রক্তের ব্যাগ মজুত নেই হাসপাতালে, অপেক্ষায় দাতারা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
রক্ত-ব্যাগের সঙ্কট জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। ব্যাগ না থাকায় শিবিরগুলিতে ইচ্ছুক দাতারা উপস্থিত থাকলেও রক্ত সংগ্রহ করতে পারছে না ব্লাড ব্যাঙ্ক। রবিবার শহর লাগোয়া মোহিতনগরে ডিওয়াইএফের একটি শিবিরে ১০০ জন আগ্রহী নাম নথিভুক্ত করলেও ব্যাগের অভাবে ২০ জনের রক্ত করেছে ব্লাড ব্যাঙ্ক। কেন এই সঙ্কট। উত্তরবঙ্গের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে, রক্ত রাখার ব্যাগ সহ অন্য কিট সরবারহ হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের রিজিওনাল ব্লাড ট্রান্সমিশন সেন্টার থেকে। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, স্বাস্থ্য দফতর থেকে যে ব্লাড ব্যাগ সরবরাহ করা হয় তা প্রায়ই অনিয়মিত। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ব্লাড ট্রান্সমিশন কেন্দ্রের অধিকর্তা মৃদুময় দাস বলেন, “সমস্যা একটা হয়েছে। রাজ্য থেকে আমরা যেমন ব্যাগ পাই, তেমনই সরবারহ করি।” সদর হাসপাতালের সুপার ব্রজেশ্বর মজুমদার বলেন, “কালিম্পং হাসপাতাল থেকে কিছু ব্লাড ব্যাগ আনা হচ্ছে. এর বেশি কোনও মন্তব্য করা সম্ভব নয়।” ডিওয়াইএফের পক্ষে দীপশুভ্র সান্যাল বলেন, “সদর হাসপাতালে রক্তসঙ্কটের কথা শুনে শিবির করার প্রস্তাব নিয়ে কতৃপক্ষের কাছে যাই। রক্ত সংগ্রহ করার ব্যাগ না থাকায় সকলের রক্ত নেওয়া সম্ভব হল না। কত দিন আর এমন গাফিলতি চলবে।”
|
যক্ষ্মা রোগী কমেছে জেলায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুরে যক্ষ্মা রোগীর সংখ্যা কমেছে বলে জানাল জেলা স্বাস্থ্য দফতর। ২০১১ সালে এই জেলায় যক্ষ্মা রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ৬৬৫। সেখানে ২০১২ সালে তা কমে হয়েছে ৬ হাজার ৩২৫। তবে কিছু রোগী মাঝপথে চিকিৎসা বন্ধ করায় উদ্বেগ রয়েই গিয়েছে। রবিবার ছিল বিশ্ব যক্ষ্মা দিবস। পশ্চিম মেদিনীপুরেও দিনটি পালিত হয়। এ দিন সকালে জেলা স্বাস্থ্য দফতরের সামনে থেকে পদযাত্রা হয়। ডাক্তার, নার্সিং ছাত্রীরা এতে যোগ দেন। পরে এক আলোচনাসভা হয়। উপস্থিত ছিলেন জেলা যক্ষ্মা আধিকারিক শ্যামল হালদার। শ্যামলবাবু বলেন, “এক বছরে জেলায় যক্ষ্মা রোগীর সংখ্যা প্রায় তিনশো কমেছে। আরও কমানোর চেষ্টা চলছে। চিকিৎসা সম্পূর্ণ হলে রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাই বেশি। তাই প্রত্যেক রোগী যাতে চিকিৎসা সম্পূর্ণ করেন, সে দিকটি গুরুত্ব দিয়ে দেখা হয়।”
|
চিকিৎসায় গাফিলতির নালিশ হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
এক প্রসূতীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল কান্দি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। শনিবার রাতে প্রসব বেদনা নিয়ে খড়গ্রামের আতাইগ্রামের বাসিন্দা নুরজিয়া বিবি (২৬) কে হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন সকালে তিনি মৃত সন্তানের জন্ম দেন। পরে মৃত্যু হয় ওই মহিলারও। মৃতার দাদা নুর আলম বলেন, “ভর্তি করানোর পর মাত্র একবার ডাক্তার আসেন। রক্তক্ষরণ হলেও, তা বন্ধে চিকিৎসকেরা উদ্যোগী হননি।” অভিযুক্ত চিকিৎসক অসীম চট্টোপাধ্যায় বলেন, “ওই রোগী জন্ডিস, খিচুনির মত নানা রোগ নিয়ে হাসপাতালে আসেন। তাঁর রক্তক্ষরণ রোধেও চেষ্টা করা হয়। কিন্তু শেষমেশ বাঁচানো সম্ভব হয়নি।” জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অজয় চক্রবর্তী বলেন, “ওই মহিলা জটিল সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসকেরা যথাযথ চেষ্টা করেও বাঁচাতে পারেননি।”
|
হাসপাতালের উদ্বোধন ফরাক্কায়
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ফরাক্কা ব্যারেজের অধীনে থাকা ৫০ শয্যার হাসপাতালটি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হস্তান্তর পর্ব শেষ হয়নি। কিন্তু শিয়রে পঞ্চায়েত ভোট। তাই রবিবার তড়িঘড়ি ওই হাসপাতালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। ফরাক্কার বিধায়ক কংগ্রেসের মইনুল হক বলেন, “পরিকাঠামোর অভাবে ধুঁকতে থাকা হাসপাতালটি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে এলে এলাকার লোকজন উপকৃত হবেন।” স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “হাসপাতালটিকে আগামী মে মাসের মধ্যে ৭০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা হবে। স্বাস্থ্য মন্ত্রকের একটি দল খুব শ্রীঘ্রই হাসপাতালে পরিদর্শনে আসবে। এর ফলে জঙ্গিপুর সহ পড়শি ঝাড়খন্ডের মানুষও উপকৃত হবেন।” এ দিনের অনুষ্ঠানে ফরাক্তা ব্যারেজের জেনারেল ম্যানেজার হাজির ছিলেন না। তবে উপস্থিত ছিলেন ব্যারেজের অন্যান্য পদস্থ কর্তারা।
|
চিকিৎসকদের সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রগতিশীল গ্রামীণ চিকিৎসক সংগঠনের সভা হল কেশপুরে। শনিবার সেই সভায় গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, জনস্বাস্থ্য সংক্রান্ত সরকারি কর্মসূচি ও তাতে গ্রামীণ চিকিৎসকদের যুক্ত করা-সহ মোট ১২ দফা দাবি নিয়ে সভায় আলোচনা হয়।
|
পর্যাপ্ত রক্ত সংগ্রহ করার ব্যাগের জোগান না থাকায় রামপুরহাটে একটি রক্তদান শিবির বাতিল হল। রবিবার রামপুরহাটে এসএফআইয়ের উদ্যোগে ওই শিবির হওয়ার কথা ছিল। রামপুরহাট মহকুমা হাসপাতাল সুপার হিমাদ্রি হালদার বলেন, “পর্যাপ্ত ব্যাগ না থাকার জন্যই ওই ক্যাম্প বাতিল করতে হয়েছে।” সঙ্কট মেটাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
|