকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
|
ডিজি-র ইস্তফা |
চাকরিতে ইস্তফা দিলেন কলকাতা পুরসভার ডিজি (নগর পরিকল্পনা) দীপঙ্কর সিংহ। সোমবার পুর-সচিবালয়ের এক পদস্থ অফিসার জানান, বস্তি উন্নয়ন প্রকল্পের কাজে ঢিলেমি নিয়ে তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল পুর প্রশাসন। এ ব্যাপারে তাঁকে সতর্কও করা হয়েছিল। নগর পরিকল্পনার পাশাপাশি টাউন হলের দায়িত্বেও ছিলেন দীপঙ্করবাবু। আগামী ২০১৬ সাল পর্যন্ত চাকরির মেয়াদ ছিল তাঁর। পুরসভার বিল্ডিং, জঞ্জাল অপসারণ, হেরিটেজ-সহ একাধিক দফতরের কাজ করেছেন তিনি। যদিও দীপঙ্করবাবুর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, তাঁকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। সে কারণেই তিনি ইস্তফা দিয়েছেন।
|
বিবৃতির প্রতিলিপি দিতে নির্দেশ |
রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র ও প্রবীর দাস ২১ জুলাই কমিশনে যে-বিবৃতি দিয়েছেন, প্রাক্তন আইপিএস অফিসার রাজকুমার জহুরিকে তার প্রতিলিপি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কমিশন তাঁকে ওই বিবৃতির প্রতিলিপি দিচ্ছে না বলে অভিযোগ জানিয়ে রাজকুমারবাবু হাইকোর্টে মামলা করেন। শুনানির পরে বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়ে দেন, আবেদনকারী বিবৃতির প্রতিলিপির জন্য আবেদন জানালে কমিশনকে আইন অনুযায়ী তা বিবেচনা করতে হবে। কমিশন ওই প্রাক্তন আইপিএস-কে শুনানিতে ডেকেছিল। আত্মপক্ষ সমর্থনে ব্যবহার করার জন্য ওই বিবৃতির প্রতিলিপি প্রয়োজন বলে মনে করেন রাজকুমারবাবু।
|
অগ্নিকাণ্ডে ধৃত |
মহেশতলার ১৬ বিঘায় আগুন লাগার ঘটনায় রফিক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২০ নভেম্বর মহেশতলায় ১৬ বিঘা এলাকায় আগুন লাগে। তখন রফিকের নামে এফআইআর করা হয়েছিল। এ দিন তাকে গ্রেফতার করা হয় আক্রা ফটক এলাকায়। ১৭ মার্চ সকালে মহেশতলার ওই জায়গাতেই ফের আগুন লাগে।
|
কিশোরীর দেহ উদ্ধার |
এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার, পোস্তার বংশীধর লেনে। মৃতার নাম সবিতা সাউ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। |
|