টুকরো খবর
পাখি শিকারে জেল যুবকের
টিয়া পাখি শিকারের অভিযোগে জেল হেফাজত হয়েছে এক যুবকের। শুক্রবার সন্ধ্যায় বহরমপুর জজ কোর্ট এলাকার একটি গাছের কোটর থেকে তিনটে টিয়া পাখি শিকারের অভিযোগ পেয়ে বন দফতরের কর্মীরা আরিফুল শেখ নামে ওই যুবককে ধরে বহরমপুর থানার পুলিশের হাতে তুলে দেন। ধৃতের বাড়ি হরিহরপাড়া থানার বারুইপাড়া। শনিবার ধৃত ব্যক্তিকে সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক সুতীর্থ বন্দ্যোপাধ্যায় জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারি আইনজীবী পুরুষোত্তম কেশরী বলেন, “ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের ধারায় পাখি শিকারের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ আদালতে হাজির করে। জেলা হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।”

ট্যারান্টুলার খোলস, কাজ ছেড়ে ধাঁ
প্রায় ২০০ বছর পুরনো একটি বাড়ির অ্যাসবেসটসের ছাদ সারাতে গিয়েছিলেন কস্টেন ভোরল্যান্ড। বাড়িটির উপর তলায় কাজ শুরুর ঠিক আগে এক বিকট চিৎকার। গিয়ে দেখলেন সহকর্মী কেটি পার্সিন্সইয়ং কাঁপছেন থরথর করে। দেখা যাচ্ছে শুধু একটা কালো লোমশ পা। জঞ্জাল সরিয়ে দেখা গেল পড়ে রয়েছে ট্যারান্টুলা মাকড়সার খোলস। সাধারণত, জীবদ্দশায় বার দু’য়েক খোলস ছাড়ে ট্যারান্টুলা। তার পরই আকারে বাড়ে তারা। কাজেই ওই খোলসটির চেয়ে আকারে বড়সড় একটা ট্যারান্টুলা আশপাশেই থাকতে পারে, এই আশঙ্কায় কাজ ফেলে পালিয়ে আসে দলটি। পরে বিশেষজ্ঞরা উদ্ধার করে ট্যারান্টুলার খোলসটি। তাঁদের মত, মাকড়সাটি চিলিয়ান রোজ প্রজাতির ট্যারান্টুলা। খুব বেশি বিষাক্ত এরা নয়। যে মাকড়সার খোলস মিলেছে, সেটি আকারে প্রায় ৭ সেন্টিমিটার পর্যন্ত চওড়া হতে পারে। ওই ট্যারান্টুলাটি বাড়ির মালিকের পোষা ছিল, না কি আশপাশে ওই প্রজাতির মাকড়সার বাসা রয়েছে তা নিয়ে ধন্দে রয়েছেন গবেষকেরা।

ডাইনোসরের নাম
মাত্র চার বছর বয়সেই এক প্রজাতির উড়ন্ত ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার করেছিল ডেইজি মরিস। আর তাই তার নামে ডাইনোসরের ওই বিশেষ প্রজাতিটির নামকরণ করা হল ভেকটিড্রাকো ডেইজিমোরিসায়ে। ডেইজির মা জানান, মেয়ে তিন বছর বয়স থেকেই জীবাশ্ম খুঁজতে বেরিয়ে পড়ত সমুদ্রের ধারে। এমনি করেই এক দিন একটা জীবাশ্মে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল সে। জীবাশ্মটি পেয়ে ডেইজির বাড়ির লোক খবর দেন বিশেষজ্ঞদের। এ বার নতুন নাম পেল ওই ডাইনোসরের প্রজাতিটি।

বসিরহাটের ধান্যকুড়িয়ায় বাসস্ট্যাণ্ডের কাছ থেকে উদ্ধার হল একটি ময়ূর। শনিবার সকালে গ্রামবাসীরা
আলিম মণ্ডল স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ময়ূরটিকে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ময়ূরটিকে উদ্ধার
করে থানায় নিয়ে আসে। বন দফতরে খবর দেওয়া হলে তারা এসে ময়ূরটি নিয়ে যায়। বসিরহাট
মহকুমা বন দফতরের কর্মী কার্তিক সরকার, স্বপন দাস বলেন, “ময়ূরটিকে সল্টলেকে
বিকাশ ভবনে ওয়াইল্ড লাইফের দফতরে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষার
পরে তাকে আলিপুর চিড়িয়াখানায় রাখা হবে।” ছবি: নির্মল বসু।

নতুন পাখি
দুটি বিরল প্রজাতির পাখির দেখা মিলেছে অসমে পবিতরা অরণ্যে। প্রবীণ মার্কিন পাখি বিশেষজ্ঞ রাসেল লসন ও পাখিপ্রেমী দেবাংগ মহলিয়া পবিতরায় ‘রূপহী সর’ বা পেইন্টেড স্টর্ক এবং ‘কলামুরিয়া আকুহি’ বা ব্ল্যাক হেডেড ইবিসের ছবি তুলেছেন। মরিগাঁও জেলার পবিতরা অভয়ারণ্যে, কামারকুচি বন শিবিরে কাছে পাখি দু’টির দেখা মেলে।

মেঘলা চিতাবাঘের মৃত্যু
ঘুমপাড়ানি গুলিতে অচেতন হয়ে বাঁশ গাছের উপর থেকে নীচে আছড়ে পড়ল বিরল প্রজাতির মেঘলা চিতাবাঘ। অভিযোগ, বনবিভাগের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই থোরাসিক খাঁচায় সজোরে আঘাত লেগে কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয় প্রাণীটির। ঘটনাটি ঘটেছে আজ সকালে দক্ষিণ কামরূপ জেলার লোহারঘাটে। চিড়িয়াখানার পশু চিকিৎসক এম এল স্মিথ জানান, কোনও ভাবে বিরলতম প্রজাতির পূর্ণবয়স্ক পুরুষ মেঘলা চিতাবাঘটি মির্জার কাছে লোহারঘাট এলাকায় ঢুকে পড়ে। কামরূপ জেলায় ক্লাউডেড লেপার্ড বা মেঘলা চিতাবাঘের দর্শন এই প্রথম। চিতাবাঘের আতঙ্কে সকাল থেকে ত্রাহি রব ছড়ায় গ্রামে। প্রথমে একটি ঝোপে, পরে বাঁশঝাড়ে আশ্রয় নেয় প্রাণীটি এরপর গ্রামবাসীদের তাড়ায় উঠে পড়ে বাঁশগাছের উপরে। ঘুমপাড়ানি গুলিতে তাকে অচেতন করে নামাতে গিয়েই বিপত্তি ঘটে।

পূর্ণবয়স্ক হরিণের দেহ মিলল ডুয়ার্সের খুঁট্টিমারি জঙ্গল লাগোয়া ধূপগুড়ির দক্ষিণ শালবাড়ি গ্রামে।
শনিবার রাতে। তার মাথার পিছনে ও দেহে আঘাতের চিহ্ন। বন দফতরের অনুমান,
হরিণটিকে মেরে লুকিয়ে রাখা হয়। পশু চিকিৎসকরা জানান, মাথায় অনবরত
আঘাতের ফলে মৃত্যু হয়েছে হরিণটির। ছবি: রাজকুমার মোদক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.