টুকরো খবর
ফুটবল চ্যাম্পিয়ন দক্ষিণ-পূর্ব রেল
রেলের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল দক্ষিণ-পূর্ব রেল। খেলা শেষে শনিবার সেরসা স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন খড়্গপুরের ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ। ১৫ ফেব্রুয়ারি থেকে ৬৯তম অল ইন্ডিয়া রেলওয়ে ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল খড়্গপুরে। সেরসা স্টেডিয়ামে খেলাগুলি হয়। পূর্ব, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম, মধ্য-সহ রেলের মোট ৬টি জোনের দল এতে যোগ দেয়। লিগ-পর্যায়ের এই খেলায় চ্যাম্পিয়ন হয় দক্ষিণ-পূর্ব রেল। রানার্স দক্ষিণ-মধ্য রেল। দক্ষিণ-পূর্ব রেলওয়ে স্পোটর্স অ্যাসোসিয়েশনের (সেরসা) স্পোর্টস সেক্রেটারি রাজেশ সিংহ জানান, সুষ্ঠু ভাবেই সব খেলা হয়েছে। খেলা ঘিরে উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।

জিতেও খলনায়ক
রবিবাসরীয় মালয়েশিয়ান গ্রাঁ প্রি-তে নাটকীয় ভাবে বেআব্রু হল দুই রেড বুল টিমমেটের ছাইচাপা রেষারেষি। রেস জিতেও অ্যান্টিহিরো হয়ে রইলেন সেবাস্তিয়ান ভেটেল। দলীয় নির্দেশ অমান্য করে বিপজ্জনক ওভারটেকিংয়ে টিমমেট মার্ক ওয়েবারের জয় কাড়ায় দল তাঁকে ভর্ৎসনা তো করলই। পোডিয়ামে ওয়েবারও যে ভাবে মুখ ঘুরিয়ে রইলেন, ক্ষমা করবেন মনে হল না। সেপাং থেকে শূন্য হাতে ফিরল ফোর্স ইন্ডিয়া। পিট স্টপে ভারতীয় দলের দুই চালকের গাড়িতেই চাকার নাট লাগাতে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

ইশান্তের শাস্তি
রবীন্দ্র জাডেজা পার পেলেও ‘অতিরিক্ত উচ্ছ্বাস’ দেখানোয় শাস্তি হল ইশান্ত শর্মার। প্যাটিনসনের উইকেট নিয়ে উৎসব করার মাঝে ইশান্ত ফলো থ্রু-তে ব্যাটসম্যানের সামনে গিয়ে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করেন একাধিকবার। তাই ম্যাচ রেফারি ইশান্তের ফি-র ১৫ শতাংশ জরিমানা করেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.