উদ্ধার আগ্নেয়াস্ত্র
নিজস্ব সংবাদদাতা |
খবর পেয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ জানায়, রবিবার কলকাতা লেদার কমপ্লেক্স থানার কাঁটাতলায় খালের পাশে মিলেছে ২টি রাইফেল ও ৩টি বন্দুক। অন্য দিকে, শনি ও রবিবার ভাঙড়, ক্যানিং ও কাশীপুর থানা এলাকায় বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযানে নেমে ১০টি বন্দুক, ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং ২১১ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ দিন ধরে তাদের খোঁজা হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার প্রবীণকুমার ত্রিপাঠী।
|
মোটরবাইক ‘চুরি’, গ্রেফতার তিন |
মোটরবাইক চুরির অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। ধৃতদের নাম বেলাল হুসেন, জুলফিকার মোল্লা ও কিট্টু হালদার। এদের কাছ থেকে ১০ কেজি গাঁজাও মিলেছে। বেলাল ও জুলফিকারের বাড়ি ভাঙড় এলাকায়, কিট্টুর বাড়ি মিনাখাতে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে বাগুইআটির জোড়ামন্দিরের একটি এলাকায় হানা দিয়ে হাতেনাতে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। দুষ্কৃতীদের সঙ্গে থাকা একটি ব্যাগে বেশ কিছু মোটরবাইকের চাবি ও যন্ত্রপাতি উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ধৃতেরা জেরায় স্বীকার করেছে, মোটরবাইক চুরির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। অভিযোগ, বাগুইআটি ও এয়ারপোর্ট এলাকায় মাঝেমধ্যেই মোটরবাইক চুরির ঘটনা ঘটছে। এই দলটি কোনও মোটরবাইক চুরি-চক্রে যুক্ত কি না, দেখছে পুলিশ।
|
পঞ্চায়েত ভোটের আগে রাজারহাট এলাকার ঘরছাড়াদের ঘরে ফেরানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে রবিবার নিউটাউন থানায় স্মারকলিপি দিল সিপিএম। অমিতাভ নন্দী ও রেখা গোস্বামীর নেতৃত্বে দলের কয়েক হাজার কর্মী-সমর্থক রবিবার মিছিল করে থানায় গিয়ে দাবিপত্র জমা দেন। তাঁদের বক্তব্য, তৃণমূলের অত্যাচারে মহিষবাথান, থাকদারি এলাকার ১২১ দলীয় কর্মী ঘরছাড়া। পুলিশ-প্রশাসনকে তাঁদের ঘরে ফেরাতে হবে। পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ ভাবে করার দাবিও তাঁরা পুলিশকে জানান। মিছিলে মাইক ব্যবহার করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শব্দবিধি ভাঙার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
|
বৌবাজারে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ নুর। কর্মসূত্রে সে এখন বৌবাজার এলাকার ফিয়ার্স লেনের একটি বাড়িতে থাকে। রবিবার দুপুরে ওই যুবক পড়শির এক মেয়ের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। |