ন্যায্য বিচার পাচ্ছেন না নদিয়া জেলার নির্যাতিতা মহিলারা। পরিকাঠামো, সচেতনতা ও সদিচ্ছার অভাবে ঠিক সময়ে বিচার পাচ্ছেন না তারা। রবিবার নদিয়া জেলার পুলিশ, প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়। জেলা পরিষদের সভাকক্ষে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার পাশাপাশি এ দিন তিনি কথা বলেন একাধিক নির্যাতিতা মহিলাদের সঙ্গেও। বৈঠক শেষে সুনন্দাদেবী বলেন, “বৈঠকে বেশ কয়েকটি সমস্যার দিক উঠে এসেছে। পরিকাঠামোগত সমস্যা, কর্মীর অভাবের মতো সমস্যা রয়েইছে। এ ছাড়া পুলিশ সহ যে সকল সংস্থা মহিলাদের অধিকার প্রতিষ্ঠা ও সুবিচার দেওয়ার কাজে যুক্ত, তাদের মধ্যেও সদিচ্ছা ও আইন সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে।” তিনি বলেন, “ওই সব সংস্থাগুলি আইন ভাল ভাবে জানেই না। ফলে ‘গার্হস্থ্য হিংসা নিবারণ আইন’ প্রয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ও বিচার পেতেও অনেক দেরী হচ্ছে। ” তবে সুনন্দাদেবী অবশ্য জানান, পুলিশ তুলনামূলক ভাবে আগের থেকে ভাল কাজ করছে। ঠিক ধারাগুলো প্রয়োগ করছে। তবে অন্যান্য সীমান্ত সংলগ্ন জেলার মতো নদিয়া জেলাতেও নারী পাচারের হার একই রকম বলে দাবি করেন।
|
তৃণমূল কর্মী খুনের কারণ নিয়ে ধোঁয়াশা
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
তৃণমূলকর্মী প্রহ্লাদ রায়ের (৩৮) খুনের কারণ এখনও জানতে পারেনি পুলিশ। এ নিয়ে শাসক ও বিরোধী দল একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত। সিপিএমের দাবি, তৃণমূলের গোষ্ঠীবিবাদেই খুন হয়েছেন প্রহ্লাদবাবু। অন্যদিকে, তৃণমূলের দাবি, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে তাদের কর্মীকে। কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “খুনের কারণ অস্পষ্ট। প্রাথমিক ভাবে অনুমান, ব্যক্তিগত আক্রোশেই এই খুন। ঘটনায় জড়িত সন্দেহে হরিনারায়ণ মিত্র অমিত চক্রবর্তী নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আশা করি ধৃতদের জেরা করে খুনের কারণ জানা যাবে।” পুলিশ সূত্রের খবর, চাকদহে শুক্রবার রাতে নিজের বাড়িতেই গুলিতে খুন হন প্রহ্লাদবাবু। স্থানীয় মানুষ মৃতদেহ আটকে রাতভর বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। চাকদহের তৃণমূল বিধায়ক নরেশচন্দ্র চাকী বলেন, “সিপিএমের মদতপ্রাপ্ত দুষ্কৃতীরাই খুন করেছে প্রহ্লাদকে। খুনের আগের দিন সিপিএম নেতা অসীম রায়ের নেতৃত্বে দুষ্কৃতীদের নিয়ে স্থানীয় এক ক্লাবে মিটিংও হয়।” অভিযোগ অস্বীকার করে সিপিএমের বিষ্ণুপুর লোকাল কমিটির সম্পাদক অসীম রায় বলেন, “মিথ্যা অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধ গোষ্ঠীর হাতে খুন হয়েছেন প্রহ্লাদবাবু। আমরা চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করে খুনের কিনারা করুক।”
|
আলোচনাচক্র
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
শিমুরালির শচীদানন্দ কলেজ অফ এডুকেশনে ইউজিসি-র অর্থানুকুল্যে “নারীর ক্ষমতায়ন ও পরিবেশের ভারসাম্য” শীর্ষক এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ বিভাগের প্রধান দেসী বোরা তালুকদার, কল্যাণীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ বিভাগের প্রধান দিব্যেন্দু ভট্টাচার্য, কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ নাগচৌধুরী প্রমুখ।
|
পুলিশ পাবলিক রিলেশন কাপের বহরমপুর সদর কোয়ার্টার ফাইনাল রবিবার শেষ হল বেলডাঙা বড়ুয়া স্টেডিয়ামে। ৭ দলীয় নক আউট এই ফুটবল টুর্নামেন্টে বেলডাঙা, শক্তিপুর, বহরমপুর, ও হরিহরপাড়া সেমিফাইনালে উঠেছে। তারা আগামী শনিবার বড়ুয়া স্টেডিয়ামেই সেমিফাইনালে খেলবে। বেলডাঙা, রেজিনগর, শক্তিপুর, বহরমপুর, দৌলতাবাদ, নওদা, হরিহরপাড়া থানা এই খেলায় অংশগ্রহন করে। আগামী ৩১ মার্চ ওই একই মাঠে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
|
পশ্চিমবঙ্গ রাজ্য পেনশনারস অ্যাসোসিয়েশনের ২৪তম রাজ্য সম্মেলন হল রবিবার চাকদহের সম্প্রীতি মঞ্চে। হাজির ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অমর দে, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানবেন্দ্র চক্রবর্তী প্রমুখ। |